এবার দুর্গ রহস্যে সৃজিত,অনির্বাণ টিজারেই হইচই

বড় পর্দায় এসেছে দেব অভিনীত দুর্গ রহস্য। এবার ওয়েব সিরিজেও সৃজিতের দুর্গ রহস্য। দেখা যাবে হইচইতে। মুক্তি পেল টিজার

শুভঙ্কর, কলকাতা: বড়পর্দায় বাংলা সিনেমা ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ এখন রমরমিয়ে চলছে। এই সিনেমাটি রিলিজ হয়েছে গত শুক্রবারে।  পরিচালনা করেছেন বিরসা দাশগুপ্ত। সিনেমাটিতে ব্যোমকেশ ও সত্যবতী হিসেবে অভিনয় করছেন দেব ও রুক্মিণী। এছাড়াও অজিতের চরিত্রে দেখা গেছে অম্বরিশ ভট্টাচার্যকে। তবে এই সিনেমাটি রিলিজ হওয়ার আগেই ট্রেলার থেকেই অনেক সমালোচনার মুখে পড়েছিল। কারণ নেট জনতার একাংশের মনে কিছূ প্রশ্ন ঘোরাফেরা করছিল। ব্যোমকেশ ও সত্যবতী রূপে দেব ও রুক্মিণী কতটা মানানসই হবে। আর অজিতের চরিত্রে অম্বরিশকে দেওয়ার মানে কি। কেমনই বা হবে এই সিনেমাটি। মূল সিনেমা থেকে এই সিনেমা কতটাই বা আলাদা হবে। তবে আজ এই সব প্রশ্নের উত্তর পেয়ে গেছে, নেটজনতা।

বড় পর্দায় এই ছবি চলার মাঝেই ১৩ আগস্ট প্রকাশ্যে এসেছে একটি ওয়েব সিরিজের টিজার।  সেটাও দুর্গ রহস্য । তবে এর পরিচালক ও অভিনেতা – অভিনেত্রী আলাদা। তবে সবাই আলাদা হলেও দুটোই শরবিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্পকে নিয়েই তৈরি। এই সিরিজের পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।  সিরিজে ব্যোমকেশের চরিত্রে অভিনয় করছেন অনির্বাণ ভট্টাচার্য। আর সত্যবতী রূপে অভিনয় করবেন সোহিনী সরকার এবং অজিতের চরিত্রে অভিনয় করবেন রাহুল অরুণাদয় বন্দ্যোপাধ্যায়। ওয়েব সিরিজটি এসভিএফের প্রযোজনায় তৈরি। এটি দেখা যাবে হইচই ওটিটি প্ল্যাটফর্মে। জানা গেছে মাস দুই পরেই ‘দুর্গ রহস্যে’র স্ট্রিমিং শুরু হবে।

Durgo Rahasya,Byomkesh Bakshi,Sreejith Mukhopadhyay,hoichoi,web series,Anirban Bhattacharya

‘দুর্গ রহস্যে’র টিজার সোশ্যাল মিডিয়ায় হইচই পক্ষ থেকে শেয়ার করা হয়েছে। শেয়ার করে সেখানে ক্যাপশন দিয়ে লেখা ‘ সত্যান্বেষী আমরা সকলেই। কিন্তু সবার সত্যটা আলাদা ধরনের।’ ‘এই টিজার দেখে মুগ্ধ অনুরাগীরাও। টিজার দেখে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী একজন লেখেন, ‘ অনির্বাণের চরিত্রটিতে এবার ফাটিয়ে অভিনয় করবে।’ অপর আরেকজন লেখেন, ‘ এটাই আসল ব্যোমকেশ।’ আরও একজন লেখেন, ‘ এটাই আমাদের ব্যোমকেশ। এটা দেখার জন্যই অপেক্ষায় ছিলাম।‘

ওয়েব সিরিজটির শুরুতেই দেখা যাবে ব্যোমকেশ দূরবীনের মধ্যে চোখ রেখে তাকিয়ে রয়েছে দুর্গের দিকে। লাল মাটির পথ চলে গেছে দুর্গের পথ বেয়ে। আর এই লাল মাটির পথ দিয়েই যাচ্ছে একটা জীপ। তারপরেই ফিরে আসা হয় ফ্ল্যাশব্যাকে। সেই ফ্ল্যাশব্যাকে দেখা যায় এক মহিলার লাফিয়ে পড়ার দৃশ্য। তাও আবার সেটা রাতের ঘন অন্ধকারে। টিজারের শেষে দেখা যাবে সত্যবতীকে। সে তাদের  সদ্যোজাত সন্তানকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে।




Leave a Reply

Back to top button