বারংবার ‘বডি শেমিংয়ের’ খোঁটা! আত্মবিশ্বাসী দেবশ্রীর সপাট উত্তর ‘পুরুষের দরকার নেই’…
চেহারা নিয়ে বারবার খোঁটা শুনতে হয় তাঁকে। জীবনের পেরিয়ে আসা অধ্যায়ের গল্প শোনালেন দেবশ্রী গাঙ্গুলী

চেহারা স্থূল হোক কী ছিপছিপে মানুষের খোঁটা দেওয়ার শেষ নেই। কেবল সাধারণ মানুষ নন এই যন্ত্রণার শিকার বহু অভিনেতা-অভিনেত্রী। চেহারার জন্য হরেক নামের তকমা যেমন শুনতে হয় তাঁদের। একসময় আত্মবিশ্বাসী সেই সমস্ত মানুষেরা বুঝতে পারেন, চেহারা যেমনই হোক তা সুন্দর। তাই খোঁটার পাল্টা জবাব দিতে পিছপা হন না তাঁরা। ঠিক এমনই ঘটনা ঘটে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর দিদি দেবশ্রীর সাথেও। বিয়ের পর তাঁর দিকে ধেয়ে আসে একাধিক কটূক্তি।
এক সাক্ষাতকারে অভিনেত্রী জানান, বিয়ের পর থেকেই বডি শেমিংয়ের মুখোমুখি হন তিনি। বিয়ের পর তাঁর স্বামীও ‘মোটা’ বলে ব্যঙ্গ করতে থাকেন।
অশান্তি চরম পর্যায়ে গেলে একসময় বিবাহ বিচ্ছেদ-এর সিদ্ধান্ত নেন তিনি। প্রথম ডিভোর্সের পর তিনি চাকরি করতেন পাশাপাশি ব্যবসাও সামলাতেন। এরপর দ্বিতীয়বার বিয়ের সিদ্ধান্ত নেন। কিন্তু সে সম্পর্ক টেকেনি। দ্বিতীয়বার ডিভোর্সের পর তিনি প্রকাশ্যে আসেন। তার আগে পর্যন্ত কেউ জানতো না অভিনেত্রী শুভশ্রীর দিদি তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করেছেন দেবশ্রী। তিনি বলেন, “মেয়েরা একা থাকা মানেই অনেকে ভেবে নেয় সেই মেয়ের আর্থিক বা শারীরিক চাহিদা রয়েছে। কিন্তু ছেলেরা বোঝেনা যে মেয়েরা খুব স্মার্ট। আসলে আমাদের কোনও পুরুষের দরকার নেই।”
প্রসঙ্গত, কিছুদিন আগেই রিলিজ হওয়া ‘ফাটাফাটি’ সিনেমায় নজর কাড়েন শুভশ্রীর দিদি। এছাড়া এর আগে ‘আবার কাঞ্চনজঙ্ঘা’ তেও অভিনয় করেছেন তিনি। দিন দিন লাইমলাইটে আরও পরিচিত হচ্ছেন দেবশ্রী গাঙ্গুলী। একটি ছেলেও রয়েছে তাঁর। বডি শেমিংয়ের সমস্ত অপমান ভুলে আজকের আত্মবিশ্বাসী দেবশ্রী মনে করেন, তিনি একাই একশো।