বড় পর্দা তো দূর, ছোট পর্দাতেও চিরকাল অবহেলিত প্রতিভাশালী অভিনেত্রী কনীনিকা

রাখী পোদ্দার, কলকাতা : আজ প্রায় ২২টা বছর কেটে গেছে এই ইন্ডাস্ট্রিতে। বয়সকে তুড়ি মেরে সাবলীল ভাবে নিজের স্বপ্ন পূরণ করেছেন যে অভিনেত্রী তিনি আর কেউ নয় তিনি হলেন টলি পাড়ার জনপ্রিয় এক মুখ কনীনিকা বন্দোপাধ্যায় ( Kaninika Banerjee)। নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে বর্তমানে সকলের ঘরের মেয়ে উঠেছিলেন তিনি। একাধিক সিনেমা এবং ধারাবাহিকে সমস্ত উজার করে অভিনয় করেছেন তিনি। ছোটো বেলা থেকেই স্বপ্ন ছিল মাধুরী দিক্ষিত হওয়ার, কিন্তু মা চাইতেন মেয়ে হবে ডাক্তার। বর্তমানে ছোটো পর্দায় দাপিয়ে কাজ করছেন তিনি। তবে মেয়ে কিয়ার জন্ম হওয়ার পর থেকে জীবনের স্বপ্নগুলো ক্রমেই বদলে গেছে অভিনেত্রীর। তিনজনের সংসার সামলে নিজের স্বপ্নপূরণ করাটা অনেকটা কঠিন হলেও, ঘর সামলে বাইরেটাও অবিলম্বে সামলাচ্ছেন তিনি।
তবে এত ভালো একজন অভিনেত্রীকে ( Kaninika Banerjee) ছোটপর্দায় কদর দিলেও, বড়পর্দায় যেন তাঁকে ঠিকভাবে আবিষ্কার করতে পারলো না কেউই। কিন্তু এই খাটি রত্নকে চিনেছিলেন ডিরেক্টর রবি ওঝা ( Director Ravi Ojha)। ব্যাক আপ ডান্সারের ভূমিকায় অডিশন দিতে আসা কনীনিকাকে দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন রবি ওঝা। সালটা ছিল ২০০০, ডিরেক্টর রবি ওঝার হাত ধরেই এই মেয়েটি তখন হয়ে উঠেছিল ‘এক আকাশের নিচে’র পাখি। সেই সময় ‘এক আকাশের নিচে’ ( Ek Akasher Niche) অভিনেত্রীর সাবলীল অভিনয় তাক লাগিয়ে দিয়েছিল দর্শকমহলকে। ব্যাস সেই থেকে ক্যারিয়ারে আর ফিরে তাকাতে হয়নি কনীনিকাকে। বিপুল জনপ্রিয়তা নিয়ে আসে এই ধারাবাহিক।
আরও পড়ুন : ৮ দিনের শেষে বিক্রি মাত্র ২০ টা টিকিট! কঙ্গনা অভিনীত ‘ধকড়’ এর হাস্যকর আয়ে শুরু ট্রোলিং

রীতিমতো সেই সময় পুরুষদের ক্রাস ছিল কনীনিকা। এমনকি সেই রবি ওঝাই তাঁর অভিনয়ে মুগ্ধ হয়ে বড়পর্দায় সুযোগ করে দেয় তাঁকে। ‘আবার আসব ফিরে’ পুর্ণজন্মের কাহিনী, প্রথম জন্মে গৌরী ও পরের জন্মে নার্স পৃথার চরিত্রে অভিনয় করে সকলকে এক্কেবারে তাক লাগিয়ে দিয়েছিল এই অভিনেত্রী। নিজের অভিনয় দিয়ে সেইসময় দাঁড়িয়ে তাবড় তাবড় অভিনেতাদের মাঝে আনন্দলোক পুরস্কার জিতে নেন তিনি।
আরও পড়ুন : রাতে ঘুম আসতো না, তাই শুরু করেন ড্রাগস নেওয়া –প্রকাশ্যে এলো আরিয়ানের NCB কে দেওয়া বয়ান

কিন্তু তা সত্ত্বেও বড়পর্দায় তাঁকে পাওয়া যায়নি। ছোটপর্দায় লীনা গাঙ্গুলীর ‘অন্দরমহল’ ( Andarmahal)-এর পরমেশ্বরী হোক বা এই মুহূর্তে ‘আয় তবে সহচরী’ ( Aaye Tabe Sahachari)র সহচরী হোক, আজও ছোটপর্দায় মুখ্য চরিত্রে অভিনয় করে দাঁপিয়ে বেড়াচ্ছেন তিনি। বর্তমানে টলি পাড়ার জনপ্রিয় অভিনেত্রী হওয়া সত্ত্বেও সেই যোগ্য সম্মান কি আদেও পেয়েছেন অভিনেত্রী ( Kaninika Banerjee)?