দেবের ছবিতে নায়িকা ‘মিঠাই’, দেবের পর এবার আসতে চলেছে তার প্রথম লুক

বাংলা ধারাবাহিকের জনপ্রিয় মুখ 'মিঠাই' অর্থাৎ সৌমীতৃষা এবার কাজ করছেন সুপারস্টার দেবের সঙ্গে। তার প্রথম ছবির নাম ‘প্রধান’।

শুভঙ্কর, কলকাতা: বাংলা ছবিতে একছত্র অধিকার স্থাপন করেছেন সুপারস্টার দেব। তার যেকোনো ছবি দর্শক মহল এবং সমালোচকদের প্রশংসা কুড়িয়ে নেয়। ক্যারিয়ারের শুরুর দিকে কমার্শিয়াল ছবি দিয়ে যাত্রা শুরু করার পর এখন নিজের প্রোডাকশন হাউস খুলে একটু অন্য ধরার ছবির দিকে বেশি ঝুকছেন দেব। সেই তালিকাটাও নেহাত কম নয় টনিক, কিশমিশ, প্রজাপতি, সদ্য রিলিজ হওয়া ব্যোমকেশও অনেকটা এই তালিকায় রয়েছে। নিজের প্রোডাকশন হাউসের নতুন মুখদেরও সুযোগ দিতে চলেছেন তিনি। তেমনি নতুন ছবি নিয়ে আসছেন দেব। ছবির নাম ‘প্রধান’। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করতে চলেছেন বাংলা ধারাবাহিক সিনেমায় পরিচিত মুখ মিঠাই অর্থাৎ সৌমীতৃষা কুণ্ডু। এই ছবিতে তিনি কি রুপে ধরা দেবেন সেটাই দর্শকদের কাছে এখন সবচেয়ে কৌতুহলের বিষয়।

দেব অভিনেতা হিসেবে যেমন দক্ষ ঠিক তেমনভাবেই একজন প্রযোজক হিসেবে অনেকটাই দায়িত্ববান। সবকিছুতেই নজর থাকে তার। তার প্রযোজিত সিনেমাগুলোতে তার উদাহরণ পাওয়া গেছে। ছবিগুলোতে সামাজিক বার্তা, কৌতুক, হাসি, কান্না, প্রেম সবই থাকে। এই ধারণা থেকেই তার নতুন ছবি আসতে চলেছে প্রধান। ছবিতে সুপার কপের ভূমিকায় অভিনয় করবেন দেব। সেখানে তার চরিত্রের নাম দীপক প্রধান। সেখান থেকেই ছবির নাম হয়েছে প্রধান। এইতো গেল নাই নায়কের কথা। কিন্তু নায়িকার লুক কি রকম হবে। না এখনো সিনেমায় নায়িকার লুক প্রকাশিত হয়নি।তবে অভিনেত্রী সৌমীতৃষার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

Pradhan,Soumitrisha Kundu,Deepak Adhikari

জনপ্রিয় স্টাইলিশ রুদ্র সাহার স্টাইলে সেজে উঠেছেন সৌমীতৃষা। যেখানে নায়িকাকে দেখা যাচ্ছে রুপালি রংয়ের লেহেঙ্গায়। হাতে ধরা একগুচ্ছ সাদা পদ্ম ফুল। আবার কখনও ধুনুচি। যদিও তার মুখ স্পষ্ট নয়। আলো-আঁধারি এই ভিডিওতে লেগে রয়েছে দুর্গা পুজোর গন্ধ। ইতিমধ্যেই নায়িকার ভক্তরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন এই ভিডিওটিকে। এই ভিডিও আসার সঙ্গে সঙ্গেই তার নতুন ছবি প্রধানের লুক নিয়েও দর্শকদের মধ্যে আগ্রহ আরও বেড়ে গিয়েছে। এখন দেখার বিষয় এটা কবে তার প্রথম লুক প্রকাশিত হয়।




Leave a Reply

Back to top button