কোয়েলের আসল নাম জানেন! তাঁর নাম কিন্তু এটা নয়

বাবার পরিচয় নয়, নিজের যোগ্যতাতেই ইন্ডাস্ট্রিতে নাম কিনেছেন এই নায়িকা। সবাই তাকে কোয়েল বলেই চেনেন। কিন্তু জানেন কি কোয়েলের আসল নাম নয় এটা। তাঁর নাম অন্য। ইন্ড্রাস্টিতে নামার সময় নিজের নাম বদলে ফেলেন তিনি।

শুভঙ্কর, কলকাতা: বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় নায়িকা তিনি। এক সময় একা নিজে রাজত্ব করেছেন টলিউডে। তবে এই দীর্ঘ সময়কালে কোনও দিন তার পরিবার বা নিজের নাম ক্ষুন্ন হতে দেননি তিনি। বাবা এবং অভিজাত পরিবারের নাম বজায় রেখেছেন। হয়তো নামটা আন্দাজ করতে পারছেন। ঠিকই এগিয়েছেন! তিনি কোয়েল মল্লিক। বেহালার অভিজাত মল্লিক পরিবারের কন্যা। তাঁর বাবার নাম সকলে জানেন। তিনি রঞ্জিত মল্লিক। তবে বাবার পরিচয় নয়, নিজের যোগ্যতাতেই ইন্ডাস্ট্রিতে নাম কিনেছেন এই নায়িকা। সবাই তাকে কোয়েল বলেই চেনেন। কিন্তু জানেন কি কোয়েলের আসল নাম নয় এটা। তাঁর নাম অন্য। ইন্ড্রাস্টিতে নামার সময় নিজের নাম বদলে ফেলেন তিনি।

টলিউড বা বলিউড ইন্ডাস্ট্রিতে চোখ ঘোরালেই দেখা যাবে এরকম অসংখ্য নায়ক-নায়িকা বা সঙ্গীতশিল্পী রয়েছেন যারা নিজের যশ, খ্যাতি ও সাফল্যের জন্য নাম বদলেছেন। উদাহরণ রয়েছে ভুরি ভুরি। উত্তম কুমার থেকে মিঠুন চক্রবর্তী, কুমার সানু, যিশু সেনগুপ্তরা নিজেদের নাম বদলেছেন। ৯০ দশকের শেষের দিকে নিজের অভিনয় জীবন শুরু করেন করেন কোয়েল। অভিজাত পরিবারের সন্তান কিংবা বাবা রঞ্জিত মল্লিকের নাম ভারিয়ে নয় নিজের যোগ্যতায় ইন্ডাস্ট্রি থেকে দর্শকদের মনে জায়গা করে নেন এই অভিনেত্রী। ২ দশকে কোয়েল তার অভিনয় ক্ষমতার জোরে সুপারস্টার হয়েছেন। এই মুহূর্তে কোয়েল একমাত্র অভিনেত্রী যার বিরুদ্ধে কোন কুৎসা রটে না। দর্শকরাও তার গুণগান করেন। অভিনেত্রী হিসেবে তো বটেই, ব্যক্তিগত জীবনেও কোয়েল মল্লিকের দারুণ সুনাম রয়েছে, যা তিনি ক্ষুন্ন হতে দেন না। তবে জানেন কি যে নাম নিয়ে অভিনেত্রীর এত প্রশংসা সেটা তাঁর আসল নাম নয়। কোয়েল ছাড়াও আরেকটি সুন্দর নাম রয়েছে তাঁর। কোয়েল যখন ‘নাটের গুরু’ সিনেমা দিয়ে নিজের অভিনয় শুরু করছেন সেই সময় তাঁর নাম বদলে ফেলা হয়। কোয়েলের আসল নাম রুক্মিণী মল্লিক। সিনেমা জগতে আসার আগে কোনও এক অজানা কারণে বদলে ফেলা হয় তাঁর নাম।

Koel Mallick,Koel Mallick Real Name,Tollywood,Ranjit Mallick.

তবে কথাতে আছে ‘নামে কি এসে যায়’। এটাই প্রমাণ করে দেখিয়েছেন তিনি ‌। দীর্ঘদিন দাপটের সঙ্গে অভিনয় করার পর আজকেও তিনি সমানভাবে জনপ্রিয়‌। ছবির সংখ্যা কমলেও তাঁর সিনেমা আসলেই দর্শকের ভিড় উপচে পড়ে। এবার মহালয়ায় দুর্গা রূপে দেখা যাবে তাঁকে।




Leave a Reply

Back to top button