Aritra : টলিউডের ছোট্ট ‘অরিত্র’ এখন গিয়েছে হ্যান্ডসাম সুপুরুষ, রইল অভিনেতার এখনকার ছবিগুলি

বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম বহু শিশুশিল্পীই (Child Artist) আছে, যাঁরা অভিনয় জীবনের প্রথম দিকে অর্থাৎ শিশুশিল্পী অবস্থাতেই অত্যন্ত খ্যাতি অর্জন করেছিলেন। বর্তমান টলিউড ইন্ডাস্ট্রিতে এরকম একজন জনপ্রিয় অভিনেতা হলেন সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। ‘গুরুদক্ষিণা’, ‘চৌধুরী পরিবার’, ‘ছোটো বৌ’ প্রভৃতি বহু চলচ্চিত্রে শিশুশিল্পী হিসাবে সোহম চক্রবর্তী দাপিয়ে অভিনয় করেছেন এবং বর্তমানেও টলিউডের বহু বানিজ্যিক ছবিতে (Commercial Movie) অভিনয় করে চলেছেন। তবে কোনও কোনও শিল্পী আবার ছোটোবেলাতে দাপিয়ে অভিনয় করলেও সময়ের সাথে সাথে নানা কারণে ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে যায়। এরকমই প্রায় নিরুদ্দেশ একজন শিশুশিল্পী হলেন অরিত্র দত্ত বণিক (Aritra Dutta Banik)। যদিওবা এখন আর তাকে একদমই ‘শিশু’ বলা চলে না। রীতিমত টলিউডের যে কোনো অভিনেতাকে এখন ‘টেক্কা’ দিতে পারে সেদিনের খুদে ‘অরিত্র’।

২০০৩ সালে ধারাবাহিকে (Serial) অভিনয় দিয়ে তার অভিনয় জগতের পথ চলা শুরু হয়েছিল। তৎকালীন ইটিভি বাংলা (বর্তমানে কালারস বাংলা) চ্যানেলের ‘তিথির অতিথি’ মেগাধারাবাহিকের হাত ধরে প্রথম বাংলা ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন তিনি। এই ধারাবাহিকের পর তার সবচেয়ে নজরকাড়া পারফরম্যান্স (Performance) ছিল ২০০৭ সালে মিঠুন চক্রবর্তীর ‘ডান্স বাংলা ডান্স'(Dance Bangla Dance)-এ তাথৈ দেবের (Tathoi Deb) সঙ্গে সঞ্চালকের (Anchoring) ভূমিকা পালন করেছিলেন তিনি। এই সঞ্চালনার মধ্যে দিয়েই বাংলার অধিকাংশ দর্শকের নজর কেড়েছিল এই খুদে শিল্পী।

টলিউডের খবর,টলিউডের শিশুশিল্পীদের খবর,বাংলা ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে গেছে যেসব অভিনেতারা,টলিউডের বাংলা খবর,অভিনেতা অরিত্র দত্ত বণিকের খবর,শিশুশিল্পী অরিত্রের বর্তমান,Tollywood News,Tollywood Child Artists News,Actors Who Are Lost From Bangla Industry,Tollywood Bangla Khabar,Actor Aritra Dutta Banik's News,Child Artist Aritra's Current Life

এরপর বেশ কিছু বছর ছোটোপর্দা বা বড়োপর্দা উভয় স্ক্রিনিংয়েই বহু তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রী, পরিচালক-প্রযোজকের সঙ্গে কাজ করেছেন অরিত্র। খুব কম সময়েই দর্শকের মন কেড়েছিলেন নিজের অভিনয় দক্ষতায়। ছোটোবেলা থেকেই ক্যামেরার সামনে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করতে পারতো অরিত্র। দেব,জিৎ,শুভশ্রী,মিঠুন,সোহম,রাহুল,প্রিয়াঙ্কার মতন অভিনেতা-অভিনেত্রী হোক বা রাজ চক্রবর্তীর মতন বিখ্যাত পরিচালক সকলের সঙ্গেই ভীষণ সাবলীলভাবে কাজ করেছে অরিত্র দত্ত বণিক।

টলিউডের খবর,টলিউডের শিশুশিল্পীদের খবর,বাংলা ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে গেছে যেসব অভিনেতারা,টলিউডের বাংলা খবর,অভিনেতা অরিত্র দত্ত বণিকের খবর,শিশুশিল্পী অরিত্রের বর্তমান,Tollywood News,Tollywood Child Artists News,Actors Who Are Lost From Bangla Industry,Tollywood Bangla Khabar,Actor Aritra Dutta Banik's News,Child Artist Aritra's Current Life

তবে শুধু অভিনয়ই না, পড়াশোনাতেও বরাবরই মেধাবী অরিত্র ২০১৬ সালে সমাজবিদ্যা (Sociology) নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) স্নাতক স্তরে (Graduation) ভর্তি হন। বর্তমানে টলিউড ইন্ডাস্ট্রির ব্যাকফুটে (Behind the lense) থেকে কাজ করছেন অরিত্র। বিভিন্ন ধরনের ভিডিও এডিটিং (Video Editing) ও কালার গ্রেডিং (Color Grading) এর কাজ করছেন অরিত্র। বহুদিন টলিউডের ফ্রন্ট ফিল্ডে (Front Field) অরিত্রকে না দেখা গেলেও অরিত্রর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে (Social Media Account) এখনও টলিউডের বিভিন্ন ভালো বা খারাপ কাজের প্রশংসা বা সমালোচনা (Controversy) উঠে আসে। তবে সূত্রের খবর অনুযায়ী, খুব শীঘ্রই আবারও সিলভার স্ক্রিনে (Silver Screen) দেখা যাবে ‘চিরদিনই তুমি যে আমার’ বা ‘চ্যালেঞ্জ’ খ্যাত এই খুদে শিল্পীকে।




Back to top button