‘একসময় পেট চালাতে গান গেয়েই রোজগার’, দেবের ‘কিশমিশ’ সিনেমার হাত ধরে ছন্দে ফিরছে শুভদীপ

প্রিয়া ধর, কলকাতাঃ টলিপাড়ার দীর্ঘদিনের চাপা উত্তেজনা এবার ক্রমশ বাহিরে এলো। এই উত্তেজনা আর কোনও কিছু নয়, ‘কিশমিশ’ ( New Movie Kishmish ) নিয়ে। নাহ খাবার ‘কিশমিশ’ ( Dev-Rukmini Maitra ) তো একদমইন নয়। তবে এই ‘কিশমিশ’ আমাদের খাওয়াতে চলেছে টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা দেব। টলি ইন্ডাস্ট্রির সবথেকে হ্যান্ডসাম ও মোস্ট ওয়ান্টেড অভিনেতাদের মধ্যে প্রথমেই রয়েছেন তিনি। দেবের দীর্ঘপ্রতীক্ষিত ‘কিশমিশ’কে নিয়ে অনুরাগীরা আগ্রহের প্রহর গুনছে বেশ কিছুদিন ধরেই।

ধৈর্য ও আগ্রহের বাঁধ ভাঙ্গাটা অস্বাভাবিক কিছুই নয়, ছবির মূল ইউএসপি পয়েন্ট তো অভিনেতা দেব ও কথিত প্রেমিকা রুক্ষ্মিনী ( Rukmini Maitra )। সেই সুবাদে উত্তেজনার পারদ যেন আকাশ ছুঁই ছুঁই। ইতিমধ্যেই প্রকাশ্যে এসছে ‘কিশমিশ’ এর গান। প্রসঙ্গক্রমে বলতে হয় দেবের ‘কিশমিশ’ সিনেমার হাত ধরেই বাংলা ইন্ডাস্ট্রিতে গানের জগতে ডেবিউ করতে চলেছে শুভদীপ পান ( Subhadeep Pan ) ও নিকিতা গান্ধী ( Nikhita Gandhi )। প্রকাশ্যে প্রথম গানটির টাইটেল ‘তুই বলব না তুমি’ ( Tui Bolbo Na Tumi )।

New Movie Kishmish
New Movie Kishmish

এই গানটিতে গলা দিয়েছে একেবারে তরুণ গায়ক যুগল শুভদীপ পান ও নিকিতা গান্ধী । দুজনের গলায় গানটি বেশ সুন্দর ও মিষ্টি হয়েছে। নীলয় চট্টোপাধ্যায়ের ( Nilayan Chatterjee ) সুরে ও কথায় রচিত এই গানটি প্রকাশিত হওয়ার পরেই অনুরাগীদের মন ছুঁয়ে যায়। টলি কিং দেবের ‘কিশমিশ’ এর হাত ধরেই বাংলা ইন্ডাস্ট্রিতে অভিষেক করতে পেরে আনন্দে বিভোর শুভদীপ পান।

আরও পড়ুন……নতুন পথে ‘গাঁটছড়া’র ঋদ্ধি-খড়ির সম্পর্ক! অন্য মোড়কে জমজমাট ধারাবাহিক

এ প্রসঙ্গে নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে গায়ক জানান, অনেক অল্প বয়সে গানের তালিম নিয়েছিলেন। ছোট থেকেই ইচ্ছে ছিল গানের উপরেই ক্যারিয়ার করবেন। তবে সংসারের বোঝা গাইতে গিয়েই ভালোভাবে তালিম শেষ নান করেই মাঠে নামতে হয় শুভদীপকে। ফলত অল্প বয়সেই অল্প তালিমেই গানের মাধ্যমে রোজগারের পথা অবলম্বন করতে হয়। জানা গেছে শুভদীপ আগে ফসিলস ও ট্র্যাপ ব্র্যান্ডের সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন। নিজের অদম্য জেদ ও ইচ্ছেশক্তিকে কাজে লাগিয়ে নতুন বিষয় ও খুঁটিনাটি শিখে নিতেন।

সেখান থেকেই তিনি নিজের অপূর্ণতার ঝুলি পূরণ করেন। দেবের ছবিতে গান গাওয়ার সুযোগ কিভাবে পেল শুভদীপ এ প্রসঙ্গে তরুণ গায়ক জানান, ‘কিশমিশ’ সিনেমার মিউজিক অ্যারেঞ্জমেন্ট ও প্রোডাকশনের দায়িত্বে ছিলেন তিনি। গান গাওয়ার কোনও পরিকল্পনাই ছিল না। তবে কোনও অজ্ঞাত কারণে গানের স্ক্রেচ ভার্সন গেয়ে রেখিলেন শুভদীপ। সৌভাগ্যক্রমে দেবের এই গান ভালো লাগে। তখন শুভদীপকেই গানটি গাওয়ানো হয়।

আরও পড়ুন………ধর্মেন্দ্রের মুখে ‘চাক্কি পিসিং’ সংলাপে আজও শিহরিত হিন্দি ইন্ডাস্ট্রি, মুক্তির ৪৬ বছরেও তুমুল জনপ্রিয় রমেশ সিপ্পির ‘শোলে’

উল্লেখ্য ‘কিশমিশ’ এর নতুন গানটি ইউটিউবে ইতিমধ্যে অসংখ্য ভিউস পেয়েছে। অনুরাগীরা আসন্ন এই ছবির জন্য সমগ্র টিমকে ভালোবাসা ও শুভেচ্ছাও জানিয়েছে। এখন অপেক্ষা দর্শকদের মন জয় করতে কতটা সফল দেব-রুক্ষ্মিনীর ‘কিশমিশ’।




Leave a Reply

Back to top button