আদৃতের জন্মদিনে শুভেচ্ছা নেই সৌমিতৃষার! তবে কি ছেদ পড়ল উচ্ছেবাবু-মিঠাই সম্পর্কে

মন্টি শীল, কলকাতা : বাংলা তথা বাঙালি দর্শকদের বিনোদনের এক এবং অন্যতম অঙ্গ হিসেবে পরিচিত টেলিভিশনের ধারাবাহিক। দিনের ব্যস্ততার মাঝে একটু বিনোদনের জন্য দর্শকরা এই বিনোদনের প্রতি আকৃষ্ট হন। আর বিনোদনের এই মাধ্যমকে আরও জোরদার করতে টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হয় একাধিক জনপ্রিয় ধারাবাহিক। আর এদের মধ্যে অন্যতম হল জি বাংলা (Zee Bangla)-র পর্দায় সম্প্রচারিত জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’ (Mithai)। ধারাবাহিকের অসাধারণ গল্প এবং তার সঙ্গে সঙ্গে সিড-মিঠাইয়ের কেমিস্ট্রি রীতিমতো মন জয় করেছে দর্শকদের।
যার জেরে ধারাবাহিকের সাপ্তাহিক টিআরপি তালিকাতেও বেশ ভালো স্থান অর্জন করেছে এই ধারাবাহিক। ধারাবাহিকের মূল চরিত্র অর্থাৎ আদৃত (Adrit roy) এবং সৌমিতৃষা (Soumitrisha kundu) ওরফে রিল লাইফের সিড এবং মিঠাইকে দর্শকদের মাতামাতির অন্ত নেই। কিন্তু রিল লাইফের এই হার্টথ্রব জুটি রিয়াল লাইফে কি দূরত্ব তৈরী করেছে? ঘটনা সূত্র প্রকাশ্যে আসে গত বুধবার। ওই দিন ছিল সিড অর্থাৎ আদৃত রায়ের (Adrit roy) ৩০ তম জন্মদিন। আর সেই উপলক্ষে এইদিন মিঠাই ধারাবাহিকের গোটা পরিবার জড়ো হয়েছিলেন টলি পাড়ার মহালক্ষ্মী স্টুডিওতে।
আরও পড়ুন ….১৩তে বিয়ে, ১৫তে মা! পেটে ভাত জোটাতে দাদা প্রসেনজিতের সঙ্গে বিক্রি করতেন চা
আরও পড়ুন ….জিরো নয়, মোটা ফিগারে কাঁপাচ্ছেন বিনোদন জগৎ! এক নজরে দেখে নিন এই ৩ দক্ষিণী অভিনেত্রীদের
সেখানে কেক কেটে জন্মদিন উজ্জাপন করা হয় উচ্ছেবাবু-র। কিন্তু কেক কাটার মুহূর্তে এক আজব দূরত্ব চোখে পড়ল মিঠাই ও সিড-এর মধ্যে। এমনকি কেক খাওয়াতে অনীহা দেখা যায়। আর এই মুহূর্তের ছবি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ভাইরাল। যদিও এই ঘটনা সামনে আসার পর অনেকেই বলেছেন, বেশ কিছু দিন আগে অভিনেতা আদৃত রায়ের সঙ্গে তার সহ অভিনেত্রী কৌশাম্বীর ঘনিষ্ঠতার খবর সামনে আসে। যার পর শোরগোল পড়ে গিয়েছিল নেট দুনিয়াতে। যদিও এই বিষয় নিয়ে সেই সময় কোনও রকমের মন্তব্য করতে চাননি আদৃত রায় ও কৌশাম্বী চক্রবর্তী।
আরও পড়ুন ….যৌনকর্মীদের আইনি স্বীকৃতি! রেহাই কি মিলবে দৈনিক পুলিশি চোখ রাঙানি থেকে?
View this post on Instagram
তবে এই দিনের ঘটনা ফের একবার জল্পনা উস্কে দিল টলি পাড়ায়। তবে এই দিন শুধু মাত্র কেক খাওয়ার মুহূর্ত নয়। সোশ্যাল মিডিয়াতেও আদৃত-এর জন্মদিনের শুভেচ্ছা বার্তাও দিতে দেখা যায়নি সৌমিতৃষা-কে। তবে কী উচ্ছেবাবু-র প্রতি মন গলেছে মিঠাই-এর। নাকি এক তরফা ভালোবাসাতে মগ্ন সৌমিতৃষা। যদিও সে উত্তর তো সময় বলবে। তবে এই ঘটনায় হৃদয়ভঙ্গ হয়েছে তাদের অনুরাগীদের। অনুরাগী মহলের বক্তব্য, তাদের এই দুই তারকাদের মান-অভিমান পর্ব খুব শীঘ্রই শেষ হয়ে যাক। কারণ তারা কোনও মতেই চান না যে তাদের মান -অভিমানের দরুন ধারাবাহিক কোনও ভাবে প্রভাবিত হোক।