দিদি ঐশ্বর্যের ‘একলা রাখি’, ঐন্দ্রিলাকে হারানোর পর প্রথম রাখি বন্ধন পরিবারের
দেখতে দেখতে বেশ কয়েকটি মাস কেটে গেছে। বছর ঘুরে এসেছে রাখি। এইবার প্রথম একলা রাখি কাটাবেন ঐন্দ্রিলা দিদি ঐশ্বর্য। সেই যন্ত্রণাই ফুটে উঠছে তার ইনস্টাগ্রাম পোস্টে।

শুভঙ্কর, কলকাতা: সময় চলে সময়ের মতো, থেমে থাকেনা সে। আরও একবার তা প্রমাণ হল এক দিদির আক্ষেপের সুরে। গত বছরের শেষের দিক। নভেম্বর মাস। সারা বাংলা তখন প্রার্থনা করছে ২৪ বছরের মেয়েটি যেন ফিরে আসে। আগে দু’বার মারণ রোগ ক্যান্সারকে হারিয়েছে সে। সকলের মনে আশা জেগেছে এই বারও পারবে। কিন্তু তা হল কই। ২০ নভেম্বর সবাইকে কাঁদিয়ে চলে যান ঐন্দ্রিলা। মা-বাবা হারায় তাদের কন্যাকে। এক দিদি হারায় তার আদরের ‘বোনু’কে।
আজ রাখি পূর্ণিমা। এই দিনে সারা বাংলা তথা দেশের মানুষ একে অপরকে রাখি বেঁধে মানবতার দৃঢ় বন্ধন তৈরি করে। ঐন্দ্রিলা থাকাকালীন তাঁর দিদির সঙ্গে রাখি বন্ধনে মেতেছেন বহুবার। তবে এইবার নেই তিনি। দিদি ঐশ্বর্যের এবার একলা রাখি। সেই যন্ত্রণা তাকে যে কুরে কুরে খাচ্ছে সেই প্রমাণ মিলল। পেশায় চিকিৎসক ঐশ্বর্য বোনের অদেখা একটি ভিডিয়ো পোস্ট করলেন এদিন। ক্যাপশনে লিখলেন, ‘যত দিন যাচ্ছে সব আরও কঠিন হচ্ছে। হ্যাপি রাখি বোনু’। সোশ্যাল মিডিয়া সাইট ইনস্টাগ্রামে প্রায়শই ঐন্দ্রিলার ছবি ও ভিডিও পোস্ট করেন তার দিদি। এবার রাখি পূর্ণিমার একলা সময়ে একটি নতুন ভিডিও পোস্ট করেন ঐশ্বর্য। সেখানে দেখা যাচ্ছে কোন একটা রিসোর্টে চুপটি করে বসে বাইরে অঝোড় বর্ষণ দেখছেন ঐন্দ্রিলা। এরপর দেখা যায় সাদা টি শার্ট আর ডেনিম শর্টসে, মুখে সেই মিষ্টি হাসি।
ঐশ্বর্যের পোস্ট করা এই ভিডিওটি দ্রুতগতিতেই ভাইরাল হচ্ছে। ওই পোস্টের নিচে এক ব্যবহারকারী মন্তব্য করেন, “ এই হাসিটাকে খুব মিস করি। যেখানেই থেকো ভালো থেকো”। অন্য এক ব্যবহারকারী লিখেন, “ হয়তো আবার সে জন্মগ্রহণ করেছে। এবারের জীবনটা যেন এত কষ্টের আর অল্পদিনের না হয়। অনেক ভালোবাসায় আর অনেকটা সুখে বেঁচে থাকো নতুন জন্মে। তৃতীয় এক ব্যক্তি সেই পোস্টে মন্তব্য করেন, “ তোমার খুব কষ্ট হচ্ছে বুঝতে পারছি। তোমার বোন তোমার কাছে আবার ফিরে আসুক”।
সম্প্রতি আয়োজিত হওয়া টেলি একাডেমী অ্যাওয়ার্ডসে ঐন্দ্রিলাকে মরণোত্তর পুরস্কার দিয়ে সম্মান জানানো হয়েছে। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকা ঐন্দ্রিলার মা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে এসে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, “ এটা কি কারোর মরণোত্তর পুরস্কার পাবার বয়স। গত বছর ক্যান্সারকে হারিয়ে ফিরে আসার জন্য ওকে কামব্যাক অ্যাওয়ার্ড দেওয়া হয়। তখন আমাকে বলেছিল মা তুমি দেখো আগামী বছর আমি সেরা অভিনেত্রীর পুরস্কার নিতে আসবো। সেই জায়গায় আমাদের ওঁর মরণোত্তর পুরস্কার নিতে হল জানিনা এ যন্ত্রণা কি করে কমাবো”।