ছাড় পাননি শ্রীময়ীও! কেরিয়ারের শুরুতে স্বয়ং ইন্দ্রাণী হালদারকেও ধর্ষণের চেষ্টা করেন টলি প্রযোজক

মন্টি শীল, কলকাতা : সম্প্রতি বিনোদন জগত জনসমক্ষে এক বিশেষ আলোচনার বিষয় হয়ে উঠেছে। আর তার অন্যতম কারণ হল তারকাদের জীবন যাপন থেকে শুরু করে বিভিন্ন বিতর্কিত মন্তব্য। আর এদের মধ্যে নেট দুনিয়াতে সবচেয়ে বেশি নজর কেড়েছে টলিউড (Tollywood)। এর অন্যতম কারণ হল, সম্প্রতি কিছু দিন আগে এই ফিল্ম ইন্ডাস্ট্রির একের পর এক তরুণ অভিনেত্রীর আকস্মিক মৃত্যু ঘটেছে। যার জেরে রীতিমতো তোলপার নেটপাড়া দুনিয়া থেকে শুরু করে সমগ্র বিনোদন জগৎ। এর এই বিষয় নিয়ে এইবার প্রকাশ্যে মন্তব্য করলেন অভিনেত্রী ইন্দ্রানি হালদার (Indrani Haldar)।

সম্প্রতি টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী এক প্রকাশ্য আলোচনায় অংশগ্রহণ করেছিলেন। সেখানে তিনি এই তিনজন তরুণ অভিনেত্রীদের আকস্মিক মৃত্যু কে নিয়ে মন্তব্য করতে শুরু করেন। যদিও এই টলি অভিনেত্রী আলোচনার শুরু করেন বলিউডের জনপ্রিয় তরুণ অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে কেন্দ্র করে। কারণ, বলিউডের এই তরুণ অভিনেতাও সেই একই পদ্ধতিতে মৃত্যু ঘটেছিল, যেই ভাবে টলিউডের তরুণ অভিনেত্রীদের মৃত্যু ঘটেছে। সেই আলোচনা সভাতেই তিনি এই বিনোদন জগতের তারকাদের সঙ্গে নিজের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতাকে তুলে ধরেছেন।

4c62

অভিনেত্রী ইন্দ্রানি হালদার বলেছেন, তিনি এই অভিনয় জগতে রয়েছেন বিগত ৩৬ বছর ধরে। আর প্রথম অভিনয় ১৯৮৭ সালে। তিনি তার ক্যারিয়ারের শুরুর দিকে অনেক সংগ্রাম করেছেন। তার প্রথম সিনেমার দরুন অভিনেত্রীকে এক পাঁচ তারা হোটেলে রাখা হয়েছিল। সেই হোটেলের এক ঘরে সিনেমার প্রযোজক তার সঙ্গে দেখা করতে আসেন। এরপরেই ঘটে সেই বিপত্তি, সিনেমার সেই প্রযোজক বলিউড সিনেমার লালসা দেখিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন। কিন্তু কেবল সাহসিকতার জোরে ভাগ্যক্রমে তিনি এই বিপদ থেকে মুক্তি পান। তবে পরবর্তী সময়ে অভিনেত্রী সফলতা পেলেও সেই প্রযোজকে আর সামনে আসার সুযোগ দেননি অভিনেত্রী।

তাঁর মতে, তিনি এই রকম ঘটনার সম্মুখীন হওয়ার পর স্বাভাবিক ভাবেই মানসিক দিক থেকে ভারাক্রান্ত হয়ে পড়েছিলেন। কিন্তু কোন দিনই আত্মহত্যার কথা ভাবেননি। তার পুরো বক্তব্যে মূলত একটাই বক্তব্য ফুটে উঠেছিল, সংগ্রাম করতে হবে, তবেই তার মধ্যে দিয়ে সফলতা অর্জন করা যাবে। এমনকি স্টুডিও পাড়ার একাধিক ঘটনার কথা তিনি এই দিনের আলোচনা সভায় উদাহরণ স্বরূপ তুলে ধরেছেন। তার একটাই বক্তব্য, মানুষের জীবনে অনেক ঘাত প্রতিঘাত আসবে, আমাদের সেটার সঙ্গে লড়াই করতে শিখতে হবে। টলিউড অভিনেত্রীর এই ভিডিও নেট দুনিয়াতে পোস্ট করার পর মুহূর্তেই ভাইরাল হয়ে উঠেছে। ভিডিও কমেন্টে অনেকেই অভিনেত্রীকে প্রসংশা করেছেন আবার অনেকেই তার সাহসিকতার জন্য অভিবাদন জানিয়েছেন। কিন্তু এই সবকিছুর মধ্যেও বিনোদন জগতে কূপ্রস্তাবের মতবাদটি যে প্রচলিত তা ফের একবার স্পষ্ট।




Leave a Reply

Back to top button