এটা কি ছ্যাবলামী চলছে? ধূলোকনায় সানামের গানের অনুকরণ নিয়ে তীব্র কটূক্তি নেটি দুনিয়ায়

মন্টি শীল, কলকাতা : সম্প্রতি বেশ কিছু দিন যাবত বাংলা বিনোদন জগতের এক অন্যতম ধারাবাহিক ধূলোকনা (Dhulokona) আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। আর সেই আলোচনা মূল বিষয় বস্তু হল কখনো ধারাবাহিক ভাবে গল্পের একঘেয়েমি, কখনো টিআরপি তালিকায় অধিকার করা স্থান নিয়ে, আবার কোনও অভূতপূর্ব কীর্তি কলাপের জন্য। তবে হাজারো সমালোচনা, কটূক্তি থাকা সত্ত্বেও এই ধারাবাহিক দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়। কিন্তু সম্প্রতি যে ঘটনাটি ঘটেছে তার জেরে রীতিমতো তোলপাড় সমগ্র টেলিভিশনের দর্শক মহল।
সম্প্রতি এই জনপ্রিয় বাংলা ধারাবাহিকটির নতুন প্রোমো সামনে এসেছে। আর তাতে দেখা গিয়েছে, ধারাবাহিকে লালন ওরফে ইন্দ্রাশিস রায় (Indrasish roy) বলিউড খ্যাত তরুণ শিল্পী সনম পুরির (Sanam puri) একটি গানে লিপ মেলাচ্ছেন। প্রকাশিত এই ভিডিও দেখা মাত্রই নেট দুনিয়া তে বিরূপ প্রতিক্রিয়াতে ভরে যায়। বিভিন্ন নেতিবাচক মন্তব্য আসতে থাকে ধারাবাহিকের এই বিশেষ দৃশ্যকে কেন্দ্র করে। ধারাবাহিকের এই বিশেষ মুহূর্তের ভিডিওটি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভীষণ রকম ভাইরাল।
-
ওয়াশরুমের থেকেও ছোট ঘর! দাদাগিরিতে এসে একি বললেন শ্বেতাDecember 15, 2023
-
ফার্স্ট গার্ল ‘ফুলকি’, শেষে ‘রাঙা বৌ’December 14, 2023
আরও পড়ুন ….বলি পাড়ার রক্তমাংসের ঈশ্বর! ৪ হাতের প্রতিবন্ধী শিশুর সাহায্যে পাশে সোনু সুদ
আরও পড়ুন ….আবার সাউথের টুকলি! করণের হাত ধরেই নতুন সিনেমায় পা সাইফ পুত্র ইব্রাহিমের
দর্শক মহলের মতে, ‘টেলিভিশনের পর্দায় বলিউডের খ্যাত এই গায়কের গান প্রথমে শোনার পর প্রথমে হতভম্ব হয়ে ছুটে এসেছিলেন টেলিভিশনের সামনে। কিন্তু যেই মুহূর্তে এই ধারাবাহিক এর দৃশ্য সামনে এসেছে, সেই মুহূর্তে রীতিমতো হাসির রোল পড়ে গিয়েছে তাদের মধ্যে’। এমনকি নেট দুনিয়াতে এই দৃশ্যের তীব্র সমালোচনা করেছেন দর্শকরা। শুধু তাই নয়, কমেন্ট বক্সে বিরূপ মন্তব্য করে দৃশ্যটির জন্য তীব্র বিরক্তি প্রকাশ করেছেন নেটিজেনরা।
আরও পড়ুন ….যীশুকে সরিয়ে সারেগামাপা-র মঞ্চে আবির! শেষ পরিচালনা, প্রকাশ নতুন পর্বের দিন ক্ষণ
তারা রীতিমতো বিরক্তির সুরে বলেছেন, এখন এই ধারাবাহিকে বলি খ্যাত জনপ্রিয় গায়ক সনম পুরির গান শোনা যাচ্ছে। এর পর হয়তো এই ধারাবাহিকে অরিজিৎ সিং, জূবিন নটিয়াল সহ অন্যান্য গায়কের গান শোনা যাবে। স্টার জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রচারিত ধারাবাহিক ধূলোকনা (Dhulokona) -এর মুখ্য দুই চরিত্র লালন ও ফুলঝুড়ি-র জুটি দর্শকদের কাছে বেশ আলোচিত জুটি। সম্প্রতি দেখা গিয়েছে, কাজের মেয়ে ফুলঝুড়ি বড়লোক বাড়ির মেয়ে হয়ে উঠেছেন। অপরদিকে লালন একজন গায়ক থেকে গাড়ি চালকের ভূমিকায় চলে এসেছেন। ধারাবাহিকে এই ধরনের নিত্য নতুন টুইস্ট দর্শকদের মনোমুগ্ধকর হলেও এই ধরনের কনসেপ্ট যে দর্শকরা একেবারেই পছন্দ করেন না তা এই দিনের ঘটনা দেখে বোঝা গেল।