মায়াবী আলোয় রাত্রিযাপন কাঞ্চন শ্রীময়ীর! হাসিমুখে ফ্রেমবন্দি ব্যক্তিগত মুহুর্ত

টলিপাড়ায় ত্রিকোণ প্রেমের জেরে কাঞ্চন-শ্রীময়ী জুটি বারবারই উঠে আসেন বিতর্কের শিরোনামে। একবছর হল ভেঙেছে কাঞ্চন-পিঙ্কির সংসার। ছেলেকে কাছে না পেয়ে আইন-আদালত, দৌড়াদৌড়ি কিছুই বাকি নেই অভিনেতা তথা বিধায়ক কাঞ্চন মল্লিকের জীবনে। তাতে কি ব্যক্তিগত আমোদ- আহ্লাদ থেমে থাকে? আর সেজন্যই শহর কলকাতার আইটি পাড়ায় সারা রাত হই-হুল্লোড়ে কাটালেন বান্ধবী শ্রীময়ীর সঙ্গে।
মায়াবী আলোর নীচে শ্রীময়ীর সঙ্গে যুগলে একাধিক ছবি তুললেন কাঞ্চন। নিজের সোসাল মিডিয়া হ্যান্ডেলে সেসব ছবি শেয়ার করলেন টেলি অভিনেত্রী। আর সেখানে ছবিতেই দেখা যাচ্ছে, শুধুমাত্র কাঞ্চন শ্রীময়ী নয়, তাদের সঙ্গে রয়েছেন আরো তিন বিধায়ক বন্ধু। রাজ-শুভশ্রী জুটিও ছিলেন সেখানে। এসেছিলেন গায়িকা তথা বিধায়ক অদিতি মুন্সী ও তাঁর স্বামী দেবরাজ চক্রবর্তী, জুন মালিয়াও ছিলেন সেখানে। নাচ- গান আড্ডার মাঝে জমে উঠল পরিবার সমেত বিধায়কদের আড্ডা।
তবে হঠাৎ নৈশ পার্টির উপলক্ষ্য কী সেই নিয়ে বেড়েছে জল্পনা! তিন বিধায়কদের হাজিরা দেখে অনেকেই বলছেন রাজনৈতিক মিত্রতা হতেই পারে। আবার
সূত্রের খবর, রাজ চক্রবর্তী পরিচালিত হাবজি গাবজির সাকসেস পার্টি চলছিল সেখানে। তবে নির্দিষ্ট ভাবে এখনও জানা যায়নি এ বিষয়ে। তবে পার্টির আয়োজক যে রাজ চক্রবর্তী নয়, সেটা স্বীকার করেছেন কাঞ্চন নিজেই।
টলি পাড়ায় কান পাতলেই শোনা যায় কাঞ্চনের সম্পর্ক নিয়ে একাধিক গুঞ্জন। অথচ সামনা সামনি নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি কাঞ্চন বা শ্রীময়ীর কেউই। এদিনের কাপেল পার্টিতে রাখঢাক না রেখেই মেলামেশা করে সেই বিতর্ক আরও উসকে দিলেন শ্রীময়ী-কাঞ্চন।