টেলিভিশনের পর্দায় ‘বরফি’ সিনেমার রিমেক! ধারাবাহিকের নতুন টুইস্টে উচ্ছসিত দর্শক মহল

মন্টি শীল, কলকাতা : সম্প্রতি বাংলার বিনোদন জগতের এক এবং অনন্য মাধ্যম বাংলা ধারাবাহিক টেলিভিশনের দর্শকদের উদ্দেশ্যে একের পর এক টুইস্ট উপহার দিয়ে চলেছে। যার দরুন দর্শক মহলে যেমন এই ধারাবাহিকগুলি দেখার চাহিদা বাড়ছে তেমনি তার অপর দিকে টিআরপি রেটিংয়ের তালিকাতেও বেশ উন্নতি করছে ধারাবাহিক গুলি। আর এর মধ্যে টেলিভিশনের ধারাবাহিকের জগতে এক অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল এই পথ যদি না শেষ হয়।
জি বাংলার পর্দায় সম্প্রচারিত এই ধারাবাহিক দর্শকমহলে বেশ পরিচিত এবং জনপ্রিয়। আর সম্প্রতি যে টিআরপির তালিকা প্রকাশিত হয়েছে তাতেও বেশ ভালো ফলাফল করেছে এই ধারাবাহিক। কারণ এই ধারাবাহিকে ভরপুর ড্রামা সিকোয়েন্সের সঙ্গে সঙ্গে রয়েছে অসাধারণ কমেডি ফ্লেভারও। কিন্তু ইদানিং কালে এই ধারাবাহিক কিছু নতুন টুইস্ট নিয়ে টেলিভিশনের পর্দায় হাজির হতে চলেছে। যার প্রোমো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া জুড়ে দেখা গিয়েছে। আর তাতে দেখা যাচ্ছে ধারাবাহিকের নায়ক নায়িকার মাঝে একজন তৃতীয় চরিত্রের প্রবেশ ঘটেছে।
আরও পড়ুন ….বামেরা কি ফিরবে? প্রাক্তন মুখ্যমন্ত্রীর জীবনীকে তুলে ধরেই বামেদের প্রাণদানের প্রয়াস অরুণ রায়ের
আরও পড়ুন ….কবি-সাহিত্যিকরা নাকি শিরদাঁড়া বিলিয়েছে! মমতার নিরলস সাহিত্যচর্চা নিয়ে বিস্ফোরক জয়জিৎ
তবে এই নিয়ে যদিও দর্শক মহলে ক্ষোভ প্রকাশ করার জায়গা নেই, কারণ ধারাবাহিকের মূল শ্রোতে ফের একবার ফিরে এসেছে গল্পের অন্যতম চরিত্র রিনি ওরফে টলিউড ধারাবাহিক জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মিশমী দাস। ধারাবাহিক জগতের এই জনপ্রিয় অভিনেত্রী কিছু সময়ের জন্য অভিনয় ছেড়ে চলে গিয়েছিলেন। যার ফলে রীতিমতো বিষন্নতায় ভুগছিল দর্শক মহল। এমনকি তাদের দুঃখের বিষয় নিয়ে সরব হন সোশ্যাল মিডিয়াতেও। যদিও ধারাবাহিককে এই অভিনেত্রীর ফিরে আসাতে খুশি গোটা দর্শক মহল।
আরও পড়ুন ….“সবাই ভিউ বাড়াতে আসে, খিদের খবর রাখে না!” দুঃখে কাঁদো কাঁদো ‛লতা-কণ্ঠী’ রানু
এমনকি এই অভিনেত্রীর ধারাবাহিকে ফিরে আসার প্রভাব ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া পড়তে শুরু হয়ে গিয়েছে। সম্প্রতি এইরকম এক বিতর্কিত মিম সোশ্যাল মিডিয়াতে ঘোরা ফেরা করতে দেখা গিয়েছে। যেখান দেখা যাচ্ছে বলিউডের জনপ্রিয় সিনেমা বরফি সিনেমার পোস্টারের আদলে একটি ছবি পোস্ট করেছেন নেটিজেনরা। যা এই মুহূর্তে ভাইরাল। অনেকেই মনে করছেন যে হয়তো এই টলিউড তারকাদের দ্বারা এই জনপ্রিয় সিনেমাটির রিমেক করা হবে। কিন্তু আসলে পুরোটাই মজার ছলে করেছেন নেটিজেনরা। যদিও এই সবে বেশ মজাদার রসদ খুঁজে পেয়েছেন দর্শক মহল এবং অনেকেই মনে করছেন দর্শক মহলে ফের একবার জনপ্রিয় হতে চলেছে এই পথ যদি না শেষ হয়।