মিঠাইকে কি পিছনে ফেলে দিল খড়ি? একনজরে এই সপ্তাহের TRP তালিকা

মন্টি শীল, কলকাতা : ইদানিং কালে, বাংলা তথা বাঙালি দর্শকদের জীবনে এক অন্য মাত্রা এনে দিয়েছে বাংলা ধারাবাহিক। গোটাদিনের কর্মব্যস্ততার পর টেলিভিশনের দর্শক মন্ডল বিনোদনের জন্য বাংলা ধারাবাহিকের আশ্রয় নেন। সাধারণত দুপুরের ভোজন বিরতির সময় অথবা সন্ধ্যা বেলার চা এর সঙ্গে ধারাবাহিকের হালকা আস্বাদ নিতে পছন্দ করেন আপামোর বাঙালি দর্শক। আর এই বিনোদনের স্বাদকে বজায় রাখতে একাধিক জনপ্রিয় বাংলা টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত করা হয় একের পর এক ধারাবাহিক। দর্শকদের মনোরঞ্জন তো বটেই তার সঙ্গে সঙ্গে চলে শীর্ষ স্থান ধরে রাখার এক অদৃশ্য প্রতিযোগিতা।
সম্প্রতি ক্রিকেট বা অন্যান্য জনপ্রিয় অনুষ্ঠান সম্প্রচারের দরুন বাংলা ধারাবাহিক (Bengali serial) এর টিআরপি তালিকায় (TRP List) কিছুটা প্রভাব পড়েছিল। কিন্তু ইদানিং কালে এই প্রতিযোগিতা আরও সুদৃঢ় হয়েছে। সম্প্রতি গত কয়েক সপ্তাহ আগেও টিআরপি তালিকায় শীর্ষ স্থান দখল করে রেখেছিল জনপ্রিয় বাংলা ধারাবাহিক মিঠাই (Mithai)। কিন্তু পরবর্তী সময়ে মিঠাই তার শীর্ষ স্থান খুইয়ে ফেলে। আর তার জায়গায় উঠে আসে জনপ্রিয় ধারাবাহিক গাঁটছড়া (Gantchora)। কিন্তু বিগত কয়েক সপ্তাহ আগে এই তালিকায় এক অভূতপূর্ব পরিবর্তন দেখা যায়। গাঁটছড়া-কে পিছনে ফেলে এগিয়ে যায় ধূলোকনা (Dhulokona)।
-
ওয়াশরুমের থেকেও ছোট ঘর! দাদাগিরিতে এসে একি বললেন শ্বেতাDecember 15, 2023
-
ফার্স্ট গার্ল ‘ফুলকি’, শেষে ‘রাঙা বৌ’December 14, 2023
তবে এই সপ্তাহে প্রকাশিত টিআরপি তালিকায় ফের একবার চমক দেখা গিয়েছে। ক্রমাগত দুই সপ্তাহ পরপর নিজের শীর্ষ স্থান ধরে রাখল গাঁটছড়া (Gantchora)। বাংলার এই জনপ্রিয় ধারাবাহিকের মোট প্রাপ্ত নম্বর হল ৮.৪। তবে খুব বেশি পিছিয়ে নেই বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক মিঠাই (Mithai)। ধারাবাহিকের মোট প্রাপ্ত নম্বর হল ৮.২। তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ধূলোকনা। যার সর্বমোট প্রাপ্ত নম্বর ৭.৯। কিছু দিন আগে এই ধূলোকনা ধারাবাহিকের শীর্ষ স্থান অর্জন করা নিয়ে দর্শক মহলে বেশ জোরদার আলোচনা হয়েছিল। কিন্তু আপাতত সেই আলোচনা স্তব্ধ হয়েছে।
তবে শুধুমাত্র প্রথম বা দ্বিতীয় স্থানে থাকা নয়। বাংলা টেলিভিশন ধারাবাহিকের অন্যতম লক্ষ্য হল তালিকার শেষ দশে নিজের স্থান দখল করে রাখা। আর তাই চতুর্থ স্থান অর্জন করেছে গৌরী এল। তার প্রাপ্ত নম্বর ৭.৯। পঞ্চম স্থানে রয়েছে আলতা ফড়িং, যার প্রাপ্ত নম্বর ৭.৪। ষষ্ঠ স্থানে রয়েছে লক্ষী কাকিমা সুপারস্টার এবং মন ফাগুন। সপ্তম স্থানে অনুরাগের ছোঁয়া। অষ্টম স্থানে আয় তবে সহচরী। নবম এবং দশম স্থান অর্জন করেছে যথাক্রমে উমা এবং এই পথ যদি না শেষ হয় ধারাবাহিক। তবে ধারাবাহিকের ক্রম যাই হোক না কেন বিনোদনের জন্য বাংলা তথা বাঙালি দর্শকদের কাছে ধারাবাহিক যে শীর্ষে রয়েছে তা বলাই যায়।