Debadrita Basu: ‘শ্রীকৃষ্ণ ভক্ত মীরা’কে মনে পড়ে? ফের নতুন অবতারে পর্দায় ফিরছেন অভিনেত্রী

জয়িতা চৌধুরি, কলকাতাঃ জি বাংলা ( Zee Bangla ) থেকে স্টার জলসা ( Star Jalsha ) বা সান বাংলা ( Sun Bangla ) বাংলা সিরিয়ালের চ্যানেলগুলির মধ্যে চলছে টিআরপির লড়াই। যার জেরে ধারাবাহিকের স্লট বদল থেকে নতুন সিরিয়ালের সম্প্রচারণ কোনওটাই বাদ দিচ্ছেন না চ্যানেলের আধিকারিকরা। কানাঘুষোয় শোনা যাচ্ছে খুব শীঘ্রই নাকি একজন জনপ্রিয় অভিনেত্রী কামব্যাক করবেন একটি নতুন সিরিয়ালে মাধ্যমে। কে সেই অভিনেত্রী?

debadrita f

দর্শকদের সঙ্গে তাঁর প্রথম পরিচয় জয়ী ( Joyee ) হয়ে। কখনো বা ‘আলোছায়া’-র ( Alochaya ) আলো হয়ে পৌঁছে গেছেন ঘরে ঘরে। আবার কখনও বা দর্শক তাঁকে ভালবেসেছেন শ্রীকৃষ্ণের আরাধিকা মীরাবাই হিসেবে। তিনি আর কেউ নন, অভিনেত্রী দেবাদৃতা বসু ( Debadrita Basu )। বেশ কিছুদিন যাবৎ পর্দার অন্তরালে তিনি। তবে সূত্রের খবর, খুব শীঘ্রই পর্দায় কামব্যাক করতে চলেছেন একুশের এই অভিনেত্রী। জানা গিয়েছে, সান বাংলার একটি নতুন ধারাবাহিকে অভিনয় করবেন তিনি। ২ই অগাস্ট রিলিজ হবে ধারাবাহিকের নতুন প্রোমো। তবে নায়িকার বিপরীতে কে অভিনয় করবেন তা এখনো পর্যন্ত জানা যায়নি।

debadrita 2

দেবাদৃতার অভিনয় জীবনে তাঁকে সব থেকে বেশি পরিচিতি এনে দিয়েছে তাঁর মীরা চরিত্রে অভিনয়। একবার অভিনেত্রী নিজের মুখেই বলেছিলেন মীরা হয়ে ওঠার গল্প! তিনি বলেছিলেন, তিনি প্রথমবার এমন একটা ঐতিহাসিক চরিত্রে অভিনয় করছেন। তাঁর মতে, ‘ভীষণ ভালো লাগছে! এখনকার দিনে কেউ যদি একটা বিমূর্ত ভাবকে ভালোবাসে, লোকে তাকে পাগল বলবে। কিন্তু সেই সময় দাঁড়িয়েও মীরার মধ্যে একটা জেদ ছিল।‘ তিনি আরও বলেন মীরা ভাবত যে যাই বলুক, আমি কৃষ্ণকেই ভালোবাসব। মীরার এই জেদের জন্যই তিনি আজও সবার মনে তিনি অমর। ফ্লোরে ঢুকেই আমি একটা অন্য জগতে চলে যাই। বাড়িতেও নিজেকে তৈরি করছি। তবে আমার খুব একটা সমস্যা হচ্ছে না। কারণ ছোটবেলা থেকেই আমিও কৃষ্ণভক্ত।’

debadrita 1

এই ধারাবাহিকের সেট সম্পর্কে নৃসিংহপ্রসাদ ভাদুড়ি বলছিলেন, ‘সংসারের মধ্যে থেকেও মীরার কৃষ্ণপ্রেমের অন্বেষণ অসাধারণ। মীরার কৃষ্ণপ্রেম একতরফা ছিল না, জীবনদের প্রত্যেকটা পদে মীরার সঙ্গ দিয়েছেন কৃষ্ণ। এখানে যেভাবে সেট তৈরী হয়েছে, ওয়াইড অ্যাঙ্গেলে সবটা ধরা হয়েছে, ভীষণ বাস্তব মনে হচ্ছে সবকিছু। ছোট ছোট এই জিনিসগুলো একটা বড় জিনিস তৈরীর পথে খুব গুরুত্বপূর্ণ।’




Back to top button