কব্জি ডুবিয়ে খাওয়া থেকে শাশুড়ির সঙ্গে আড্ডা! কেমন কাটল গৌরব-অর্ণবদের জামাইষষ্ঠী

অহেলিকা দও, কলকাতা : জামাইষষ্ঠীর ( Jamaisasthi ) ভূরিভোজ ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। তবে কালকের চিত্রটি ছিল একটু অন্যরকম। পথঘাটে ভিড়, এ রবিবারে রাস্তা জুড়ে ছিল জামাইদের ভিড়। জামাইষষ্ঠী বলে কথা! শ্বশুরবাড়ি পৌঁছনোর তাড়া, অপেক্ষা ভূরিভোজের। বাঙালির প্রিয় পার্বণে কি বাদ যাবে টলিপাড়া? মোটেই না। তাই টলিউডে ( Tollywood ) এ বছরের নতুন জামাইরা সোজা শ্বশুরবাড়ি-মুখী।

নতুন বিয়ে করেছেন গৌরব চট্টোপাধ্যায় এবং দেবলীনা। বাড়িতে ঘরোয়াভাবে আয়োজন হয়েছিল গৌরবের আপ্যায়নের। হাতপাখা দিয়ে হাওয়া করা থেকে শুরু করে সমস্ত সাবেক নিয়ম কানুনই পালন হয়েছে সেখানে। উপস্থিত ছিলেন দেবাশীষ কুমারও। দিনের শেষে সোশ্যাল মিডিয়ায় জামাইষষ্ঠীর একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন দেবলীনা ( Jamaisasthi )।

বিয়ের পরে এইবছর প্রথম জামাইষষ্ঠী অভিনেতা অর্ণব বন্দ্যোপাধ্যায়ের। যথাসময়ে স্ত্রী ঈপ্সিতার বাড়িতে হাজির হয়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ারও করে নিয়েছেন অভিনেত্রী। পঞ্জব্য়াঞ্জনে সাজানো থালা নিয়ে খেতে বসেছেন অর্ণব। ক্যাপশানে ঈপ্সিতা লিখেছেন, মুখার্জী বাড়ির জামাই। এখনও সামাজিক রীতি মেনে বিয়ে সারেননি তাঁরা। তবে আইনি মতে বিয়ে সেরেছেন দুজনে।

বিয়ের পর প্রথম জামাইষষ্ঠী অভিনেতা নীল ভট্টাচার্য ও অভিনেত্রী তৃণা সাহার। তারা প্রি-জামাই ষষ্ঠীও পালন করেছেন ইতিমধ্যে। তবে আসল দিনে নীল কতটা সামিল হতে পারবেন তা নিয়ে প্রথমে নিশ্চিত ছিলেন না নীল। তবে সামাল দিয়ে অবশেষে একসাথে জামাইষষ্ঠী পালন করেছেন তারা। সেই ছবি স্যোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন তারা।

বিদেশ থেকে ফিরে একেবারে সাবেকি সাজে মিমির বাড়িতে হাজির ওম সাহানি। নিয়ম মেনে পালন হল জামাইষষ্ঠী। সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন মিষ্টি ছবি ( Jamaisasthi )।

 

View this post on Instagram

 

A post shared by Mimi Dutta (@duttamimi007)

করোনা কেড়েছে ঋদ্ধিমার মা-কে। অভিনেতা গৌরবের জন্য তাই জামাইষষ্ঠীর আয়োজন করলেন ঋদ্ধিমার বাবা। সোশ্যল মিডিয়ায় ছবি শেয়ার করে ঋদ্ধিমা লিখলেন, “মা তোমায় মনে পড়ছে।”

 

View this post on Instagram

 

A post shared by Ridhima Ghosh (@ridhima.ghosh)

নতুন বিয়ে করেছেন প্রমিতা চক্রবর্তী এবং রদ্র মুখার্জী। বলতে গেলে এটাই তাদের প্রথম জামাইষষ্ঠী। শ্বশুরমশাই মারা যাওয়ায় গত বছর কিছু হয়নি। এ বারে তাই বেলগাছিয়ার বাড়িতেই সব আয়োজন করেছেন তাদের জন্য। প্রচুর ভাল ভাল রান্না করা হয়েছে তাদের জন্য। স্যোশাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে নিয়েছেন তারা ( Jamaisasthi )।

প্রথম জামাইষষ্ঠী অনিন্দিতা রায়চৌধুরী এবং সুদীপ সরকারের। অনিন্দিতার বাড়িতে আবার জামাইষষ্ঠী পালনের তেমন চল নেই। তবে খাওয়া দাওয়ার জমজমাটি আয়োজন। মাটন, চিংড়ি রান্না হয়েছে সুদীপের জন্য। সেইসব ছবি স্যোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন তারা ( Jamaisasthi )।




Leave a Reply

Back to top button