সুখবর! ফের ছোটো পর্দায় ফিরছেন ‘মহাপীঠ তারাপীঠ’ খ্যাত অভিনেতা সব্যসাচী চৌধুরী

রাখী পোদ্দার, কলকাতা : সম্প্রতি টিভি পর্দায় শেষ হয়েছে বিনোদন জগতের অন্যতম ভক্তিমূলক ধারাবাহিক ‘মহাপীঠ তারাপীঠ’ ( Mahapeeth Tarapith)। তিন বছর ধরে সফলভাবে সম্প্রচারিত হয়েছে এই ধারাবাহিক। স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ছিল এটি। মা তারার চরিত্রে অভিনয় করেছিলেন নবনীতা দাস ( Nabanita Das) আর বামা ( Bama)র ক্ষ্যাপার চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা সব্যসাচী চৌধুরী ( Sabyasachi Chowdhury)। তাঁদের অনবদ্য অভিনয় মন কেড়েছিল দর্শক মহলের। যদিও এত জনপ্রিয় ধারাবাহিকেরও টাইম স্লট পাল্টেছে বারংবার। যার জেরে ধারাবাহিকের শেষ পর্যায়ে অভিনেতার মনের কোণে জমেছিল অভিমান।
শেষ বেলায় মাকে জড়িয়ে ধরে আবেগ বিহ্বল একটি পোস্ট ফেসবুকে শেয়ার করেছিলেন সব্যসাচী ( Sabyasachi Chowdhury)। সেখানে তিনি লেখেন, এযাবৎ কত সিরিয়াল যে শুরু হয়েছে আর কতই যে শেষ হয়েছে, তা খোদাই জানেন। ২০১৫ সাল থেকে তিনি নিয়মিত স্টুডিওপাড়ায় যাতায়াত করেন, টালিগঞ্জ মোড়ের মাথায় যে তিনি আজ অবধি কতগুলো ধারাবাহিকের হোর্ডিং পাল্টাতে দেখেছেন তা নিজেও গুনে শেষ করতে পারবে না। আসলে সময়ের সাথে হোর্ডিং পাল্টায়, মুখ এক থাকলেও পরিচয় পাল্টায়, পুরোনো পোস্টার ছিঁড়ে নামিয়ে নতুন পোস্টার সাঁটা হয়। নারকেল ফাটিয়ে, ক্যামেরা পুজো করে যে কাজ শুরু হয়, সময়ের সাথে সবাই তা ভুলেও যায়। এটাই বাস্তব, এটাই জীবন।
আরও পড়ুন : মৃত্যুর মুখ থেকে ফিরল অনন্যা! গাড়ির উপর আস্ত গাছ ভেঙে পড়ল অভিনেত্রীর
এই ধারাবাহিক শেষ হওয়ায় শুধু অভিনেতা অভিনেত্রীদের মনেই খারাপ লাগা জন্মায়নি। ‘মহাপীঠ তারাপীঠ’ ( Mahapeeth Tarapith) শেষ হওয়ায় মন খারাপ হয়েছে একনিষ্ঠ দর্শকদেরও। অভিনেতা সব্যসাচী চৌধুরীর ফেসবুক পেজে অনেকেই অভিনেতাকে আবার ফিরে আসার জন্য অনুরোধও করেছিলেন। এখনও পর্যন্ত ধারাবাহিক শেষ হওয়ার পর আর পর্দায় দেখা যায়নি সব্যসাচীকে ( Sabyasachi Chowdhury)। যদিও এতদিন তিনি পর্দা থেকে বিরতি নিয়ে প্রেমিকা ঐন্দ্রিলার সঙ্গে ভ্রমণ উপভোগে ব্যস্ত ছিলেন বেশি।
আরও পড়ুন : জীবনে মা-বাবার আগেও জায়গা ছিল প্রেমিকের, বিদিশা মৃত্যু তদন্তে উঠে এল নতুন নাম
তবে এবার ‘মহাপীঠ তারাপীঠ’ ( Mahapeeth Tarapith) ধারাবাহিকের অনুরাগীদের জন্য এল সুখবর। ছোটপর্দায় ফিরছেন আমাদের সকলের প্রিয় ‘বামা’ ( Bama)। টলি পাড়া সূত্রে খবর, নতুন কোনও ধারাবাহিকে খুব শীঘ্রই ফিরতে চলেছেন অভিনেতা সব্যসাচী চৌধুরী ( Sabyasachi Chowdhury)। যদিও কবে ফিরছেন সেটা স্পষ্ট নয়। তবে শোনা যাচ্ছে, এখন তিনি স্টার জলসার সঙ্গে কনট্র্যাক্টে রয়েছেন। অভিনেতা খোদ জানিয়েছেন, চ্যানেলের সঙ্গে কথাবার্তা চলছে, খুব শীঘ্রই ফিরবেন তিনি। অর্থাৎ ফের দর্শক পর্দায় দেখতে পাবেন তাঁদের প্রিয় অভিনেতার প্রাণবন্ত অভিনয়।