উচ্ছেবাবুর সঙ্গে শুধু প্রেম করার জন্যই নেয় হাজার হাজার টাকা! মাস গেলে কত আয় করে মিঠাই

মন্টি শীল, কলকাতা : সাধারণত বাংলা টেলিভিশন তথা বাংলা ধারাবাহিককে কেন্দ্র করে দর্শক মহলে উৎসাহের অন্ত নেই। প্রতিনিয়ত এই ধারাবাহিকে কেন্দ্র করে নিত্য নতুন টুইস্ট এবং গল্পের নতুন্তের দরুন দর্শকরা বিনোদনের এক নতুন রসদ খুঁজে পাচ্ছেন। যাদের মধ্যে এক অন্যতম জনপ্রিয় ধারাবাহিকের নাম হল মিঠাই (Mithai)। বাংলা টেলিভিশন জগতের এইসবহুল আলোচিত ধারাবাহিক বাংলার দর্শকদের কাছে অতিব প্রিয়। তবে শুধু মাত্র ধারাবাহিকের জনপ্রিয়তা অথবা ধারাবাহিকের মুল শ্রোতের গল্প নয়, তাঁর সঙ্গে সঙ্গে টেলিভিশনের দর্শক মন্ডলি উৎসুক তাদের প্রিয় তারকাদের জীবন যাপন সম্পর্কে জানার জন্য। বিশেষত, তাদের আয় ব্যয় সম্পর্কিত তথ্য জানার জন্য। তাই এক নজরে দেখে নিন আপনার প্রিয় ধারাবাহিক মিঠাই (Mithai) -এর অভিনেতাদের নাম এবং তাদের আয় ব্যয়ের অঙ্ক।

• সৌমিতৃষা কুন্ডু

16c51
এই ধারাবাহিকে মুখ্য চরিত্র অর্থাৎ ‘মিঠাই’-এর ভুমিকায় অভিনয় করছেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। টেলিভিশনের এই জনপ্রিয় সম্পর্কে দর্শক মহলে কৌতূহলের শেষ নেই। জানা গিয়েছে এই অভিনেত্রী মিঠাই ধারাবাহিকের প্রতিটা এপিসোড করার জন্য পারিশ্রমিক হিসেবে ২২ থেকে ২৪ হাজার টাকা বেতন নেন।

• আদৃত রায়

16c52
মিঠাই ধারাবাহিকের এক অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে পরিচিত অভিনেতা আদৃত রায় (Adrit Roy)। ধারাবাহিকে এই অভিনেতার চরিত্রের নাম সিদ্ধার্থ ওরফে উচ্ছেবাবু। জানা গিয়েছে এই টেলি অভিনেতা ধারাবাহিকের একটি এপিসোড করার জন্য ২০ থেকে ২২ হাজার টাকা পারিশ্রমিক হিসেবে গ্রহণ করেন।

• কৌশিক চক্রবর্তী

16c53
মিঠাই ধারাবাহিকের এক অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ‘সমরেশ’ এর চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে টলিউড অভিনেতা কৌশিক চক্রবর্তীকে (Kaushik Chakraborty)। ধারাবাহিকের প্রায় প্রতিটি এপিসোডেই এই অভিনেতাকে এক গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে দেখা যায়। জানা গিয়েছে এই টেলি অভিনেতা ধারাবাহিক প্রতিটা এপিসোডের জন্য ১০ থেকে ১২ হাজার টাকা পারিশ্রমিক হিসেবে গ্রহণ করেন।

• টনি লাহা রায়

16c54
মিঠাই ধারাবাহিকে টলিউড অভিনেত্রী টনি লাহা রায় (Tonny laha roy) কে দেখা গিয়েছে এক অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ‘তোরসা’ এর ভূমিকায়। অভিনেত্রীর অভিনিত চরিত্র দর্শক মহলে একটি অন্যতম আলোচিত চরিত্র। জানা গিয়েছে এই টেলি অভিনেত্রী মিঠাই ধারাবাহিকের প্রতিটা এপিসোড করার জন্য পারিশ্রমিক হিসেবে ১৪ থেকে ১৫ হাজার টাকা বেতন গ্রহণ করেন।

• দিয়া মুখার্জি

16c55
মিঠাই ধারাবাহিকে এই টেলি অভিনেত্রী দেখা গিয়েছে এক অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ‘শ্রীতমা’-এর ভুমিকায়। জানা গিয়েছে, দর্শক মহলের অন্যতম প্রিয় এই চরিত্রে অভিনয় করার জন্য অভিনেত্রী দিয়া মুখার্জি (Diya Mukherjee) এই ধারাবাহিকের প্রতিটা এপিসোড করার জন্য ১৪ থেকে ১৬ হাজার টাকা পারিশ্রমিক হিসেবে গ্রহণ করেন




Leave a Reply

Back to top button