এনার লুকে তোলপার নেটদুনিয়া
কাঁপাচ্ছেন নিজ দুনিয়া। এনার লুকে সবাই ফ্ল্যাট।

সকলে তাকে চেনে ‘হট কুইন’ হিসাবেই। প্রত্যেকবার নিজেকে তুলে ধরেন এক গ্ল্যামারাস লুকে। আগে তাকে পর্দায় অভিনয় করতে দেখা যেত এক মিষ্টি মেয়ে হিসাবেই কিন্তু গত কয়েক বছরে নিজেকে তুকে ধরেছেন এক আকর্ষণীয় ব্যাক্তিত্ব হিসাবে।
তবে, তার এই বোল্ড লুকের জন্য প্রতিবারই তাকে নিয়ে তৈরি হয়েছে নানান বিতর্ক। শরীরের ওজন বেড়ে যাবার কারণে , তাকে ঠিক মানাচ্ছে না এমন মন্তব্যও সোশ্যাল মিডিয়ার কমেন্ট সেকশনে দেখা গেছে।
তিনি এনা সাহা। তাকে বহুবার সমুক্ষিন হতে হয়েছে বহু সমালোচনার । তবু তিনি হার মানেন নি। এখন তাকে আরে অভিনয় জগতে দেখা না গেলেও। বহু ওয়েব সিরিজে খোলামেলা পোশাক সহ তার দেখা মেলে বেশিভাগই নানান ফটোশুটে। তার প্রতিটি পোস্ট শেয়ার করার পরই নেটদুনিয়ায় ওঠে এক ঝড়।
তবে তাকে এবার দেখা গেলো এক কিলার লুকে। পরেছেন অ্যানিম্যাল প্রিন্টের ব্রালেট , সাথে দেখা যাচ্ছে ক্লিভেজ। কোমরের নীচ থেকে উন্মুক্ত এনার দুই থাই। সুটের একটি ভিডিও এনার একাউন্ট থেকে তিনি পোস্ট করেন যেখানে দেখা যাচ্ছে, পুরো শুটটিt তিনি করেছেন একটি সাদা বছর বসে সাথে নানান খোলামেলা পোজ। সাহসী এনার এই লুক নজর কেড়েছে সবার। ঘাম ঝরানো সব পোজ উন্মাদ করেছে সোশ্যাল মিডিয়ার দর্শকদের।
তবে সিনেমার জগত তাকে সেইভাবে জায়গা না দিলেও তিনি তার জায়গা করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ার সাইট দ্বারা সবার চোখে। বাংলা,তামিল,তেলেগু, ছবিতে কাজ করার অভিজ্ঞতার পাশাপাশি প্রযোজনাতেও পারদর্শী এনা।