কবে দেখা যাবে বাংলার তিন মূর্তিকে এক ফ্রেমে প্রশ্ন উঠছে টলি পাড়ায়!
দেব,প্রসেনজিৎ জিৎ এক ছাদের তলায় কবে দেখা যাবে গুঞ্জন উঠছে টলিপাড়ায়!

বলিউডে ত্রয়ী জুটি একসাথে না দেখলেও ইতিমধ্যেই পাঠান ও টাইগার ৩ সলমান শাহরুখের দুয়ো এই মুহূর্তে হিট এবং দর্শকদের মনে বারংবার জায়গা করে নিয়েছে তাদের জুটি। টলিউডে এই মেলবন্ধন কবে দেখা যাবে উঠছে প্রশ্ন?
এই মুহূর্তে টলিউডে মূল ধারার ‘মশালা’ ছবিতে নিজেকে ধরে রেখেছেন জিৎ। অন্য দিকে, সেখান থেকে বেরিয়ে এসে দেব অন্য ধারার ছবিতে নিজেকে আবিষ্কার করছেন। আর এই দুই ধারার মধ্যে সমতা বজায় রেখে চলেছেন ইন্ডাস্ট্রির ‘অভিভাবক’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
এর আগে বাংলার এই তিন সুপারস্টার একে অপরের সঙ্গে ছবি করলেও একসঙ্গে ত্রয়ীকে কোনও ছবিতে দেখা যায়নি। ‘দুই পৃথিবী’ ছবিতে জুটি বেঁধেছিলেন দেব এবং জিৎ। অন্য দিকে ‘জুলফিকার’ এবং ‘কাছের মানুষ’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন প্রসেনজিৎ ও দেব। তা হলে কি অগ্রজের অনুরোধেই দুই অনুজ ভবিষ্যতে এক ছাদের নীচে হাজির হবেন? উত্তরের অপেক্ষায় রয়েছে টলিপাড়া।