টলিউড থেকে সাউথে পাড়ি, নতুন ভাষা রপ্ত করতে ব্যাস্ত মধুমিতা

অহেলিকা দও, কলকাতা : বোঝেনা সে বোঝেনা খ্যাত মধুমিতা সরকার ( Madhumita Sarcar ) এখন বেজায় ব্যাস্ত। তাকে এখন দেখা যায় কখনো সিনেমায় ( movie ) কখনো বা ওয়েব সিরিজে ( web series )। রীতিমতো কাজ নিয়ে ব্যস্ততম জীবন তাঁর। কাজের মাঝে এক দন্ড বিশ্রাম নিতে পারেন না তিনি। মাত্র এই কয়েক বছরে টলিউডের সমস্ত কিছু চেনা হয়ে গেছে তাঁর। তাঁর বলিউডে অভিনয় করা নিয়ে  চর্চা চলছিল স্যোশাল মিডিয়া ( social media ) জুড়ে। কিন্তু বলিউডের মাটি ছেড়ে তিনি পাড়ি দিলেন দক্ষিণের জগতে। দক্ষিণের সিনেমায় ( south film ) খুব শীঘ্রই কাজ করতে চলেছেন তিনি। এমনকি নায়িকা হিসেবেই সেখানে অভিনয় করবেন তিনি ( Madhumita Sarcar ) এবং তাঁর বিপরীতে থাকবে জনপ্রিয় এক সুপারস্টার।

Madhumita Sarcar

ছোটপর্দা দিয়ে যাত্রা শুরু হয়েছিল মধুমিতা সরকারের ( Madhumita Sarcar )। জনপ্রিয় টিভি চ্যানেল সানন্দা টিভিতে ২০১১ সালে ‘সবিনয় নিবেদন’ ধারাবাহিকে প্রথম অভিনয় করেছিলেন তিনি। বিপরীতে ছিলেন তাঁর প্রাক্তন স্বামী সৌরভ চক্রবর্তী। এরপর স্টার জলসায় তিনি বিভিন্ন ধারাবাহিকে অভিনয় করেন। বোঝেনা সে বোঝেনা তাকে জনপ্রিয় করে তোলে। তারপর লাভ আজ কাল পরশুর মাধ্যমে টলিউড ইন্ডাস্ট্রিতে নায়িকা হিসেবে কাজ করেন তিনি। এরপর একেরপর এক সিনেমায় ভালো অভিনয় করে দর্শকদের মন কেড়েছেন তিনি। তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা চিনি বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল।

Madhumita Sarcar

মধুমিতার ( Madhumita Sarcar ) এখন সামনে অনেক কাজ। এই বছরেই মুক্তি পেতে চলেছে তাঁর সিনেমা কুলের আচার। তার সঙ্গে দেখা যাবে ইন্দ্রানী হালদার এবং বিক্রম চ্যাটার্জীকে। এত অল্প বয়সে পরপর সাফল্যের মুখ দেখেছেন মধুমিতা। এছাড়াও অভিনয় করতে চলেছেন দক্ষিণের সিনেমায়। এই কারণে শিখছেন নতুন ভাষাও। তবে এই বিষয়ে মুখ খুলতে চান না মধুমিতা।বিষয়টি পাকাপাকি করতে আরও সময় চেয়ে নিয়েছেন তিনি।

আরও পড়ুন….প্রসেনজিৎ ঋতুপর্ণাই শেষ করেছে অভিষেকের কেরিয়ার! নাম না করে সুপারস্টার জুটিকে ধুয়ে দিলেন স্ত্রী সংযুক্তা

শেষ মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ উত্তরণের দারুণ অভিনয় করেছেন তিনি ( Madhumita Sarcar )। এক তরুণী গৃহবধূর হঠাৎ করে গোপন ভিডিও ভাইরাল হয়ে যাওয়া নিয়ে গল্প ছিল এই ওয়েব সিরিজের। চিত্রনাট্য অনুযায়ী পর্ণার চরিত্রের অনেক ভাঙা এবং গড়া ছিল। মধুমিতা যথেষ্ট প্রশংসিত হয়েছিলেন জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত সুকান্ত গঙ্গোপাধ্যায়ের উপন্যাস বটতলা অবলম্বনে নির্মিত এই সিরিজে।

আরও পড়ুন….ঘরের মেয়ে রুকমা স্টার জলসা ছেড়ে জি বাংলার পর্দায়! ফের মাম্পির সাথে জুটি বাঁধবে ‘রাজা’ ওরফে রাহুল




Leave a Reply

Back to top button