মমতা নয় বুদ্ধদেব-এ আস্থা জিতুর! অপরাজিত হিটের পরই অকপট স্বীকারোক্তি জিতু’র

মন্টি শীল, কলকাতা : সম্প্রতি বড় পর্দায় মুক্তি পেয়েছে টলিউডের জনপ্রিয় পরিচালক অনীক দত্ত (Anik dutta) পরিচালিত সিনেমা ‘অপরাজিত’ (Aparajito)। বাংলার কিংবদন্তি প্রবাদপ্রতিম পরিচালক সত্যজিৎ রায়ের জনপ্রিয় সিনেমা ‘পথের পাঁচালী’র অনুকরণে এই সিনেমাকে ফুটিয়ে তুলেছেন এই টলি পরিচালক। এই সিনেমাতে মুখ্য চরিত্রে অর্থাৎকিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেতা জিতু কামাল (Jeetu kamal) কে। মুক্তি পাওয়ার পর এই সিনেমাটি ইতিমধ্যেই প্রচুর প্রসংশা কুড়িয়েছে।
বিশেষত, অভিনেতা জিতু কামালের অভিনয় মন জয় করেছে আপামোর বাঙালি দর্শকদের। সিনেমাটি মুক্তি পাওয়ার পর ইতিমধ্যেই টেক্কা দিয়েছে একাধিক মুক্তি পাওয়া দক্ষিণী এবং বলিউড সিনেমাকে। তবে দর্শকদের সঙ্গে সঙ্গে সিনেমার বিপুল পরিমাণ প্রসংশা করেছেন কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের ছেলে সন্দীপ রায়। তবে মুক্তির পর এই বিপুল সাফল্য এবং প্রসংশা পেলেও একটা সময় প্রচন্ড পরিমাণে সংগ্রাম করতে হয়েছে এই অভিনেতাকে। কিন্তু তিনি কোনও অবস্থাতেই হার মানেননি।
আরও পড়ুন ….জিতু নয়! অপরাজিত চরিত্রে আবির ছিলেন অনীক দত্তের প্রথম পছন্দ
আরও পড়ুন ….পল্লবী মৃত্যু তদন্তে নয়া মোড়! সাগ্নিকের পরিবার তরফে মিলল চাঞ্চল্যকর তথ্য
টলিউডের এই বহুল আলোচিত সিনেমাকে ঘিরে একাধিক আলোচনা হয়েছে। কিন্তু সেই সমস্ত কাটিয়ে আজ জনসমক্ষে জনপ্রিয়। তবে এই টলিউড অভিনেতা জিতু কামাল একজন জনপ্রিয় টলিউড অভিনেতার পাশাপাশি একজন রাজনৈতিক সচেতন মানুষ হিসেবে বিবেচিত। এমনকি এই টলি অভিনেতা একজন বিশিষ্ট রাজনৈতিক দলের সমর্থকও। সম্প্রতি এই রাজনৈতিক সচেতনতার একটি ছোট্ট আভাস পাওয়া গিয়েছে অভিনেতার এক সাক্ষাৎকারে। সেখানে তিনি কার্যত দাবি করেছিলেন, যে তিনি বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়ের (Mamta Banerjee) প্রতি আস্থা নন। বরং তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharya) প্রতি আস্থাভাজন।
আরও পড়ুন ….দু’দিন বাদেই বিয়ে! তার আগেই ‛Didi No. 1’-এ প্রেমিকার সাথে জমিয়ে আইবুড়োভাত খেলেন ঋতজিৎ
সম্প্রতি টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির একাধিক তারকা বর্তমান ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসে যোগদান করে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হন। যদিও এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে তাকেও, কিন্তু অভিনেতা তার সিদ্ধান্তে অবিচল থেকে ওই বিশেষ দলের প্রতি আস্থা রেখেছেন। যদিও এর ফলে একটা সময় তার কেরিয়ারে সূর্যাস্ত হতে চলেছিল। কিন্তু আজ এই সিনেমার সফলতার পর অভিনেতা প্রকাশ্যে এই মন্তব্য করেছেন। তার বক্তব্য, প্রাক্তন মুখ্যমন্ত্রীর ব্যক্তিত্ব, শিক্ষা, আদর্শ তাকে রীতিমতো অনুপ্রাণিত করে। এমনকি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তিনি ‘গুরুদেব’ বলেও সম্বোধন করেছেন। যদিও এই অভিনেতার বক্তব্যের পর আলোচনা শুরু হয়েছে প্রায় সব মহলেই।