রাখে হরি মারে কে! হরির কৃপায় আবারও উঠে দাঁড়ালেন ভাইরাল বাদাম কাকু

প্রতিবারের মতই এবারও নিজের জন্য নিলেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ভাইরাল ভুবন বাদ্যকর ( Bhuban Badyakar )। নেট দুনিয়ায় ব্যপক সাড়া ফেলে দেওয়া বাদাম কাকুকে মোটামুটি সবাই চেনে। তার গানের ( Kacha Badam ) সুরে তাল মিলিয়েছে তারকা থেকে শুরু করে আমজনতা। শুধু ভারতেই নয় ভারতের বাইরেও বাদাম কাকুর ( Kacha Badam ) জনপ্রিয়তা তুঙ্গে। তবে যতই জনপ্রিয়তা পাক না কেন এই বাদামকাকু, সমস্যা তার পিছু ছাড়ছিল না। তিনি নিজেই এই অভিযোগ জানান, কখনও বিভিন্ন ইউটিউবাররা তাকে উৎপাত করত আবার কখনও তার অনুমতি ছাড়া তারই গানের ( Kacha Badam ) রিমিক্স করে বারোটা বাজাচ্ছে। সব মিলিয়ে এসবে তার কোনও লাভ হচ্ছিল না। অথচ অন্যেরা তার গানের বিনিময়ে লক্ষ লক্ষ টাকা কামিয়ে নিচ্ছেন।

আরও পড়ুন……‘হর হর মহাদেব, জয় ভজরঙ্গবলি’, এভাবেই নাগরদোলায় কেঁদে ভাসালেন এক কিশোর, নেট দুনিয়ায় ভাইরাল সেই দৃশ্য

এবার রিতিমত নড়েচড়ে বসলেন বাদাম কাকু। তিনি নিজেই সিদ্ধান্ত নিয়েছেন যে এবার তিনি নিজের একটা ইউটিউব চ্যানেল খুলবেন। সেখানে নিত্য নতুন কন্টেন্ট আনবেন ও দর্শকদের গানের মাধ্যমে মনোরঞ্জন করবেন। এতে তার ভালো লাভও হবে ও নিজের পরিচিতিও থাকবে। গানগুলো অথেনটেসিটি পাবে। এসব বিচার বিবেচনা করেই তিনি এরকম একটি সিদ্ধান্তে আসেন। জানা গেছে ইতিমধ্যেই তিনি নাকি বেশ কয়েকজন সহকারীদের সাথে কথা বলেছেন। তিনি বেশ ভালোভাবেই ঘুচিয়ে কাজটি তৈরি করবেন বলে বোঝাই যাচ্ছে। শুধু তাই নয় তার গাওয়া গান যাতে কেউ অবৈধভাবে ব্যবহার না করতে পারে সে ব্যাপারে তিনি বেশ সচেতন।

Kacha Badam

আরও পড়ুন…………এলন থেকে ইলোনা! টুইটারে এলন মাস্কের নাম পরিবর্তনে নেট পাড়ায় জল্পনা

নেট দুনিয়ায় ভাইরাল হবার পর থেকেই তুমুল জনপ্রিয়তা পাচ্ছেন বাদাম কাকু। সম্প্রতি তিনি টলিউডের বহু বড় বড় তারকাদের সাথে মঞ্চ শেয়ার করেছেন। শুধু তাই নয় বিভিন্ন বড় বড় মিউজিক ডিরেক্টরদের সাথেও নাকি তিনি ওঠাপড়া ও হাত মেলাচ্ছেন বলে জানা গেছে। অনেকগুলো নতুন গাইবার জন্য তিনি নাকি ইতিমধ্যেই প্রস্তুতি নিয়েছেন। কিছু গানের রেকর্ডিং নাকি শুরু হয়ে গিয়েছে। হাঁ এত কিছুর পরেও নেটিজেনরা অধীর আগ্রহে অপেক্ষা করছে বাদাম কাকু তার ইউটিউব চ্যানেলে নতুনত্ব কি আনতে চলেছেন। এরভ জন্য ভুবন কাকুর ইউটিউব চ্যানেলের জন্য অপেক্ষা করা ছাড়া উপায় নেই।




Leave a Reply

Back to top button