এখনও জোটেনি জামাইষষ্ঠীর আদর! রাগে শ্বশুরবাড়ি ক্ষতি করতে নামল খোদ জামাইরা

মন্টি শীল, কলকাতা : বাংলা ধারাবাহিক (Bengali Serial) অর্থাৎ টেলিভিশন দর্শকদের কাছে বিনোদনের এক অন্যতম দুনিয়া। সম্প্রতি এই বিনোদনের জনপ্রিয় দুনিয়াকে কেন্দ্র করে দর্শকদের সামনে একের পর এক টুইস্ট নিয়ে দর্শকদের সামনে হাজির হাজির হয়েছে টেলিভিশন চ্যানেল গুলি। যার মধ্যে অন্যতম হল ‘জামাই ষষ্ঠী’ এর বিশেষ পর্ব। যাকে কেন্দ্র করে টেলিভিশন দর্শকদের মধ্যে তুমুল উত্তেজনা চোখে পড়েছিল। এমনকি সোশ্যাল মিডিয়াতে এই বিশেষ পর্বের জনপ্রিয়তা লক্ষ্য করা যায়। তবে শুধু কি তাই, সম্প্রতি মুক্তি পাওয়া TRP তালিকাতেও ধারাবাহিকের জনপ্রিয়তার ছবি ফুটে উঠেছে।

তবে সম্প্রতি বাংলা ধারাবাহিকের (Bengali Serial) এর ‘জামাই’ দের কে কেন্দ্র করে বিশেষ উষ্মা প্রকাশ করেছেন দর্শক মহল। বিশেষ ভাবে বলতে গেলে, নায়কের অর্থাৎ ধারাবাহিকের মূল চরিত্রের ‘পিসেমশাই’ দের কে কেন্দ্র করে। তবে এই চিন্তা কেবলই নিছক একটি ঘটনা নয়। কারণ সম্প্রতি বাংলা ধারাবাহিকের সকল ‘জামাই’ অর্থাৎ ‘পিসেমশাই’ রা একেবারে খলনায়কের রূপ ধারণ করেছে। এক কথায় বলতে গেলে, প্রায় সমস্ত জামাইরাই তাদের নিজেদের শ্বশুর বাড়ির ক্ষতি চাইছেন। আর এই ধারা লক্ষ্য করা গিয়েছে মিঠাই (Mithai), গাঁটছড়া (Gantchora) অথবা মন ফাগুনের (Mon Phagun) মতো ধারাবাহিকে।

9c52

যা দেখার পর রীতিমতো উষ্মা প্রকাশ করেছেন দর্শক মহল। এমনকি নেট দুনিয়াতেও এই বিষয় নিয়ে প্রশ্ন করেছেন নেটিজেনরাও। তাদের মূলত বক্তব্য, ‘কেন জামাইরা খলনায়ক হয়ে উঠছেন?’ আর ‘কেনই বা নিজের পরিবারের ক্ষতি করার জন্য ব্যস্ত?’ ইদানিং কালে নেট দুনিয়াতে এই বিষয় নিয়ে এক একজন এক এক প্রকারের মন্তব্য পেশ করেছেন। সম্প্রতি দেখা গিয়েছে, মিঠাই ধারাবাহিকে খুন করার জন্য ওমি আগরওয়ালের সঙ্গে একজোট হয়েছেন মোদক পরিবারের জামাই অর্থাৎ সিদ্ধার্থের পিসেমশাই।

আবার অপর দিকে টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘মন ফাগুন’ ধারাবাহিকে মুখ্য চরিত্রের পিসেমশাই পরিবারের ক্ষতি করার জন্য ব্যস্ত হয়ে উঠেছেন। কিন্তু ইদানিং কালে দেখা গিয়েছে ঋষির পিসেমশাইয়ের চরিত্রে পরিবর্তন এসেছে এবং তিনি ধারাবাহিকের দুই মুখ্য চরিত্র ‘ঋষি-পিহুর’ পাশে দাঁড়িয়েছেন। এই একই চিত্র ফুটে উঠেছে ‘গাঁটছড়া’ এবং ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকে। যার জেরে ভিন্ন ভিন্ন রকমের কমেন্টস আসতে শুরু করেছে দর্শক মন্ডলির পক্ষ থেকে। কিন্তু জানা গিয়েছে, ধারাবাহিকের গল্পে একঘেয়েমি কাটিয়ে একটু টুইস্ট নিয়ে আসতেই এই পরিকল্পনা করেছেন এই ধারাবাহিকগুলির কর্মকর্তারা।




Leave a Reply

Back to top button