শুভশ্রীর হাতে এখনও মার খান রাজ, ভয়ে‘ন্যাপি’ পরে থাকেন? ডান্স বাংলা ডান্সের শোয়ে ফাঁস সিক্রেট
এই মুহূর্তে টলিউডের সবচেয়ে প্রভাবশালী পরিচালক। শুধু তাই নয়, রাজ শাসক দলের বিধায়কও।

রাজ চক্রবর্তী। এই মুহূর্তে টলিউডের সবচেয়ে প্রভাবশালী পরিচালক। শুধু তাই নয়, রাজ শাসক দলের বিধায়কও। তাঁর দাপটে বাঘে-গরুতে একঘাটে জল খায়। সেই রাজ নাকি এখনও ভয়ে ন্যাপি পরে থাকেন? তাও স্ত্রীর ভয়ে!
স্ত্রীকে ভয় পায় না এমন পুরুষ আছে নাকি! রাজ-শুভশ্রী সুখী দম্পতি। নিজেদের একসঙ্গে কাটানোর বিভিন্ন মুহূর্তের ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু রাজ যে তলে তলে শুভশ্রীকে এতটা ভয় পান তা কে জানত! সব ফাঁস হয়ে গেল ‘ডান্স বাংলা ডান্স’-এর মঞ্চে।
সম্প্রতি রাজ চক্রবর্তী পরিচালিত ‘আবার প্রলয়’ মুক্তি পেয়েছে। এই সিনেমার প্রচারেই অভিনেতা শ্বাশত চট্টোপাধ্যায়কে নিয়ে ডান্স বাংলা ডান্সে এসেছিলেন রাজ। সেখানে তাঁর সঙ্গে তুমুল মজা করেন সবাই। শুভশ্রীর ভয়ে রাজের ডায়পার পরাও, মজার ছলেই বলা।
ডান্স বাংলা ডান্স শোয়ের অন্যতম চরিত্র একটি ভূত। সেই রাজকে বলে, তিনি নাকি শুভশ্রীকে ব্যাপক ভয় পান। শুধু তাই নয়, এতটাই ভয় পান যে ন্যাপি পরে থাকেন। এর প্রমাণ হিসেবে রাজের একটি ডায়পার পরা ছবিও (মর্ফড করা) দেখায় ভূত। সঙ্গে বলে, ‘স্ত্রীর কাছে মার খেতে খেতেই দিন কেটে যায় রাজের’।
ন্যাপি পরার কথা প্রথম বলে ভূত। শো-এর অ্যাঙ্কর অঙ্কুশ ের প্রমাণ চান। বলেন, রাজ যে ডায়পার পরেন তার কি কোন প্রমাণ আছে? এরপরই রাজের একটি মর্ফড ছবি দেখায় ভূত। তাতে দেখা যায়, শিশু রাজ সবুজ রঙের ডায়পার পরে বিছানায় শুয়ে। ভূত খোঁচা দিয়ে বলে, ‘তোমার পছন্দের রং পরিয়েছি’।