রূপকথার গল্প নিয়ে পর্দায় আসছে হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী! ছবির শ্যুটিং হয়েছে বাহুবলীর সেটে
দীর্ঘ অপেক্ষার পর করোনার প্রকোপ কাটিয়ে ধীরে ধীরে খুলছে সিনেমা হল গুলির দরজা৷ এই আবহেই মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত ছবি ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’ (Hobu Chandra Raja Gobu Chandra Mantri) । এই ছবির প্রযোজনা করেছেন অভিনেতা দীপক অধিকারী বা সকলের প্রিয় দেব (Dev)।
ছবির ট্রলার দেখেই একছুট্টে শৈশবে ফিরে গিয়েছেন আপামর বাঙালি। মনে পড়ে যাচ্ছে, সেই ঠাকুরমার ঝুলির কথা। রূপকথার গল্প নিয়ে বাংলা ছবিতে খুব বেশি কাজ হয়নি, কিন্তু এই ছবি পুরোদস্তুর সেই আমেজেই তৈরি।
ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন টলিপাড়ার তাবড় দুই অভিনেতা শাশ্বত চ্যাটার্জি (Saswata Chatterjee) এবং খরাজ মুখোপাধ্যায়কে (Kharaj mukherjee) । অর্থাৎ হবু শাশ্বত চট্টোপাধ্যায় এবং গবু খরাজ, এছাড়াও রানি কুসুমকুমারীর চরিত্রে দেখা মিলবে প্রসেনজিৎ পত্নী অর্পিতা চ্যাটার্জি। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ‘সরকার মশাইয়ের থলে’ এবং ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’র আদলে তৈরি হয়েছে এই ছবি। পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়।
ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। জানা গেছে, হলের পাশাপাশি এই ছবি দেখা যাবে স্টার জলসা মুভিজ এবং হটস্টারেও। অনেক ক্ষেত্রেই নেটিজেনরা এই ছবির সাথে মিল পাচ্ছেন সত্যজিৎ রায়ের অনবদ্য সৃষ্টি ‘হীরক রাজার দেশে’ এবং ‘গুপী গাইন বাঘা বাইন’ ছবির। সবচেয়ে আকর্ষণের এই ছবির শ্যুটিং হয়েছে রামোজি ফিল্ম সিটিতে তৈরি বিখ্যাত বাহুবলীর সেটে। বলাই বাহুল্য ছবি মুক্তির অপেক্ষায় দিন গুনছেন বাঙালি বহু দর্শক।।