হেরে গেল ‘ধূলোকণা’! ‘মিঠাই’ নাকি ‘গাঁটছড়া’ টেক্কা দিল কে? রইল TRP তালিকা

মন্টি শীল, কলকাতা : বাংলা ধারাবাহিক, সম্প্রতি বিনোদনের জগতে এক অন্য মাত্রা এনে দিয়েছে এই বাংলা ধারাবাহিক। দীর্ঘ কর্মব্যস্ততার পর দর্শক মহল একটু বিনোদনের জন্য আশ্রয় নেয় ধারাবাহিক। সাধারণত দর্শক মহল সন্ধা বেলা চা এর সঙ্গে অথবা দুপুরের লাঞ্চ বা ডিনারের সময় এই ধারাবাহিক দেখতে পছন্দ করেন। আর ঠিক এই সময় একের পর এক জনপ্রিয় ধারাবাহিক টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হয়। যার ফলে মানুষের দেখার চাহিদা যেমন বাড়ে তেমনি তার অপর দিকে টিআরপি রেটিংয়েও এক লড়াকু চেহারাও দেখতে পাওয়া যায় ধারাবাহিক গুলির মধ্যে।
তবে এই দৌড়ের মধ্যেও বছরের এই সময়টাতে ধারাবাহিকগুলির লড়াকু মনোভাবটা কমে যায়। কারণ এই সময় টেলিভিশনের পর্দায় ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বড় লিগ টুর্নামেন্ট আইপিএল অনুষ্ঠিত হয়। তবুও এই কঠিন সময়ে দাড়িয়ে টিআরপি রেটিংয়ের লড়াই করা বন্ধ হয়নি ধারাবাহিক গুলির। এর মধ্যেই প্রকাশিত হল স্টার জলসা এবং জি বাংলায় সম্প্রচারিত মেগা সিরিয়ালগুলির টিআরপি রেটিংয়ের তালিকা। এই তালিকা প্রকাশ করার পর রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে টলি পাড়ায়।
আরও পড়ুন ….ছেলের বিয়েতে মা-এর দুর্দান্ত নাচ! ‘টাপা টিনি’ গানে অপরাজিতার নাচের ভিডিও দেখে মুগ্ধ দর্শকেরা
আরও পড়ুন ….নিকৃষ্ট মানের গল্প হলেও, বাংলার মেগা সিরিয়ালগুলির জনপ্রিয়তার কারন কি? জেনে নিন
কিন্তু এমন কি পরিবর্তন দেখা গেল টিআরপি লিস্টে। জানা গিয়েছে, বিগত দুই সপ্তাহ ধরে একটানা শীর্ষ স্থান ধরে রেখেছিল জনপ্রিয় মেগা সিরিয়াল ‘ধূলোকনা’। তবে এই সপ্তাহের তালিকা অনুযায়ী এই সংশ্লিষ্ট ধারাবাহিকটি তার শীর্ষ স্থান খুইয়ে সোজা তৃতীয় স্থানে এসে দাঁড়িয়েছে। শুধু তাই নয় টেলিভিশনের আরও এক জনপ্রিয় মেগা সিরিয়াল মিঠাই তার জায়গা খুইয়ে তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেছে। তবে দর্শক মহলে যেটা আশ্চর্যের বিষয়, সেটা হল টিআরপি তালিকায় শীর্ষ স্থান দখল করেছে ‘গাঁটছড়া’ ধারাবাহিক।
আরও পড়ুন ….ফের মিঠাইতে হাজির এক সন্দেহজনক চরিত্র, তবে কি রিকিরূপী সিদ্ধার্থের পর্দা খুলতেই আগমন তার!
তবে শুধু মাত্র এই কয়েকটা মেগা সিরিয়ালই নয়, টেলিভিশনের আরও একাধিক জনপ্রিয় ধারাবাহিক বিভিন্ন রকমের পয়েন্ট পেয়ে তালিকার বিভিন্ন স্থানে রয়েছে। যেমন- জনপ্রিয় ধারাবাহিক গৌরী এল দখল করেছে তালিকার চতুর্থ স্থান। আলতা ফড়িং ধারাবাহিক রয়েছে তালিকার পঞ্চম স্থানে। তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে জনপ্রিয় ধারাবাহিক ঊমা এবং লক্ষীকাকিমা সুপারস্টার। তবে দর্শকদের কাছে আশ্চর্যের বিষয় হল জি বাংলার ধারাবাহিক ‘লালকুঠি’ উঠে এসেছে সেরা দশটি মেগা সিরিয়ালের তালিকায়। এই ধারাবাহিকটি টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’ কে টেক্কা দিতে তালিকায় উঠে এসেছে। তবে একটা কথা অবশ্যই বলতে হবে যে, তালিকায় শীর্ষে যেই থাকুক না কেন বাংলা তথা বাঙালির বিনোদনের অঙ্গ হিসেবে পরিচিত বাংলা ধারাবাহিক কখনোই মুছে যাবে না, তা বলাই যায়।