Single heroines: টলিউডের সুন্দরী হয়েও প্রেমভাগ্য খারাপ! প্রেমের যুগে আজও সিঙ্গেল এই ৭ অভিনেত্রী

পর্দায় নায়কদের সঙ্গে রোম্যান্স(romance) দেখতে দেখতেই আমাদের জানতে ইচ্ছে করে বাস্তব জীবনে আমাদের প্রিয় নায়িকাদের মনের মানুষটি কে। টলিউডের এই মুহূর্তে জনপ্রিয় নায়িকারা এই মুহূর্তে অনেকেই ইতিমধ্যে পেয়ে গেছেন মনের মানুষের খোঁজ। তাদের সঙ্গে বিয়ে অথবা লিভ ইন(live in) সম্পর্কে সুখেই আছেন এই নায়িকারা।
তবে সুখী সম্পর্কে থাকা নায়িকাদের পাশাপাশি টলিউডে বেশ কিছু নায়িকা আছেন যারা বিয়ে বা লিভ ইনের বদলে আপাতত ‘হ্যাপিলি সিঙ্গেল'(happily single) হয়েই খুশি। এই ভুবনে প্রেমের ফাঁদ পাতা থাকলেও তাতে ধরা দিতে রাজি নন তারা। এমনই সাত সিঙ্গল নায়িকার কথা জেনে নেওয়া যাক
মিমি চক্রবর্তী
পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। প্রায়শই টিনসেল টাউনের(Tinsel town) একাধিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা যেত তাদের। তবে সম্পর্ক ভেঙে যাবার পর শুভশ্রীর সঙ্গে রাজের চারহাত এক হয়। এদিকে মিমি এখনো সিঙ্গল। মাঝে যদিও অভিনেতা যশকে নিয়ে গুঞ্জন শুরু হয় তবে তা ধোপে টেকেনি নুসরত এবং যশের গোপন সম্পর্ক সামনে আসার পর থেকে।
শ্রাবন্তী চ্যাটার্জী
টলিউড সুন্দরীদের বিয়ে নিয়ে কথা উঠলেই অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের নাম সবার প্রথমেই আসে। তিনবার বিয়ের পিঁড়িতে বসেছেন এই সুন্দরী যদিও সম্পর্ক টেকেনি একজনের সঙ্গেও। তৃতীয় বিয়ে ভাঙার পর আরো একজন চিত্রগ্রাহকের সঙ্গে সম্পর্কের গুঞ্জন শোনা যায়, যদিও সেসব উড়িয়ে অভিনেত্রীর দাবি তিনি এই মুহূর্তে হ্যাপিলি সিঙ্গল।
পার্ণো মিত্র
অভিনেত্রী পার্ণো মিত্রকে নিয়ে একাধিক পরিচালকের সঙ্গে সম্পর্কের গুঞ্জন মাঝেমধ্যেই শোনা গেলেও কোনটাই তেমন পোক্ত নয়। নিজের বিষয়ে শোনা সমস্ত গুঞ্জনকে তুড়ি মেরে উড়িয়ে পার্ণো দাবি করেন যে তিনি হ্যাপিলি সিঙ্গল।
এনা সাহা
টলিউডের সুন্দরী এবং অল্পবয়সী প্রযোজকদের মধ্যে একজন এনা সাহা। খুব কম বয়সেই তিনি শুরু করেছিলেন অভিনয় কেরিয়ার। তার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে মুখ খুলতে নারাজ এনা। তবে বাংলা বিগ বস চলাকালীন আরেক প্রতিযোগী কোরিওগ্রাফার স্যান্ডির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক চোখ এড়ায়নি দর্শকের। তবে সেসব পেরিয়ে তিনি হ্যাপিলি সিঙ্গল।
মধুমিতা সরকার
ইন্ডাস্ট্রিতে অল্প বয়সে কেরিয়ার শুরু করেই সহ অভিনেতা সৌরভ চক্রবর্তীকে বিয়ে করে নেন মধুমিতা। কয়েক বছর একসাথে থাকার পরেই বিচ্ছেদ হয় তার। এই মুহূর্তে চুটিয়ে মডেলিং, সিনেমা এবং ওয়েব সিরিজের কাজ সামলাচ্ছেন তিনি। সম্পর্কের কথা জানতে চাইলেও মুখে কুলুপ মধুমিতার।
ইশা সাহা
অভিনেত্রী ইশা সাহার রিলেশনশিপ স্ট্যাটাস এখনো জানা না গেলেও সম্প্রতি বলিউডের এক বিবাহিত তারকার সঙ্গে নাম জড়ায় ইশার। শোনা যায় ইশাই সেই তৃতীয় ব্যক্তি যার জন্য সেই বলিউড তারকার সুখের সংসার ভাঙনের মুখে। তবে ইশা একথা কখনোই স্বীকার করেননি।
ঋতাভরি চক্রবর্তী
টলিউডের সিঙ্গল স্ট্যাটাসের সুন্দরীদের মধ্যে এক নম্বরে ঋতাভরি চক্রবর্তী। তবে প্রায়ই সোশ্যাল মিডিয়ায়(social media) ভাইরাল হয় তার বিয়ের ভুয়ো খবর। এ নিয়ে বেশ বিরক্ত অভিনেত্রী। তবে শোনা যাচ্ছে অচিরেই এই খবর সত্যি হতে পারে এবং সিঙ্গল থেকে সোজা ম্যারেড হতে চলেছে এই তারকার রিলেশনশিপ স্ট্যাটাস।(relationship status) মনের মানুষ পেশায় একজন সাইকিয়াট্রিস্ট এমনটাই খবর বাতাসে।