ফের সানাইয়ের সুর টলিপাড়ায়…সাত পাকে বাধা পড়বেন সৌরভ-দর্শনা

তাঁদের সম্পর্কটি গোপনে রাখার চেষ্টাতেও লাভ হয়নি কিছু। কানাঘুঁসো আগেই শোনা গিয়েছিল। প্রেমের কথা কেউ প্রকাশ্যে না বললেও একেবারে বিয়ের খবর সামনে এনে সেই সম্পর্ককে নাম দিতে চলেছেন এই 'হট অ্যান্ড হ্যাপেনিং' জুটি

একের পর এক বিয়ে। পরমব্রত-পিয়ার আচমকা ছিমছাম গোছের বিয়ে, তারপর আবার ‘নষ্টনীড়’ খ্যাত সন্দীপ্তা সেনের বিয়ে। এরপর পালা আরেক জুটির। সৌরভ দাস-দর্শনা বণিক। বিয়ের জন্য প্রস্তুতি নিতে চলেছেন দুই ওটিটি প্ল্যাটফর্ম-এর সুপারস্টার।

তাঁদের সম্পর্কটি গোপনে রাখার চেষ্টাতেও লাভ হয়নি কিছু। কানাঘুঁসো আগেই শোনা গিয়েছিল। প্রেমের কথা কেউ প্রকাশ্যে না বললেও একেবারে বিয়ের খবর সামনে এনে সেই সম্পর্ককে নাম দিতে চলেছেন এই ‘হট অ্যান্ড হ্যাপেনিং’ জুটি।

১৫ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দর্শনা-সৌরভ। বিয়ের প্রস্তুতিও চলছে জোর কদমে। পূর্ব কলকাতার এক বিলাসবহুল হোটেলে বিয়ের আয়োজনে সমস্ত প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। একের পর এক আইবুড়ো ভাত খাওয়ার পর্ব চলছে।

দর্শনার প্রথম আইবুড়ো ভাত পর্বে ছিল ভাত, পোলাও, লুচি, মাংস, ইলিশ মাছ, পমফ্রেট, দই, মিষ্টি, পায়েস। আরেকদিকে বিয়ের আগে ক্রিকেট খেলায় মন বসিয়েছেন ‘মন্টু পায়লট’ সৌরভ দাস (Sourav Das)।

সূত্র মারফত জানা গিয়েছে, দর্শনা তাঁর বিয়ের দিন সব অনুষ্ঠানেই পরতে চলেছেন বেনারসি। আধিবাস অনুষ্ঠানের সময় তসর বেনারসি, গায়ে-হলুদের সময় হলুদ বেনারসি এবং রিসেপশনের রাতে ফুসিয়া গোলাপি বেনারসিতে দেখা যাবে তাঁকে। দর্শনার বিয়ের লাল বেনারসি শাড়িতে খাঁটি রূপার জরির কাজ করানো হয়েছে। সৌরভের পরণে থাকবে কাঁথার কাজ করা তসর ধুতি এবং জামদানি ও কাঁথার কাজ করা একটি কুর্তা। ‘অল্প হলেও সত্যি’র সময় থেকে বন্ধুত্ব শুরু হয় দর্শনা ও সৌরভের। তারপর ‘গোলেমালে গোল’-এর সময়ে বন্ধুত্বের গভীরতা আরও বাড়তে থাকে। সেই বন্ধুত্ব গড়ায় প্রেমে এবং সেখান থেকেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছে এই জুটি। অবশ্য বিয়ে নিয়ে এখনও মুখে কুলুপ এঁটে রয়েছেন পাত্র পাত্রী।




Leave a Reply

Back to top button