মৃত্যুর মুখ থেকে ফিরল অনন্যা! গাড়ির উপর আস্ত গাছ ভেঙে পড়ল অভিনেত্রীর

রাখী পোদ্দার, কলকাতা : টলি পাড়ায় একের পর এক অভিনেত্রীর মৃত্যুর সংবাদের মাঝে প্রাণে বেঁচে ফিরলেন আর এক টলি অভিনেত্রী। কৃষ্ণকলি ধারাবাহিকের অন্যতম জনপ্রিয় মুখ অন্যন্যা গুহকে ( Ananya Guha) এদিন শুটিংয়ে যাওয়ার পথে পরতে হল এমনই দুর্ঘটনার কবলে। বর্তমানে মিঠাই ধারাবাহিকে চুটিয়ে কাজ করছেন তিনি। এদিন বৃহস্পতিবার সকাল পৌনে নটা নাগাদ শুটিংয়ে যাওয়ার পথে ভবানীপুরের পূর্ণ সিনেমা হলের কাছে অনন্যার গাড়ির উপর আচমকাই ভেঙে পড়ে একটি গাছ। সেই সময় গাড়িটি ছিল চলন্ত অবস্থায়। গাড়ির ভিতরে ছিলেন অভিনেত্রী ও তাঁর বাবা।
সূত্রানুসারে বাবার সাথেই শুটিংয়ে যাচ্ছিলেন তিনি। গাড়ি চালাচ্ছিলেন অভিনেত্রীর বাবা। আর তার পাশেই বসেছিলেন খোদ অভিনেত্রী ( Ananya Guha)। আচমকাই একটি বিশাল আকার গাছ ভেঙে পড়ে তাঁদের গাড়ির ওপর। যেহেতু অভিনেত্রী ও তাঁর বাবা দুজনেই বসেছিলেন গাড়ির সামনের সিটে তাই ভয়ানক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকলেও তেমন আঘাত লাগেনি তাঁদের। তবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁদের গাড়িটি। এরপর গাছ ভাঙ্গার বীভৎস আওয়াজে সেখানে ছুটে আসে স্থানীয় এলাকার বাসিন্দারা। এছাড়াও সেখানে উপস্থিত হন ভবানীপুর থানার পুলিশ।
আরও পড়ুন : টলিউডে ফের মডেল মৃত্যু! আকস্মিক নাকি সাজানো, কী উঠে আসল তদন্তে

এরপর এক পরিচিতকে খবর দিলে তাঁরা সেই ঘটনাস্থল থেকে তাঁদেরকে নিয়ে যান। এরূপ ঘটনার জেরে স্বাভাবিকভাবেই এস পি মুখোপাধ্যায় রোডে ( SP Mukherjee Road) যান চলাচল বন্ধ হয়ে যায় কিছুক্ষণের জন্য। এরপর কিছুক্ষণের মধ্যেই সেখানে ডি এম ডির কর্মীরা ( DMD Worker) এসে গাছ কাটার ব্যবস্থা করেন। এবং গাড়িটিকেও সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। বর্তমানে সেখানে যান চলাচল এখন স্বাভাবিক।
আরও পড়ুন : মনের মতো বই পাবেন বাস স্টপে, এবার বাস স্টপে বইয়ের র্যাক রাখবেন আলিমুদ্দিনের তৌসিফ

ভারত লক্ষ্মী স্টুডিও ( Bharat Laxmi Studio) তে যাওয়ার পথেই এইরূপ দুর্ঘটনার সম্মুখীন হতে হয় অভিনেত্রী ও অভিনেত্রীর বাবাকে। তবে বর্তমানে পরিস্থিতি এখন স্বাভাবিক হলেও মানসিক দিক থেকে ভেঙে পড়েছেন অভিনেত্রী অনন্যা গুহ ( Ananya Guha)।