বছরের শেষে সাতপাঁকে বাঁধা পড়তে চলছে ‘ ফুলকি’র অভিনেত্রী

বিয়ের মরশুম টলিপাড়ায়,সাতপাঁকে বাঁধা পড়তে চলছে ' ফুলকি'র অভিনেত্রী

কলকাতা: টলিপাড়ায় বিয়ের মরসুম। নভেম্বরেই প্রিয় মানুষদের সাথে গাঁটছড়া বাঁধতে চলেছেন সন্দীপ্তা, শ্রীপর্ণার মতো টেলিভিশন জগতের সব পরিচিত মুখেরা।

Tollywood,Marraige,Swarnadipto Ghosh,Arpita Ghosh,wedding,Serial,zee bangla,Fulki

শোনা গিয়েছে এই মাসেই চার হাত এক হবে স্বর্ণদীপ্ত ঘোষ ও অর্পিতা মন্ডলের। জানা গিয়েছে, লক্ষ্মীকাকিমা সুপারস্টার’ ধারাবাহিকে অপরাজিতা আঢ্যের বড় ছেলে এবং বড় বৌমা হিসেবে অভিনয় করতে গিয়েই তাঁদের আলাপ। তারপর সেই আলাপ ক্রমে বন্ধুত্ব থেকে ভালবাসায় পরিণত হয়। চলতি মাসেই বিয়ে পিঁড়িতে বসতে চলেছেন তাঁরা। টলি পাড়ায় গুঞ্জন ২৭ নভেম্বর ঠিক হয়েছে শুভ বিবাহের দিনক্ষণ এবং ৩০ নভেম্বর তাঁদের বউভাতের অনুষ্ঠান হবে।

এখন আপাতত দুজনেই কাজ নিয়ে ব্যস্ত। তবে তাঁর মাঝেই চলছে বিয়ের তোড়জোর কেনাকাটা থেকে নিমন্ত্রণ-সহ বিয়ের প্রস্তুতি। পাশাপাশি চলছে আইবুড়োভাত পর্বও। সেই সব ছবি নিজেদের যুগল বন্দি ফটো স্যোশাল মিডিয়ায় শেয়ার করেছেন নিজেরাই। তাঁরা তাঁদের নানা বিশেষ মুহূর্তের ছবি ও রিল অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। বর্তমানে অর্পিতাকে ‘ফুলকি ‘ধারাবাহিকে গল্পের নায়ক রোহিতের দিদির চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে।




Leave a Reply

Back to top button