বুম্বা দার নাম ভাঙিয়েই অনেকে ইন্ডাস্ট্রিতে রাজ করছেন! অভিষেকের মৃত্যুর পরেও প্রসেনজিতের পাশে ইন্দ্রাণী

প্রিয়া ধর, কলকাতাঃ টলিউডের অন্যতম উজ্জ্বল নক্ষত্র অভিষেক চট্টোপাধ্যায়ের ( Abhishek Chatterjee ) প্রয়াতের পর থেকেই টলিউডের অন্দরের হাওয়া অনেকটাই ভারী হয়ে গিয়েছে। মাঝে মাঝেই প্রকাশ্যে আসছে বাংলা ইন্ডাস্ট্রিতে কিভাবে কোণঠাসা করা হয়েছিল প্রতিভাবান এই অভিনেতাকে। অভিনেতার মৃত্যুর পর থেকেই ঘনিষ্ঠ মহল থেকে অনেকেই ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে বলেছেন ইন্ডাস্ট্রি আমাদের এই উজ্জ্বল মানুষটিকে সথিভাবে ব্যবহার করতে পারেনি। এবার অভিনেতা অভিষেকের স্মরণে টলিউডের অন্যতম অভিনেত্রী ইন্দ্রাণী হালদারের ( Indrani Halder ) বেশ কিছু পুরনো কথা পুনরায় ভাইরাল হল।
খোলামেলা স্বভাবের ইন্দ্রাণী হালদারকে সকলেই জানেন। সব সময় বেশ সরলভাবেই নিজের বক্তব্যকে পেশ করে আসছেন তিনি। প্রয়াত অভিনেতার বেশ ঘনিষ্ঠ বন্ধু ছিলেন ইন্দ্রাণী হালদার। অভিনেতা অভিষেকের মৃত্যুতে বিধ্বস্ত ও কান্নারত অবস্তায় দেখা যায় তাকে। দুজনে একসাথেই ক্যারিয়ার শুরু করেছিলেন। পর পর বহু হিট ছবিও উপহার দিয়েছিলেন এই জুটি। অভিনেত্রী ইন্দ্রাণীর স্মৃতিতে অভিষেককে নিয়ে কতকথা।

আরও পড়ুন………যুদ্ধকালে ইউক্রেন থেকে ভারতীয়দের উদ্ধার মহাশ্বেতার,দাদাগিরিতে প্রকাশ করেন নিজ অভিজ্ঞতা
সম্প্রতি নেট দুনিয়ায় ‘সোনার সংসার’ নামক রিয়েলিটি শো’তে ইন্দ্রাণীর বলা বেশ কিছু কথা পুনরায় ভাইরাল হয়। রিয়েলিটি শো’তে অভিনেত্রীকে সহকর্মী অভিষেকের ব্যাপারে জানতে চাইলে তিনি জানান, ক্যারিয়ারে পথচলা শুরু করেছেন তিনি অভিনেতা অভিষেকের সাথে। তার থেকেই অনেক কিছু শিখেছেন। বন্ধু ও দাদা হিসেবে সর্বদা পাশে পেয়েছেন এই মানুষটিকে।
এই অনুষ্ঠানেই শাশ্বত জিজ্ঞাসা করেন বাংলা ইন্ডাস্ট্রিতে প্রসেনজিতকে ( Prosenjit Chatterjee ) কেমন লাগে, প্রসঙ্গক্রমে অভিনেত্রী জানান প্রসেনজিত অভিনেতা হিসেবে অবশ্যই তুখোড় সে ব্যাপারে সন্দেহ প্রকাশ করা বোকা বোকা। তবে অভিনেতা হিসেবে প্রসেনজিত অনেকটাই বোকা। কারণ অনেকেই তাকে ব্যবহার করে নিজেদের ক্যারিয়ার করেছেন। তিনি তা টেরও পাননি। তবে আর যাই হোক নিজের জায়গায় তিনি অক্ষুন্ন ছিলেন।
আরও পড়ুন………‘পাঠান’ মুক্তির আগেই দিলেন সুখবর! শাহরুখের কামব্যাকে খুশির হাওয়া বলিউডের অন্দরমহলে
এছাড়াও অভিষেকের মৃত্যুর পর অভিনেত্রী প্রকাশ্যে বাংলা ইন্ডাস্ট্রির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছে। সেখানে তিনি প্রসঙ্গক্রমে প্রসেনজিৎ-ঋতুপর্ণার কথা তোলেন। এই দুই জুটি নাকি সে সময় একত্রিত হয়ে অনেকের রোজগার বন্ধ করে দিয়েছিলেন। তবে সেসব পুরনো বিবাদ নিয়ে তিনি এখন মাথা ঘামান না।
অভিনেত্রী ইন্দ্রাণীর বেশ সুনাম রয়েছে তার স্বভাব ও আচার ব্যবহারের জন্য। বরাবরই অন্যায়ের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়ান। ছোটদের প্রাপ্য সম্মান দিতেও তিনি কখনও ভুলেন না। বর্তমানে এই অভিনেত্রীকে চুটিয়ে অভিনয় করতে দেখা যাচ্ছে ধারাবাহিকে।