দায়িত্ব বাড়ল ছোট্ট কবীরের! পিঠে ব্যাগ নিয়ে স্কুল চলল কোয়েল পুত্র, ছবি দেখে আদরে ভরাল নেটপাড়া

মন্টি শীল, কলকাতা : তবে কি এইবার মা এর কোল ছেড়ে স্কুল এর পথে পা বাড়ালেন অভিনেত্রী কোয়েল মল্লিক ( Koel Mallick ) এবং টলিউডের জনপ্রিয় প্রযোজক নিসপাল সিং রানের ( Nispal Singh Rane ) একরত্তি মিষ্টি সন্তান কবীর ( Kabir )। সোশ্যাল মিডিয়াতে এইদিন এমনি ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন টলিউড অভিনেত্রী। সেখানে দেখা গিয়েছে, মা কোয়েল মল্লিক ( Koel Mallick ) এবং বাবা নিসপাল সিং রানে ( Nispal Singh Rane ) এর সঙ্গে ছেলে কবীর ( Kabir )এর প্রথম স্কুল যাওয়ার মিষ্টি মুহুর্ত। অভিনেত্রীর ছবি পোস্ট করা মাত্রই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে।

জানা গিয়েছে, এইদিন স্বামী নিসপাল সিং রানে ( Nispal Singh Rane )-কে সঙ্গে নিয়ে ছেলে কবীরকে স্কুলে ভর্তি করাতে গিয়েছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক ( Koel Mallick )। এইদিন অভিনেত্রী তাঁর সোশ্যাল মিডিয়াতে একরত্তি স্কুল যাওয়ার ছবি শেয়ার করে অনুরাগীদের কাছে ছেলের জন্য প্রার্থনা করার আর্জি জানিয়েছেন। পোস্টে টলিউড অভিনেত্রী লিখেছেন, ‘আজ তিনি ছেলে কবীর-কে স্কুলে ভর্তি করালেন। সকলেই ওর ভবিষ্যতের জন্য শুভ কামনা করবেন।’ সোশ্যাল মিডিয়াতে এই পোস্ট দেখার পর রীতিমতো মুগ্ধ নেটিজেনরা। এমনকি বিভিন্ন ইতিবাচক মন্তব্য আসতে শুরু করেছে অভিনেত্রীর করা পোস্ট কে কেন্দ্র করে।

26c23

সূত্র অনুসারে, গত দু’বছর আগে অভিনেত্রী টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক ( Koel Mallick ) এর কোল আলো করে এসেছিলেন একরত্তি মিষ্টি সন্তান কবীর ( Kabir )। সেই সময় থেকেই তাঁর মিষ্টি সন্তানকে নিয়েই অভিনেত্রী তৈরি করে ফেলেছেন নিজের জগৎটা। সিনেমার জগৎ থেকে সাময়িক বিরতি নিয়ে বর্তমানে তাকে কেন্দ্র করেই কাটছে অভিনেত্রীর গোটা সময়। যার এক ছোট্ট নিদর্শন পাওয়া যায় সোশ্যাল মিডিয়াতে। অভিনেত্রী বিভিন্ন সময়ে তাঁর একরত্তি সন্তানকে নিয়ে বিভিন্ন মজাদার পোস্ট করেছেন।

26c22

তবে টলিউড তথা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একজন সফলতম প্রথম সারির অভিনেত্রী হয়েও কোয়েল মল্লিক ( Koel Mallick ) কোনও দিনই কোনও রকমের বিতর্কে অংশগ্রহণ করেননি। এমনকি তাঁর অভিনয় কেরিয়ারেও পড়তে দেননি কোনও রকমের কুপ্রভাব। একজন তারকা সন্তান হয়েও অভিনেত্রী তাঁর নিজ প্রতিভার দরুন ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের জনপ্রিয়তা অর্জন করেছেন। তবে বেশ কিছু দিন যাবত অভিনয় জগৎ থেকে সরে দাঁড়ালেও অভিনেত্রী তাঁর রোজকার জীবনের ছোটখাটো মুহূর্তকে অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন অভিনেত্রী। উদাহরণস্বরূপ বলা যায়, বেশ কিছু দিন আগে অভিনেত্রী চপ মুড়ি খাওয়ার মুহূর্ত সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়েছিল। মুগ্ধ হয়েছিলেন তাঁর অনুরাগীরা। তবে সম্প্রতি অভিনেত্রীর এই মিষ্টি মুহূর্ত ফের একবার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে চলেছে তা আর বলতে বাকি থাকে না।




Leave a Reply

Back to top button