সূর্যের প্রাক্তন প্রেম, তারই বন্ধুর সাথে গাঁটছড়া বেঁধেছে

অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নায়ক সূর্য একজন সফল অভিনেতা তার সিরিয়াল বেশ কয়েক মাস আগে প্রথম ১০ এর মধ্যে থাকলেও এখন বেশ কিছু মাস একটু পিছিয়ে পড়েছে ।তারই মধ্যে গুঞ্জন উঠছে ধারাবাহিকের নায়ক দিব্যজ্যোতির প্রাক্তন বিয়ে করতে চলেছেন তারই এক বন্ধুকে

অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নায়ক সূর্য একজন সফল অভিনেতা তার সিরিয়াল বেশ কয়েক মাস আগে প্রথম ১০ এর মধ্যে থাকলেও এখন বেশ কিছু মাস একটু পিছিয়ে পড়েছে ।তারই মধ্যে গুঞ্জন উঠছে ধারাবাহিকের নায়ক দিব্যজ্যোতির প্রাক্তন বিয়ে করতে চলেছেন তারই এক বন্ধুকে ।

অতীতের সাক্ষাৎকারে দিব্যজ্যোতি কে যতবারই তার প্রেমিকার নাম বা তার সম্পর্কে কিছু প্রশ্ন করা হয়েছে ততবারই তিনি এড়িয়ে গেছেন। বিগত কিছুদিন আগে ‘টলি ফোকাস’ নামক এক ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে নিজের প্রেম নিয়ে মুখ খুললেন তিনি। বললেন স্কুল জীবনে ঘটে যাওয়া ক্লাস নাইনের একটি ঘটনা। ক্লাস নাইনে একটি মেয়েকে তিনি প্রপোজ করেছিলেন মেয়েটি তারই বন্ধু ছিল কিন্তু সে কোন উত্তর দেয়নি। বলেছিল মাধ্যমিকের পর উত্তরটি জানাবেন। কিন্তু পরবর্তীকালে উত্তরটি আর জানাননি, বর্তমানে সেই মেয়েটি দিব্যজ্যোতির একটি বন্ধুর প্রেমিকা বেশ কিছুদিন পরেই বিয়ের পিড়িতে বসবেন তারা।

এখনো পর্যন্ত মেয়েটির সাথে দিব্যজ্যোতির কোন যোগাযোগ আছে কিনা তা জানতে চাইলে। তিনি জানান এখন উনি আর তার সেই বান্ধবী হাসাহাসি করেন যে তখন সে কোন উত্তর দেয়নি তাতেই তাদের মঙ্গল হয়েছে। না তো এখন হয়তো বন্ধুত্বটাও থাকত না। নিজের সিরিয়ালে এত বৃহৎ বিরহ যন্ত্রণার অভিনয় করছেন তিনি নিজের জীবনে এমন কোন অভিজ্ঞতা আছে কি তার এই প্রশ্নের উত্তরে দিব্য , জানান যে না এমন কোনো যন্ত্রণা তিনি আজও পায়নি । কিন্তু তার নিজের দাদার বিবাহ বিচ্ছেদ তাকে নেই যন্ত্রণাকে কাছে দিয়ে দেখার সুযোগ করে দিয়েছিল। এমন ভাবেই নিজের দাদা ও বন্ধুর প্রেম জীবনের কথা বলে নিজের প্রেম জীবন এড়িয়েযান সূর্য ।




Leave a Reply

Back to top button