‘বরণ’ শেষ হতেই নতুন চরিত্রে ‘তিথি’! ইন্দ্রাণীর কামব্যাকের খবরে খুশি দর্শককূল

মন্টি শীল, কলকাতা : ধারাবাহিক, অর্থাৎ বিনোদনের এক অন্যতম দুনিয়া। টেলিভিশনের দর্শক মহল, বিশেষত বাংলা তথা বাঙালি দর্শক মহলের এক অন্যতম পছন্দসই বিনোদনের জগৎ হিসেবে পরিচিত এই ধারাবাহিক। সাধারণত এই ধারাবাহিক বিভিন্ন টেলিভিশনের পর্দায়, বিভিন্ন রকমের গল্পের ঝুলি নিয়ে সম্প্রচারিত হয়। যার মধ্যে কিছু কিছু ধারাবাহিক রয়েছে যেগুলো রীতিমতো দর্শক মহলের মনে গেঁথে রয়েছে, আবার এমনও কিছু কিছু ধারাবাহিক রয়েছে যেগুলো দর্শকদের কাছে রীতিমতো অপছন্দের। যার অন্যতম কারণ হল, গল্পের একঘেয়েমি।
তবে এই পছন্দসই ধারাবাহিকগুলির মধ্যে একটি অন্যতম নাম হল ‘বরণ’ (Baron)। স্টার জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রচারিত জনপ্রিয় ধারাবাহিকটি একটা সময় দর্শকদের মনের খুব কাছে অবস্থান করত। এমনকি ধারাবাহিকের দুই মুখ্য চরিত্র ‘তিথি (Tithi) এবং রুদ্রিকের (Rudrik)’ জুটিকে বেশ পছন্দ করত। বিশেষত, তিথি (Tithi) ওরফে ইন্দ্রাণী পাল (Indrani pal) দর্শকদের মাঝে বিশেষ ভাবে আলোচিত ছিল। কিন্তু ইদানিং কালে এই জনপ্রিয় ধারাবাহিকে কেন্দ্র করে দর্শকদের মনে এক গভীর বিষন্নতার সৃষ্টি হয়েছে। যার অন্যতম কারণ হল, বিগত কয়েক মাস আগে টেলিভিশনের পর্দা থেকে বিদায় নিয়েছে জনপ্রিয় ধারাবাহিক ‘বরণ’ (Baron)।
তবে ধারাবাহিক শেষ হয়ে গেলেও আজ পর্যন্ত চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে বরণ। মাঝে মাঝে যার এক ছোট্ট আভাস পাওয়া যায় সোশ্যাল মিডিয়া জুড়ে। দর্শকদের তরফ থেকে কেবল একটাই অনুরোধ বারংবার উঠে এসেছে যে, ‘তারা প্রচন্ড রকম ভাবে মিশ করছেন তিথি এবং রুদ্রিকের জুটিকে’। তাহলে বুঝতেই পারছেন, দর্শকদের মনে কি গভীর প্রভাব বিস্তার এই জনপ্রিয় জুটি। তবে শোনা গিয়েছে, বরণ ধারাবাহিকটি অভিনেত্রী ইন্দ্রাণী পাল দ্বারা অভিনিত প্রথম ধারাবাহিক। আর প্রথম ধারাবাহিকেই একেবারে দর্শকদের মনে বাজিমাত করেছেন এই টলি অভিনেত্রী।
তবে সম্প্রতি টেলি জগতে এক নতুন গুঞ্জন শোনা যাচ্ছে, আর সেটা হল খুব শীঘ্রই টেলিভিশনের পর্দায় ফিরতে চলেছেন জনপ্রিয় ধারাবাহিক তিথি ওরফে টেলি অভিনেত্রী ‘ইন্দ্রানী পাল’ (Indrani Paul)। জানা গিয়েছে, সম্ভবত ফের একবার ‘স্টার জলসা’-র (Star Jalsha) পর্দায় দেখতে পাওয়া যাবে এই অভিনেত্রীকে। যদিও এই বিষয় নিয়ে সংশ্লিষ্ট চ্যানেলের পক্ষ্য থেকে এখনও পর্যন্ত বিস্তারিত ভাবে কিছু জানানো হয়নি। তবে সম্ভবত এই জনপ্রিয় অভিনেত্রীর বিপরীতে দেখা যেতে পারে ‘সাঁঝের বাতি’ ধারাবাহিকের আর্য ওরফে অভিনেতা রেজওয়ান রাব্বানি শেখ (Rezwan Rabbani Sheikh)। যদিও আসন্ন ধারাবাহিকটির নাম জানা যায়নি, কিন্তু এই খবর সামনে আসা মাত্রই দর্শকদের মধ্যে চরম উত্তেজনা লক্ষ্য করা গিয়েছে। তাদের বক্তব্য, ‘প্রিয় অভিনেত্রীর নতুন রূপে পর্দায় আগমনের সঙ্গে সঙ্গে দর্শক মহল এক নতুন গল্পের স্বাদ পেতে চলেছে ভেবে তারা উৎসাহিত।’