আসছে দাদাগিরির সিজন ১০, বার্তা দাদার

বাংলা আর বাঙালির আবেগ দাদা।টেলিভিশনে সৌরভ মানেই 'দাদাগিরি'। অপেক্ষার অবসান। অবশেষে আসতে চলেছে দাদাগিরি সিজন ১০

শুভঙ্কর, কলকাতা: ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়ক হিসেবে ধরা হয় সৌরভ গঙ্গোপাধ্যায়কে। তিনি শুধু ভাল খেলতেনই না, তিনি ভাল সঞ্চালকের ভূমিকাও পালন করেন। বাংলা টেলিভিশনে অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো দাদাগিরি। যা আট থেকে আশি সবার কাছেই খুবই জনপ্রিয়। বিশেষ করে দাদার গুগলি রাউন্ড দেখার জন্য সবাই অপেক্ষা করে থাকেন। বাঙালি যেমন দুর্গা পুজোর জন্য অপেক্ষা করে।  ঠিক তেমনি দাদাগিরি শেষ হওয়ার পর আবার শুরু হওয়ার জন্য অপেক্ষায় থাকে।  অনেক দিনই হল দাদাগিরি সিজন ৯ শেষ হয়েছে। তবে খুব শীঘ্রই সিজন ১০ আসতে চলেছে।

দাদাগিরি সিজন ১০ এর এক ঝলক দাদা নিজেই শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেই ছবিতে দেখা যাচ্ছে একটা সেটে আলো-আঁধারি, ব্যাকরেস্টে সাদা কালো রং, আর রয়েছে কমলা রঙের একটা সোফা। এত গেল সেটের সাজ। আর দাদা সেজেছেন নীল রঙের স্যুট সঙ্গে সাদা শার্ট আর চোখে রয়েছে চশমা। পায়ে কালো জুতো। চোখ মুখে একটা স্নিগ্ধতা ও একগাল হাসি।

Sourav Ganguly,Dadagiri,Zee Bangla,Dadagiri session 10

দাদা সোশ্যাল মিডিয়ায় এক ঝলক এই ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘ দাদাগিরি সিজন ১০।‘ দাদার এই ছবি শেয়ার করার সাথে সাথেই ভাইরাল হয়ে গেছে। এই ছবি দেখে এক ব্যবহারকারী মন্তব্য করে লেখেন, ‘ দাদাকে দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’ অন্য আরেকজন ব্যবহারকারী লেখেন, ‘ দাদাগিরি সত্যিই একটা পারিবারিক বিনোদন। যেখানে সব বিষয়ই থাকে।’

দাদাগিরি সিজন ১০ নিয়ে এখনও কোনো অফিসিয়াল ঘোষণা হয়নি। বর্তমানে জি বাংলায় চলছে ডান্স বাংলা ডান্স রিয়েলিটি শো। হয়তো এর শেষেই শুরু হতে পারে দাদাগিরি। খুব সম্ভবত এর শুভ কাজ শুরু হতে পারে সেপ্টেম্বর মাসে।




Leave a Reply

Back to top button