বউ না ভাইয়ের বউই সেরা! নেট পাড়ায় তুমুল কটাক্ষের স্বীকার ধ্রুব সরকার

রাখী পোদ্দার, কলকাতা : টলি পাড়ার জনপ্রিয় একটি মুখ হল ধ্রুব সরকার ( Dhrubo Sarkar)। নিজের অভিনয় দক্ষতা এবং দুর্দান্ত নাচ দিয়ে খুব সহজেই জায়গা করেছিলেন দর্শক মহলে। নিজের এই অসাধারণ নাচের দক্ষতার হাত ধরেই অভিনয় জগতে প্রবেশ করেছিলেন তিনি। প্রথম থেকে অভিনয় না শিখলেও অভিনয়ে বেশ পারদর্শী তিনি। দেখলে বোঝারই উপায় নেই যে তিনি কখনও আগে অভিনয় শেখেননি। বর্তমানে ‘মিঠাই’ ( Mithai)য়ের সোম এন্ট্রি নিয়েছে ‘পিলু’তে। সেখানে তাঁর চরিত্রের নাম মল্লার। ‘পিলু’ ( Pilu)তে এন্ট্রি নেওয়ার পর থেকেই বেশ কিছু ‘মিঠাই’য়ের সোম আর ‘পিলু’র মল্লারের মধ্যে বেশ কিছু মিল খুঁজে পেয়েছেন দর্শকরা।
অভিনয়ের পাশাপাশি নাচেও দুর্দান্ত হওয়ায় প্রায়শই রিল ভিডিও বানাতে দেখা যায় ধ্রুবকে ( Dhrubo Sarkar)। আগে মিঠাই ওরফে সৌমিতৃষা কুণ্ডুর ( Soumitrisha Kundu) সঙ্গে রিল ভিডিও বানাতেন তিনি। আর এখন সে জায়গায় এসেছে নতুন এক সদস্য। সে আর অন্য কেউ নয় জি বাংলার অন্যতম সদস্য পিলু ওরফে মেঘা দাঁ। ধ্রুবর মতো তিনিও নাচে তুখোড়। তাই দুজনের জমেছেও বেশ ভাল।
আরও পড়ুন : ধাকড় বয়কটের ডাক! ছবি মুক্তির আগে নিজেই কন্ট্রোভার্সি টেনে আনলেন কুইন
View this post on Instagram
তবে এমতাবস্থায় নাচের প্রশংসা করার পাশাপাশি ধ্রুব সরকারকে নিয়ে হাসাহাসি করতেও দেখা গেল সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের। দুই সিরিয়ালেই নিজের স্ত্রীকে ছেড়ে ভাইয়ের বৌয়ের দিকে নজর দিচ্ছেন ধ্রুব। একদিকে মিঠাই ( Mithai), অপরদিকে পিলু। একজন মজার ছলে লিখলেন, ‘এই ধ্রুবর ( Dhrubo Sarkar) সঙ্গে কখনোই নিজের বউকে দেখবে না। সবসময় ভাইয়ের বউদের নিয়ে নাচ করছে।’ আরেকজন লিখেছেন, ‘নিজের বউ যখন পাত্তা দেয় না, তখন ভাইয়ের বউদের নিয়েই নাচতে হয়।’
আরও পড়ুন : বড়পর্দায় আবার ফেলুদার গোয়েন্দাগিরি! জুন মাস থেকেই শুরু হবে হত্যাপুরীর শুটিং, জানালেন পরিচালক
View this post on Instagram
তবে হাসি মজার পাশাপাশি অনেকেই মিস করছেন ‘মিঠাই’য়ের সোমকে। বর্তমানে ‘মিঠাই’য়ে খুব কমই দেখা যাচ্ছে ধ্রুবকে। মাঝে স্যান্ডির বিয়ের পর্বে ধ্রুবকে ( Dhrubo Sarkar) দেখা গিয়েছিল বটে। তবে তিনি এখন মল্লার রূপেই বেশি ব্যস্ত। ‘পিলু’ ( Pilu)তেও শয়তানি চরিত্রে দর্শকদের কাছে ধরা দিয়েছে ধ্রুব। ঠকিয়ে রঞ্ঝাকে বিয়ে তো করেইছে, তার ওপর বাড়িতে এনে নানাভাবে হেনস্থা করার চেষ্টাও করছে মল্লার। মিঠাই ( Mithai)য়ের ‘সোমদাদা’ বদলে গেলেও, ফুল ফর্মে আছে ‘মল্লার’। আর এখানেও ঠাকুরপোকে ভালো করার দায়িত্ব নিয়েছে বৌদি পিলু।