ব্যোমকেশ থেকে বাঘাযতীন নতুন প্রি-টিজারে ফের চমক দেবের

দেব কখনও বহুরূপী। কখনো ধুতি-পাঞ্জাবি পড়া আপাদমস্তক বাঙালি। আবার কখনো উর্দি পরা সংগ্রামী।

শুভঙ্কর, কলকাতা: বড় পর্দায় বাংলা সিনেমায় দেব অভিনীত ব্যোমকেশ ও দুর্গ রহস্য বেশ রমরমিয়ে চলছে। ছবিটি মুক্তি পেয়েছে এক সপ্তাহ হয়নি। আর এরই মাঝে ভক্তদের আরও উন্মাদনা বাড়িয়ে দিলেন দেব। কারণ তাঁর অভিনীত বাঘাযতীন ছবির প্রি-টিজার মুক্তি পেয়েছে। আর কয়েক মুহূর্তেও বাকি তারপরে ১৫ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। তার আগেই দেবের নতুন লুকে এক ঝলক দেখা গেল। এই স্বাধীন সংগ্রামী যতীন মুখোপাধ্যায় বা যাকে সবাই বাঘাযতীন নামে চেনে তাঁর চরিত্রে অভিনয় করে নজর কাড়ছেন দেব।

এই টিজারটি শুরুই হচ্ছে ভারতের মানচিত্র দিয়ে। শুধু তাই নয়, এই মানচিত্র দেখাতে দেখাতেই ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে দেব তথা পর্দার বাঘা যতীনের কণ্ঠস্বর। সেখানে তাঁকে বলতে শোনা যাবে, ‘ যতীন মুখার্জি হয় মারবে। না হলে মরবে। কিন্তু ধরা কোনদিনই পড়বে না।’ এছাড়াও এখানে দেবকে বিভিন্ন রূপে দেখা যাবে। প্রি-টিজারটি মাত্র এক মিনিটের। আর এই এক মিনিটের ভিডিও সকলের নজর কেড়েছে। এই ভিডিওতে দেখা যাবে দেব কখনও বহুরূপী। কখনো ধুতি-পাঞ্জাবি পড়া আপাদমস্তক বাঙালি। আবার কখনো উর্দি পরা সংগ্রামী। এছাড়াও এই টিজারে দেখা মিলেছে নবাগতা সৃজা দত্তের। ছবিটি পরিচালনা করছেন অরুণ রায়। এই ছবিটিতে দেখানো হবে ভারতীয়দের ওপর ইংরেজদের নির্মম অত্যাচার থেকে শুরু করে বাঘা যতীনের লড়াই। এছাড়াও এই টিজারে দেখা গেছে বাঘের সঙ্গে লড়াই। যা ভক্তদের উন্মাদনাকে আরও বাড়িয়ে দিয়েছে।

Dev,baghajatin,Tollywood

 

অরুন রায় পরিচালিত বাঘাযতীন ছবিটি মুক্তি পেতে চলেছে পুজোর সময় অর্থাৎ ১৯ শে অক্টোবর। ছবিটি প্রযোজনা করছেন দেব এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড। এখানে বাঘা যতীনের চরিত্র থাকছে দেব ও তাঁর স্ত্রীর ইন্দুবালা বন্দ্যোপাধ্যায়ের চলিতে থাকবেন সৃজা দত্ত। এছাড়াও থাকছে সুদীপ্তা চক্রবর্তী অ্যালেকজান্ডার টেলর প্রমুখরা। এক কথায় বলতে গেলে এই ছবিতে দেবকে দেখা যাবে একদম অন্যরকম ভূমিকাতে। এক মিনিটের এই রোমহর্ষক টিজারটি মাত্র চার মিনিটেই ভিউ হয়েছে এক হাজার চারশো। প্রসঙ্গত উল্লেখ্য গোটা ভারত জুড়ে মুক্তি পাচ্ছে এই ছবিটি। জিতের অভিনীত চেঙ্গিস এর পরেই দেব অভিনীত বাঘাযতীন আবারও সারা ভারতে মুক্তি পেতে চলেছে। স্বাধীনতা দিবসের দিনই হিন্দি ভার্সনে প্রি টিজারটি মুক্তি পাবে।




Leave a Reply

Back to top button