দর্শকরাই ড্রামা পছন্দ করে, তাদের জন্যই লেখা, ধুলোকনা প্রসঙ্গে সাফ জানালেন লীনা গাঙ্গুলি

মন্টি শীল, কলকাতা : লীনা গঙ্গোপাধ্যায়। বাংলা বিনোদন জগতের এক অন্যতম জনপ্রিয় লেখিকা। বাংলা টেলিভিশন জগতের জনপ্রিয় ধারাবাহিক এর নাম উচ্চারণ করতেই এই লেখিকার নাম দর্শকদের মনে ভেসে ওঠে। তাই এই লেখিকা দর্শকদের মনের এত কাছে রয়েছেন। তার লেখা অসংখ্য সৃষ্টি বাংলা টেলিভিশন জগতে রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে। তার মধ্যে একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল বাংলা টেলিভিশন স্টার জলসা চ্যানেল দ্বারা সম্প্রচারিত ‘ধূলোকনা’। যা এই মুহূর্তে টেলিভিশন দর্শকদের খুব কাছের একটা ধারাবাহিক।

স্টার জলসার পর্দায় সম্প্রচারিত ধারাবাহিক ‘মিঠাই’ এবং ‘গাঁটছড়া’ ছিল সবথেকে জনপ্রিয় ধারাবাহিক। কিন্তু সেই জনপ্রিয়তাকে পিছনে ফেলে দিয়ে টিআরপি রেটিংয়ে এই মুহূর্তে এগিয়ে রয়েছে এই ‘ধূলোকনা’। ধারাবাহিকের গল্পে অভিনবত্ব এবং একাধিক টুইস্ট সেরা ধারাবাহিকের তালিকায় এক অন্যতম মাত্রা এনে দিয়েছে। কিন্তু সম্প্রতি এই ধারাবাহিক কিছুটা হলেও দর্শকদের কাছে অপছন্দের হয়ে দাঁড়িয়েছে। এর মূলত কারণ একটাই, গল্পের একঘেয়েমি। যার জেরে ধীরে ধীরে জনপ্রিয়তা হারাচ্ছে এই ধারাবাহিক।

7c62

আরও পড়ুন ….দু-বার হারিয়েছেন মারণব্যাধি ক্যানসারকে, আবারও পর্দায় ফিরছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা
আরও পড়ুন ….কাঞ্চনকে আলিঙ্গন করে জন্মদিনের শুভেচ্ছা শ্রীময়ীর! নেট পড়ায় প্রশ্ন তবে কি এবার সাত পাকে বাঁধা পড়বে দুজনে

এমনকি সোশ্যাল মিডিয়াতেও নিজেদের ক্ষোভ উগ্রে দিয়েছেন দর্শকরা। তাদের মতে গল্পের একঘেয়েমি আর ন্যাকামিতে রীতিমতো বিরক্ত হয়ে উঠেছেন দর্শক মহল। টেলিভিশনের পর্দা তো দূর , সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত পোস্ট দেখলে রীতিমতো তেড়ে আসছেন দর্শকরা। যদিও এই পরিস্থিতিতে দাড়িয়ে নেটিজেনদের একটা অংশ ধারাবাহিকের অভিনেতা এবং অভিনেত্রীদের পাশে দাঁড়িয়েছেন। তাদের মূলত বক্তব্য একটাই, গল্পের ধারা যদি এই রকম হয় তাহলে অভিনেতা বা অভিনেত্রীদের কি দোষ। তারা তো শুধুমাত্র তাদের কাজটুকুই করছেন।

আরও পড়ুন ….রাহুলের জন্যই ফ্লপ হবে সিরিয়াল! ‘লালকুঠি’ দেখে কটাক্ষ দর্শকদের

যদিও সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ধারাবাহিক সম্পর্কে হওয়া ক্ষোভ প্রকাশ নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেছেন এই ধূলোকনা ধারাবাহিক এর লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়। লেখিকার এই বিষয়ে বক্তব্য, ‘তার লেখা অসংখ্য সৃষ্টি বাংলা টেলিভিশন জগতে রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে। শুধু তাই নয় টিআরপির তালিকায় শীর্ষে স্থান করে নিয়েছে বহু ধারাবাহিক। তিনি শুধু মাত্র লেখেন দর্শকদের মনে আনন্দ প্রদানের জন্য।’ কিন্তু যাই হোক না কেন নেটিজেনরা এই ধারাবাহিক দেখে রীতিমতো ক্ষুদ্ধ। এখন শুধু দেখার, এই ক্ষোভ প্রকাশের পর ধারাবাহিকের গল্পের একঘেয়েমি বজায় থাকবে, নাকি নতুন কিছু টুইস্ট নিয়ে দর্শকদের কাছে হাজির হবে।




Leave a Reply

Back to top button