এ যেন গুগলির গোলক ধাঁধা ! মহারাজের প্রশ্নে চরম লজ্জিত দেব-রুক্মিণী

মন্টি শীল, কলকাতা : বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় বিনোদন শো হল দাদাগিরি। সাধারণত দর্শকদের কাছে রবিবার মানেই ‘দাদাগিরি’ র সেটে চাঁদের হাঁট। শো এর সঞ্চালক সৌরভ গাঙ্গুলীর সঞ্চালনায় টলিউডের নামি দামি সুপারস্টারা সব দাদাগিরির মঞ্চে আসেন তাদের আসন্ন সিনেমার প্রমোশন করতে এবং কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। সম্প্রতি টলিউডের জনপ্রিয় অভিনেতা দেব ও অভিনেত্রী রুক্মিণী মৈত্র দাদাগিরির মঞ্চে আসেন এই জনপ্রিয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। আর তার সঙ্গে সঙ্গে তাদের আসন্ন সিনেমা ‘কিশমিশ’-এর প্রমোশন করতে।

তবে এইদিনের বিশেষ এপিসোডে শুধু মাত্র দেব-রুক্মিণী নন, দাদাগিরির মঞ্চে উপস্থিত ছিলেন এই সিনেমার গোটা টিম। আর সেই মঞ্চে দাঁড়িয়ে রীতিমতো অপমানিত হতে হল টলিউডের এই বিশিষ্ট অভিনেতাকে। কিন্তু এমনকি ঘটল যে, যার জন্য অপমানিত বোধ করলেন এই সাংসদ অভিনেতা। জানা গিয়েছে, এই দিন দাদাগিরির মঞ্চে সঞ্চালক সৌরভ গাঙ্গুলী অভিনেতা দেব এর সামনে গোটা মুদি দোকান তুলে এনেছিলেন। সেখানে একটি শিশিতে হরেক রকমের ডাল সাজিয়ে অভিনেতাকে প্রশ্ন করা হয় কোনটা কী ডাল? আর তার দামই বা কত?

2c41

আরও পড়ুন ….ফের টলিপাড়ায় সম্পর্কে ভাঙন! বিচ্ছেদের পথে জনপ্রিয় জুটি রোহন ও সৃজলা
আরও পড়ুন ….‘দিদিয়া’ র সাথে চুপি চুপি প্রেম, সম্পর্ক নিয়ে অকপট আদৃত

আর এই প্রশ্ন সামনে আসার পর মাথায় হাত অভিনেতার। বললেন, এই রকম ভাবে অপমানিত হব বুঝতে পারিনি। তবে শো এর সঞ্চালক সৌরভ গাঙ্গুলীও ছেড়ে দেওয়ার পাত্র নন। মহারাজ বললেন, ‘তিনি আজও সক্কাল সক্কাল পায়জামা পাঞ্জাবী পড়ে ব্যাগ হাতে বাজারে যান।’ অপর দিকে দেব এর বক্তব্য, ‘তিনি বাজারে যান না, বরং বাবা-মা এর হাতে টাকা তুলে দিয়েই খালাস। তারাই সমস্ত কিছু দেখেন।’ এরপর আরও মজার ঘটনা ঘটল যখন অভিনেতাকে চালের দাম জিজ্ঞেস করা হল। অভিনেতা পাত্রে রাখা চালের গন্ধ শুঁকে উত্তর দেন, ওই চালের দাম নাকি ৩৫ টাকা কেজি। যা শোনার পর রীতিমতো কপালে হাত পড়ে কিশমিশের গোটা টিম এর।


আরও পড়ুন ….কাঞ্চন মল্লিকের জন্যই আজ সর্বহারা, প্রেম বিতর্ক নিয়ে তৃণমূল বিধায়ককে খোঁচা শ্রীময়ীর

তাদের বক্তব্য, যেখানে এক কেজি চালের দাম ৫৫ টাকা, সেখানে অভিনেতা বলছেন কিনা তার দাম মাত্র ৩৫ টাকা ! এতো হল অভিনেতা দেব এর কান্ড। এইবার আসা যাক অভিনেত্রী রুক্মিণী র দিকে। অভিনেত্রী রুক্মিণী মুসুর ডাল হাতে নিয়ে বললেন ওটা নাকি ‘অরেঞ্জ ডাল’। শেষমেশ শো এর সঞ্চালক সৌরভ গাঙ্গুলী মজার ছলে বললেন, ‘এই ঘটনা থেকে বোঝা যাচ্ছে যে, বিয়ের আগেই ডিভোর্স হয়ে যাবে এই জুটির।’ যদিও দর্শক মহলের তরফে দাদাগিরির এই বিশেষ এপিসোড কে খুব পছন্দ করা হয়েছে। কারণ এই দিনের এপিসোডে এই রকমের মজার ঘটনার সঙ্গে সঙ্গে ছিল, সঞ্চালক সৌরভ গাঙ্গুলীর র‌্যাম্প ওয়াক থেকে শুরু করে নাচ। আর তার অবশ্যই মহারাজের বিশেষ গুগলি।




Leave a Reply

Back to top button