শুধুই ঝামেলা করে জিৎ! তবে ফের কি দেব-জিৎ সম্পর্কে পড়ল ছেদ?

রাখী পোদ্দার, কলকাতা : বিনোদন জগত মানেই শুধু ধারাবাহিক নয়, ধারাবাহিক ছাড়াও বিনোদনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল রিয়েলিটি শো। ধারাবাহিকের সাথে সাথে এই রিয়েলিটি শো গুলোও যেন মানুষের জীবনের অংশ হয়ে উঠেছে ধীরে ধীরে। আর এই রিয়েলিটি শো গুলির মধ্যে একটি জনপ্রিয় শো হল স্টার জলসার ‘সুপার সিঙ্গার’ ( Super Singer season 3)। বাংলার বহু প্রতিভাবান গায়ক গায়িকাদের সমাহার ঘটেছে এই মঞ্চে। এই শোয়ের সঞ্চালক হিসেবে ছিলেন যীশু সেনগুপ্ত। আর বিচারকের আসনে ছিলেন সোনু নিগম ( Sonu Nigam), কৌশিকী ( Kaushiki) চক্রবর্তী এবং কুমার শানু ( Kumar Sanu)। এই রিয়েলিটি শো গুলোর বিশেষ আকর্ষণ হল এর গ্ৰ্যান্ড ফিনালে। একাধিক চমক নিয়ে হাজির হয় রিয়েলিটি শো গুলো।
কিছু দিন আগেই টেলিভিশনে সম্প্রচারিত হয়েছিল এই শোয়ের ( Super Singer season 3) গ্ৰ্যান্ড ফিনালে। একাধিক চমকও রেখেছিল স্টার জলসা সেই সময়। টানা ১০ ঘন্টা চলেছিল এই গ্ৰ্যান্ড ফিনালে। বহু বিশিষ্ট বিশিষ্ট তারকাদের এনে মঞ্চে বসিয়েছিল চাঁদের হাট। মঞ্চে ছিলেন সকলের প্রিয় ‘ধাক ধাক গার্ল’ মাধুরী দিক্ষিতও ( Madhuri Dixit)। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই রিয়েলিটি শোয়ের গ্র্যান্ড ফিনালের একটি অংশ, যেখানে সঙ্গীত জগতের মহারথীদের পাশাপাশি থাকতে দেখা গিয়েছিল জিৎ ( Jeet) দেবের ( Dev) মতো টলি সুপারস্টারদেরও। কিন্তু সবাইকে চমকে দিয়ে সেই মঞ্চেই টলিউডের দুই সুপারস্টার বাধিয়ে দেয় ঝগড়া, কথা কাটাকাটি। যা দেখে রীতিমতো স্তম্ভিত নেটিজেনরা।
আরও পড়ুন : হবে নাকি বৌ! গানের পর এবার অভিনয়েও ডেবিউ বাদাম কাকুর, ভিডিও প্রকাশ্যে আসতেই ভাইরাল

সম্প্রতি তাঁদের এই চরম ঝামেলার ভিডিওই ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। কৌশিকী, সোনু নিগম, মাধুরী দিক্ষিতের ( Madhuri Dixit) সামনেই বিবাদে জড়িয়ে পড়েন দেব এবং জিৎ। ভিডিওতে দেবকে জিৎয়ের উদ্দেশ্যে বলতে শোনা যায়, “এই লোকটা না শুধু শুধু ঝামেলা করে”। নিজের থেকে বয়স ও অভিজ্ঞতায় বড় অভিনেতার প্রতি এহেন বক্তব্য যেন প্রশ্ন জাগিয়েছিল নেটিজেনদের মনে। সঞ্চালক যীশু সেনগুপ্ত ( Jishu Sengupta) এই বিবাদ থামাতে চাইলেও সহজে থামে না এই বিবাদ।
আরও পড়ুন : আবার সাত পাকে টেলি অভিনেত্রী তিতাস! বিয়ের খবর ভাসতেই গুঞ্জন সোশ্যাল মিডিয়াতে
এরপর জিৎ মাধুরীকে বলেন, “আপনিই বলুন কাউকে যখন অনেক দিন ধরে কেউ চায়, সে যখন চোখের সামনে আসে তখন তাঁর সাথে কিছু মুহুর্ত তৈরি হওয়া দরকার না?” দেব সাথে সাথে জিতের কথার উত্তর দিয়ে বলেন, “কে আটকেছে তোমায়?” তারপর দুই অভিনেতার মধ্যেকার বিবাদ থামাতে মঞ্চে স্বয়ং উঠে আসেন মাধুরী দিক্ষিত। তারপর দুই সুপারস্টারের সাথে জমিয়ে নাচও করেন একই মঞ্চে, আর তারপরেই ভাব হয়ে যায় দুজনের৷ আসলে ব্যাপারটা যে সবটাই ছিল মজার তা আর বুঝতে বাকি নেই কারোরই।