ঋতাভরী থেকে জয়া!শেষমেষ কার হাতে উঠল ফিল্মফেয়ার

ভারতের চলচ্চিত্র জগতে বহুল জনপ্রিয় এবং সম্মানীয় একটি অ্যাওয়ার্ড শো হল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড।প্রথম ক্ষেত্রে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড কেবল বলিউডের মধ্যেই সীমাবদ্ধ থাকলেও পরে টলিপাড়াতেও পদার্পণ করেছে ফিল্মফেয়ার। তবে বাংলায় এই অ্যাওয়ার্ড শো অনেক পরে আয়োজিত হলেও সকল বাঙালি তারকারাই এই অ্যাওয়ার্ড পাওয়ার আশায় থাকে।ইতিমধ্যেই ১৭ মার্চ অর্থাৎ গত বৃহস্পতিবারই আয়োজিত হয়েছে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২১ ( Filmfare Awards Bangla 2021 )। যেখানে উপস্থিত ছিল টলিপাড়ার কমবেশি প্রায় সকল তারকাই।আর সেখানেই এক জমজমাট অনুষ্ঠানের সাক্ষী ছিল গোটা টলিপাড়া।সাথেই বাংলা চলচ্চিত্র জগতে সেরার সেরাদের বেছে নিয়ে দেওয়া হয়েছিল পুরস্কার।দেব থেকে অনির্বাণ, জয়া থেকে ঋতাভরীর মতো বেশকিছু সুপরিচিত মুখ ছিল নমিনেশনে।তবে কার ঘরে গেল অ্যাওয়ার্ড ? আসুন জেনে নেওয়া যাক।
সেরা ছবি
২০২১ সালে সেরা ছবির বিভাগে অ্যাওয়ার্ড ( Filmfare Awards Bangla 2021 ) পেয়েছে বাংলার একটি নয় বরং দুটি ছবি।সেরার সেরা পুরস্কার জিতে নিয়েছে ‘বরুনবাবুর বন্ধু’ এবং ‘টনিক’ ছবি দুটি।
সেরা পরিচালক
সেরা পরিচালকের বিভাগে জায়গা করে নিয়েছে পরিচালক অনিক দত্ত।‘বরুনবাবুর বন্ধু’ ছবির পরিচালনার জন্য তার হাতে উঠেছে ফিল্মফেয়ার ( Filmfare Awards Bangla 2021 ) ।
সেরা অভিনেতা
সেরা অভিনেতার বিভাগের নাম করে নিয়েছেন জনপ্রিয় অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায়। ‘টনিক’ ছবিতে তার অসাধারণ পারফরমেন্সের দরুন তার হাতে তুলে দেওয়া হয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড।
সেরা অভিনেত্রী
সেরা অভিনেত্রী পদে বেছে নেওয়া হয়েছে বাংলাদেশী অভিনেত্রী জয়া আহসানকে। ‘বিনিসুতোয়’ ছবিতে অভিনয় করেই জিতে নিয়েছেন অ্যাওয়ার্ড ( Filmfare Awards Bangla 2021 ) ।
সমালোচকদের মতে সেরা ছবি
সমালোচকদের মতে সেরা ছবি হিসেবে পুরস্কার জিতে নিয়েছে জয়া আহসান অভিনীত ‘বিনিসুতোয়’ ছবিটি।
সমালোচকদের মতে সেরা অভিনেতা
সমালোচকদের মতে সেরা অভিনেতার খেতাব পেয়েছে একজন নয় বরং দুইজন অভিনেতা। ‘দ্বিতীয় পুরুষ’ ছবির জন্য অনির্বাণ ভট্টাচার্য এবং ‘অভিযাত্রিক’ ছবির জন্য অর্জুন চক্রবর্তী জিতে নিয়েছেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ( Filmfare Awards Bangla 2021 ) ।
সমালোচকদের মতে সেরা অভিনেত্রী
সমালোচকদের মতে সেরা অভিনেত্রী বিভাগে পুরস্কার জিতে নিয়েছেন ‘অব্যক্ত’ ছবির অর্পিতা চট্টোপাধ্যায়।
সেরা সহ-অভিনেতা
সেরা সহ-অভিনেতা বিভাগের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন ‘ট্যাংরা ব্লুজ’ ছবির সামিউল আলম।
সেরা সহ-অভিনেত্রী
‘চিনি’ ছবিতে নিজের অসাধারণ অভিনয় দেখিয়ে সেরা সহ-অভিনেত্রীর খেতাব পেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য।
সেরা লিরিক্স
এই বিভাগে পুরস্কার জিতে নিয়েছেন ‘একান্নবর্তী’ ছবির নীলাঞ্জন চক্রবর্তীর লেখা ‘বেহায়া’ গানটি।
সেরা মিউজিক অ্যালবাম
সেরা মিউজিক অ্যালবাম বিভাগে পুরস্কার জিতেছে ‘প্রেম টেম’।
সেরা গায়ক
‘অল্প হলেও সত্যি’ ছবিতে ‘মায়ার কাঙ্গাল’ গানের জন্য এই বিভাগে পুরস্কার পেয়েছেন ঈশান মিত্র।
সেরা গায়িকা
‘একান্নবর্তী’ ছবিতে ‘বেহায়া’ গানের জন্য এই বিভাগে পুরস্কার পেয়েছেন লগ্নজিতা চক্রবর্তী।
সেরা চিত্রনাট্য
‘গোলন্দাজ’ ছবির জন্য ধ্রুব বন্দ্যোপাধ্যায় এবং ‘দ্বিতীয় পুরুষ’ ছবির জন্য সৃজিত মুখোপাধ্যায় এই বিভাগে পুরস্কৃত হয়েছেন।
সেরা সাউন্ড ডিজাইন
‘ট্যাংরা ব্লুজ’ ছবির জন্য অনিন্দিত রায় এবং অদীপ সিং মানকি এই বিভাগে জিতে নিয়েছেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ( Filmfare Awards Bangla 2021 ) ।
আরও পড়ুন: ‘যৌন সুখ দিতে পারলে তবে মিলবে কাজ’,বলিউডে বিস্ফোরক মন্তব্য করলেন ‘দাঙ্গাল’ গার্ল ফাতিমা
সেরা সিনেমাটোগ্রাফি
এই বিভাগে অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন ‘অভিযাত্রিক’ ছবির জন্য সুপ্রতীম ভোল।
আরও পড়ুন: ভুলতে পারেননি ছেলের মৃত্যু শোক, নিজেই সিলিকন মূর্তি গড়লেন মা