সমালোচনা কাটিয়ে বক্স অফিসে হিট দেবের ব্যোমকেশ, কত কামালো এই ছবি
টলি পাড়ার সমালোচনা। কিছু দর্শকদের কটাক্ষ। এইসব ছাড়িয়ে বক্স অফিসে ভালো কালেকশন দেবের।

শুভঙ্কর, কলকাতা: পশ্চিম বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখন একটু পরিবর্তনের হাওয়া। আগের মত ব্যবসায়িক ছবি একটু কম হচ্ছে টলিউডের। বেশিরভাগ পরিচালক, নায়করা চাইছেন রহস্য-রোমাঞ্চ যুক্ত গল্পভিত্তিক সিনেমা বানাতে। সে ক্ষেত্রে বাংলা সাহিত্যের বিভিন্ন গল্পকে তুলে ধরছেন তাঁরা। ইদানিংকালে ব্যোমকেশ, ফেলুদার মতো রহস্য গোয়েন্দা গল্পগুলো ডিমান্ড অনেক বেড়েছে। বড় পর্দায় অনেক আগে থেকেই ব্যোমকেশ, ফেলুদা চলে আসছে্ । তবে এবার ব্যোমকেশের রূপে ধরা দিয়েছেন সুপারস্টার দেব। দুটি বড় বাজেটের হিন্দি ছবির সঙ্গে মুক্তি পায় দেব প্রযোজিত ও অভিনীত ব্যোমকেশ ও দুর্গ রহস্য। এই ছবিতে দেবের পাশে সত্যবতীর চরিত্রে দেখা গিয়েছে রুক্মিণীকে। অজিতের চরিত্রে অভিনয় করেছেন অম্বিরেশ। এই ছবিতে দেবের ব্যোমকেশ হওয়া নিয়ে দর্শক সহ টলিপাড়ার অনেকেই নাক শিটকেছেন বা সমালোচনা করেছেন। পরিচালক শ্রীজিত মুখোপাধ্যায় তো ব্যোমকেশ হিসেবে দেবকে খাতা থেকে বাদই দিয়ে দিয়েছেন। তবে সমস্ত সমালোচনা কাটিয়ে বক্স অফিসে বেশ ভালোই কালেকশন করছে দেবের এই ছবি।
হিন্দি ছবি সানি দেওল অভিনীত গদর টু ও অক্ষয় কুমার অভিনীত ওএমজি ২-র সঙ্গে মুক্তি পায় বাংলার ছবি ব্যোমকেশ ও দুর্গ রহস্য। শুরু থেকেই একটা দোলাচল ছিল হিন্দি ছবির সামনে বাংলা ছবি কতটা টিকবে তার ওপর দেব প্রথম বার ব্যোমকেশ হিসেবে পর্দায় ধরা দিচ্ছেন। বাণিজ্যিক ছবির বাজার যে বলিউডেও এখনও রয়েছে তা প্রমাণ করে দিয়েছেন সানি দেওল। মাত্র ১১ দিনের ৪০০ কোটির দোরগোড়ায় এই ছবি। অন্যদিকে ১০০ কোটির গণ্ডি পার করেছে অক্ষয় কুমারের ‘ওএমজি ২’। এই দুই ছবির মাঝে ব্যোমকেশ ও পিছিয়ে নেই ই বেশ টক্কর দিয়েছে তারা। পরিসংখ্যান বলছে, এখনো পর্যন্ত হিসেব অনুযায়ী হিট ব্যোমকেশ ও দুর্গ রহস্য’। প্রথম সপ্তাহে ১ কোটি ৮০ লক্ষ টাকার কালেকশন সেরেছে এই ছবি। এর আগে এই ছবির যুগ্ম প্রযোজক শ্যামসুন্দর দে জানিয়েছিলেন পাঁচ দিনে ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ ১ কোটি ৫৫ লক্ষ টাকার ব্যবসা করেছে। সূত্র মারফত জানা যাচ্ছে ইতিমধ্যেই ২ কোটির ঘরে প্রবেশ করেছে এই ছবি। দ্বিতীয় রবিবারও ব্যোমকেশ দেখতে হলে উপচে পড়েছে ভিড়। কলকাতায় প্রায় ১১টি শোতে ছিল ধারনের জায়গা ছিল না।
কথায় নয় কাজে করে দেখিও আবিরের থেকে কিছুটা পিছনে থেকে গেলেন ব্যোমকেশ দেব। রুপোলি পর্দায় বাঙালির সবচেয়ে পছন্দের ব্যোমকেশ আবির চট্টোপাধ্যায়। এমনটাই বিভিন্ন সময় লক্ষ্য করে দেখা গেছে। প্রথম সপ্তাহে জাতীয় প্লেক্স চেনে কালেকশনের নিরিখে আবিরের চেয়ে পিছিয়ে থাকলেন দেব। সাত দিনে আবির চট্টোপাধ্যায় অভিনীত ‘ব্যোমকেশ গোত্র’র আয় করে ৯৪ লক্ষ টাকা। সেই পরিপ্রেক্ষিতে দেব আটকে মাত্র ৭৭ লক্ষে। প্রসঙ্গত ২০১৮ সালে মুক্তি পেয়েছিল ‘ব্যোমকেশ গোত্র’। বহুদিন ধরেই আবিরকে ব্যোমকেশ চরিত্রে বড় পর্দায় দেখা যায় না। ওটিপি প্ল্যাটফর্মে ব্যোমকেশ হিসেবে ধরা দিয়েছেন অনির্বাণ। এবার দেখার দুর্গ রহস্যের সাফল্য পর দেব আবার ব্যোমকেশের চরিত্র করেন কিনা।