সোশ্যাল মিডিয়া মাতালেন ইমন ও নন্দী সিস্টার্স! ‘সওয়ারলুঁ’-এর সঙ্গে যুগলবন্দি ‘টাপা টিনি’
দুই গানের যুগলবন্দিতে নজর কাড়লেন ইমন ও নন্দী সিস্টার্স!

পূর্বাশা, হুগলি: বর্তমানে বাংলার নামজাদা সঙ্গীত শিল্পীদের মধ্যে অন্যতম ইমন চক্রবর্তী। তাঁর সুরেলা
কন্ঠে মোহিত শ্রোতারা। একের পর এক মন ছোঁয়া গান গেয়ে চলছেন তিনি। পাশাপাশি, সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট অ্যাক্টিভ ইমন। সোলো সঙ্গীত ও যুগলবন্দি গানের ভিডিয়ো পোস্ট করেন তিনি। তা মন ছুঁয়ে যায় দর্শকদের। সম্প্রতি তেমনই একটা ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে।
ভিডিয়োটিতে বলিউডের ‘সওয়ারলুঁ’ গানের সঙ্গে ‘টাপা টিনি’ মিশিয়ে গাইলেন ইমন। শুধু তাই নয়, তাঁর সঙ্গে সঙ্গ দিলেন অসমের নন্দী সিস্টারা। এহেন যুগলবন্দি গান শুনে কমেন্টস করেছেন শ্রোতারা। কমেন্ট সেকশনে নিজেদের মুগ্ধতা শেয়ার করে নিয়েছেন তাঁরা। এমনিতেই টাপা টিনি অত্যন্ত জনপ্রিয় গান তাঁর সঙ্গে ‘সওয়ারলুঁ’ যুক্ত হওয়ার তা আরও নজর কাড়ল দর্শক মহলে।
প্রসঙ্গত, বাংলা সিনেমায় ইতিমধ্যেই গান গেয়েছেন নন্দী সিস্টার্স। পুজোয় আসছে ‘রক্তবীজ’। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায় মুক্তি পাবে সিনেমাটি। এই ছবিতে শোনা যাবে অন্তরা নন্দী ও অঙ্কিতা নন্দী তথা ‘নন্দী সিস্টার্স’দের গান।