‘গাঁজাখুরি গল্প, সুস্থ বিয়ে এখন অতীত!’ খেলনা বাড়ি’র বিয়ের প্রোমো দেখে হাসির ফোয়ারা নেটপাড়ায়

রাখী পোদ্দার, কলকাতা : ধারাবাহিক মানেই বাঙালির কাছে অবসর সময় কাটানোর মূহুর্ত। আর তাই সন্ধ্যে হতে না হতেই একের পর এক ধারাবাহিক ( Bengali Serials) দেখতে বসে পরে বাঙালি। তাই পছন্দের ধারাবাহিক ছাড়া এক মূহুর্তও চলে না সিরিয়াল প্রেমীদের। বাংলা ধারাবাহিকের প্রতি দর্শকদের এই ভালোবাসা কিন্তু আজকের নয়। তবে সময়ের সাথে সাথে মানুষের বদলেছে পছন্দের স্বাদ। আর তাই সেই স্বাদ অনুযায়ী সিরিয়াল নির্মাতাদেরও তাঁদের ধারাবাহিকে আনতে হয়েছে নতুনত্ব। আর আজকের দিনে দাঁড়িয়ে একটা সিরিয়ালের সব থেকে জরুরি বিষয় হল সেই সিরিয়ালের টিআরপি।
টিআরপি তালিকায় অন্যান্য সিরিয়াল গুলি পিছিয়ে পরলেই কয়েক মাসের মধ্যে শেষ করে দেওয়া হয় সেই ধারাবাহিক। আর এই দৌড়ে অন্যদের টক্কর দিয়ে প্রতিযোগিতায় টিকে থাকাই হল এখনকার দিনে মূল লক্ষ্য। তাই নিজের ধারাবাহিকে দর্শকদের মন ধরে রাখতে একের পর এক নতুন ধামাকা নিয়ে হয় এই সিরিয়াল নির্মাতারা। তেমনই কিছুদিন আগেই জি বাংলার ( Zee Bangla) পর্দায় শুরু হয়েছে নতুন একটি সিরিয়াল ‘খেলনা বাড়ি’ ( Khelna Bari)। কৃষ্ণনগরের মেয়ে মিতুল পুতুল তৈরি করে। প্রথমে দেখে, তারপর দেখায়, তারপর শেখায়- এমনই মেয়ে হল খেলনা বিক্রেতা মিতুল পাল। আর সেই মিতুলের ছা-পোষা জীবনে যখন ঢুকে পড়ে একজন ধনী ব্যবসায়ী ইন্দ্র, তখন কী ঘটবে তাঁদের জীবনে। সেই নিয়েই তৈরি হয়েছে এই সিরিয়াল।
প্রথম থেকেই খুব একটা মানুষের মনে দাগ কাটতে পারেনি এই সিরিয়াল। সিরিয়ালের নায়িকা মিতুল (Mitul) অত্যন্ত গরিব। পুতুল তৈরি করেই পেটের ভাত জোটে তার। অন্যদিকে সিরিয়ালের নায়ক ইন্দ্রজিৎ (Indrajit) বড়লোক বাড়ির বদমেজাজি স্বভাবের। সেই একই ধরনের কাহিনী দেখতে দেখতে দর্শকদেরও হাঁপিয়ে উঠেছে চোখ। তাঁদের মতে একঘেয়েমিতে ভরে গেছে এইসব ধারাবাহিক।
সদ্য প্রকাশ্যে আসা সিরিয়ালের নতুন প্রোমোতে (New Promo) দেখা যাচ্ছে বিয়ের মন্ডপে মিতুল আর ইন্দ্রজিৎ। সাতপাক ঘুরছেন তাঁরা। এমন সময় একজন ছুটে ছুটে এসে জানায় কিডন্যাপ (Kidnap) হয়েছে গুগলি। ইন্দ্র তখনই বিয়ের মণ্ডপ ছেড়ে বেরিয়ে আসতে চাইলে মিতুল জানায় সেও যাবে তাঁর সাথে। একেই এই সিরিয়ালের গল্প শুরু থেকেই দর্শকদের মনে কোনো ছাপ ফেলতে পারেনি। তার ওপর নতুন এই প্রোমো সামনে আসতেই এই সিরিয়ালের প্রতি দর্শকদের বিরক্তি যেন স্পষ্ট চোখে পড়ছে। কেউ এই সিরিয়ালকে বলেছেন ‘পাগলের মেলা’ তো কেউ এই সিরিয়ালকে ‘ফালতু’ বলে দাবি করছেন। তাই তাঁদের মতে অবিলম্বে বন্ধ করা উচিত এই সিরিয়াল।