গর্ভগৃহে ঢুকে ফটোসেশন, ‘তারকা বলেই কি ছাড়’! ছবিমুক্তিতে পুজো দিয়ে কটাক্ষের মুখে দেব

দেবের পরনে নীল পাঞ্জাবী, হাতে পুজোর ডালা। কপালে সিঁদুরের টিপ।

কৌশিক, কলকাতা: ১ বৈশাখেই ব্যোমকেশকে নিয়ে নতুন ছবির ঘোষণা করেছিলেন দেব। তারপর থেকেই শুরু হয়েছে বিতর্ক। ট্রেলার রিলিজেও সেই বিতর্ক থামেনি। অনেকের কাছেই ব্যোমকেশ হিসেবে দেব না পসন্দ। তার উপর রুক্মিণী মৈত্রকে সত্যবতী এবং অম্বরীশকে অজিত হিসেবেও মানতে পারছেন না অনেকে।

আজ শুক্রবার, পর্দায় মুক্তি পেল দেবের ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’। ছবির সাফল্য কামনায় এদিন সকালে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেন দেব। এবার সেই নিয়ে শুরু হল নতুন বিতর্ক। আসলে সোশ্যাল মিডিয়ায় দক্ষিণেশ্বরে গর্ভগৃহে পুজো দেওয়ার ছবি পোস্ট করেছেন দেব। কিন্তু সাধারণ মানুষকে গর্ভগৃহে ঢোকার অনুমতি দেওয়া হয় না। ছবি তোলা তো দূরের কথা। এতেই বিতর্ক।

ছবি রিলিজের দিন সকালে পুজো দেওয়া পুরনো রীতি। মুম্বইতে ভগবান গণেশের মন্দিরে যান অভিনেতা-অভিনেত্রীরা। বাংলায় দক্ষিণেশ্বর কিংবা কালীঘাট। দেব এদিন সকালে ব্যোমকেশের টিম নিয়ে যান দক্ষিণেশ্বর মন্দিরে। প্রথমে পুজো দেন মা ভবতারিনীকে। তারপর উল্টোদিকের শিবমন্দিরে জল ঢেলে পুজো করেন।

Dev,Actor,Dakshineswar Temple,Byomkesh o Drugo Rahosyo,Cinema

গর্ভগৃহে পুজো দেওয়ার ছবিই সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন দেব। ছবিতে দেখা যাচ্ছে, দেবের পরনে নীল পাঞ্জাবী, হাতে পুজোর ডালা। কপালে সিঁদুরের টিপ। মা ভবতারিনীর সিংহাসনের পাশেই দাঁড়িয়ে আছেন দেব। এই ছবি পোস্ট করে দেব ক্যাপশনে লিখেছেন, ‘সবার ভালো হোক’। ব্যস, শুরু বিতর্ক।

কেন বিতর্ক? কারণ দক্ষিণেশ্বর মন্দিরের গর্ভগৃহে সাধারণ মানুষের প্রবেশের অধিকার নেই। চৌকাঠের বাইরে দাঁড়িয়েই পুজো দিতে হয়। পূজারির হাতে তুলে দিতে হয় ঠাকুরের ডালা। মা’কে দর্শও ওখান থেকে দাঁড়িয়েই। তাহলে দেব কীভাবে অনুমতি পেলেন? এখানেই শেষ নয়, দেব গর্ভগৃহে শুধু ঢোকেননি, বিগ্রহের সামনে দাঁড়িয়ে ছবিও তুলেছেন।

এরপরই কমেন্ট সেকশনে শুরু হয় কটাক্ষ। একজন লিখেছেন, ‘তারকা বলেই ঠাকুরের সঙ্গে ফটো তুলেছে। আমাদের তো ভালো করে দর্শন করতেও দেয় না’। আরেকজন ইউজার আবার মোবাইল নিষেধাজ্ঞার কথা মনে করিয়ে দিয়েছেন, ‘তারকাদের জন্য সব ছাড়। সাধারণ মানুষ মোবাইল নিয়ে ভেতরেই যেতে পারে না। ফটো তোলা তো দূরের কথা’।




Leave a Reply

Back to top button