দীপাবলিতে নয়া চমক দেবী চৌধুরানী লুকে দর্শকদের মনজয় শ্রাবন্তীর
কপালে তিলক গলায় রুদ্রাক্ষের মালা হাতে তরবারি দেবী চৌধুরানী লুকে ভূত চতুর্দশীতে ধরা দিলেন শ্রাবন্তী

বাংলার বহু প্রতিক্ষীত সিনেমা ‘দেবী চৌধুরানী’-র চরিত্রদের লুক অবশেষে এল প্রকাশ্যে। পিরিয়ড ড্রামা-র প্রতি ঝোঁক থাকে বরাবরই। আর সেই সিনেমার চরিত্রদের সাজ যদি আকর্ষণীয় হয়, তাহলে তো কথাই নেই।
একদম প্রথম লুকে পরনে বেনারসি। সিঁথির সিঁদুর পরেছে নাকে। সদ্য বিবাহিতা প্রফুল্ল। শ্বশুরবাড়ি ছাড়ার পর একেবারে সাদামাটা সাজ। সুতির শাড়ি, গলায় কালো কার। তবে আসল চমক তো সেজে। দেবী চৌধুরানী হওয়ার পর লাল রঙের শাড়ি পরে আছেন শ্রাবন্তী। কপালে চন্দনের সাজ। হাত তীর-ধনুক-তরোয়াল। গলায় রুদ্রাক্ষের মালা। পাট আর গাছের বাকল দিয়ে চটি পরানো হয়েছে।দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে ভূত চতুর্দশীতেই দেবী চৌধুরানী হয়ে ধরা দিলেন শ্রাবন্তী।একসঙ্গে মুক্তি পেল সিনেমার তিনটি পোস্টার। একটিতে লাল শাড়ি-হাতে তরবারি আর কপালে তিলক কেটে যোদ্ধার বেশে হাজির শ্রাবন্তী চট্টোপাধ্যায়। চোখে যেন জ্বলছে প্রতিশোধের আগুন। এই শ্রাবন্তীকে দেখে তো চেনা দায়! অপরটিতে আরও এক লুকের চমক। সেখানে আবার বধূবেশে দেখা যাচ্ছে পর্দার দেবী চৌধুরানীকে। শেষ পোস্টারটিতে কপালে খানিক চিন্তার ভাঁজ। সিঁদুরের টিপটা একটু ঘেঁটে যাওয়া আর পরণে রয়েছে সাধারণ গৃহবধূর মতো জড়ানো শাড়ি। এই তিনটি লুকেই বাজিমাৎ শ্রাবন্তীর। দীপাবলিতে টলি অভিনেত্রীর এই লুকের চমক জাস্ট ফাটাফাটি।প্রসঙ্গত, এই ছবির নাম ঘোষণা থেকে প্রশিক্ষণের মুহূর্তের ছবি দর্শকের উৎসাহকে আরও একটু উসকে দিয়েছিল। নতুন রূপে শ্রাবন্তীকে দেখতে উদগ্রীব হয়ে ছিল দর্শক। দীপাবলিতে সকলকে সারপ্রাইজ দিয়েই নিজের ইনস্টা হ্যান্ডেলে ফার্স্ট লুক পোস্টার শেয়ার করলেন অভিনেত্রী। কমেন্ট বক্সজুড়ে শুভেচ্ছার বন্যা। ব্যক্তিগত জীবনের জন্য বারবার বিতর্কে জড়ান শ্রাবন্তী।
তবে দেবী চৌধুরানী শ্রাবন্তীকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা। বড় পর্দায় দেবী চৌধুরানী দেখতে উদগ্রীব হয়ে রয়েছে বাংলা ছবির দর্শক। এই ছবিতে ভবানী পাঠকের ভূমিকায় দেখা যাবে টলিউডের জ্যোষ্ঠপুত্র ওরফে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। শ্রাবন্তীর পর ‘ইন্ডাস্ট্রর’ লুক দেখতে উৎসাহী দর্শক।