মৃত্যু বার্ষিকীতে বাবার স্মৃতি চারণায় মিস জোজো, বাবার পাওয়া না পাওয়া নিয়ে প্রকাশ্যে মন্তব্য তার

মন্টি শীল, কলকাতা : টলিউড অর্থাৎ বিনোদনের এক অন্যতম পীঠস্থান। গোটা দেশ তথা বিশ্ব জুড়ে টলিউডের অসংখ্য অনুরাগীরা রয়েছেন যারা প্রতিনিয়ত টলিউডের বিভিন্ন কার্যক্রম ও তারকাদের জীবন যাপন সম্পর্কে জানতে আগ্রহী। টলিউডের এমন কিছু সিনেমা আছে যা মানুষের মনে চিরজীবনের জন্য গেঁথে গিয়েছে। কিন্তু শুধুমাত্র সিনেমা বললেও ভুল করা হবে, কারণ সিনেমার সঙ্গে সঙ্গে কিছু এমন অভিনেতার চরিত্র রয়েছে যার সম্পর্কে ভুলে যাওয়া দর্শকদের জন্য কার্যত অসম্ভব। এমনি এক টলিউড অভিনেতার নাম হল মৃণাল মুখোপাধ্যায়।

টলিউডের একাধিক জনপ্রিয় ধারাবাহিক এর পাশাপাশি অনেক জনপ্রিয় সিনেমাতে দেখা গিয়েছে এই অভিনেতাকে। অভিনেতা মৃণাল মুখোপাধ্যায় তার টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির সুদীর্ঘ কেরিয়ারে কাজ করেছেন একাধিক জনপ্রিয় পরিচালক, অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে। অভিনয় করেছেন একাধিক ইতিবাচক চরিত্রের পাশাপাশি বহু খল চরিত্রেরও। সম্প্রতি বিগত ২০১৯ সালের ৭ ই মে প্রয়াত হন টলিউডের এই বর্ষীয়ান অভিনেতা। সম্প্রতি তার মৃত্যুদিবসের তৃতীয় বছরে এসে স্মৃতি চারনা করলেন করলেন অভিনেতার মেয়ে তথা টলিউডের একজন বিশিষ্ট জনপ্রিয় তারকা মিস জোজো ওরফে জোজো মুখার্জি।

11c42

আরও পড়ুন ….পিছনে দাঁড়িয়ে স্বয়ং রবি ঠাকুর! এদিকে হারমোনিয়ামে রবীন্দ্র সংগীত গাইলেন মদন, ভিডিও ভাইরাল
আরও পড়ুন ….বাংলা ধারাবাহিক থেকে সোজা বড়ো পর্দা! বাংলা টিভি সিরিয়াল থেকে এখন টলিউড কাঁপাচ্ছেন এই অভিনেত্রীরা

ঘনিষ্ঠ মহলে প্রয়াত বাবার স্মৃতিচারণা করে বলেছেন, তাঁর বাবা অর্থাৎ অভিনেতা মৃণাল মুখোপাধ্যায় ব্যক্তিগত জীবনে ছিলেন একজন খুব সহজ সরল এবং চাপা স্বভাবের। তিনি তার বাবার হাত ধরেই সঙ্গীতে হাতেখড়ি করেছিলেন। তিনি বলেন, বাবা, মৃণাল মুখোপাধ্যায় এতটাই সহজ সরল প্রকৃতির মানুষ ছিলেন যে, তার অভিনয়ের দরুন পাওয়া জাতীয় পুরস্কারের সম্মানে সম্মানিত হওয়ার পর কোনও রকমের উৎসব বা উচ্ছাস প্রকাশ করেননি। কারণ তার একটাই লক্ষ্য ছিল, প্রচারের আলো থেকে দূরে সরে গিয়ে নিজের লক্ষ্যে অবিচল থাকা।

আরও পড়ুন ….ঝগরুটে মেজাজি ঋদ্ধির হাত পা বেঁধে জব্দ খড়ির! সম্পর্কের রসায়নে মন মজেছে দর্শকদের

তার মতে, অভিনেতা হিসেবে মৃণাল মুখোপাধ্যায় যে সম্মানের অধিকারী ছিলেন তিনি তা পাননি। জোজোর বলেছেন, তার বাবা কাজকে খুব ভালো বাসতেন শ্রদ্ধা করতেন। তাই গুরুতর অসুস্থতা এবং অসহনীয় যন্ত্রণা থাকা সত্তেও বারংবার শ্যুটিং ফ্লোরে ফিরে যেতে চাইতেন তিনি। তিনি বলেছেন, অতীতে বহুবার তার বাবার সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন। তবে বর্তমানে অভিনেতা মৃণাল মুখোপাধ্যায় না থাকলেও তার শিক্ষা আদর্শ সর্বদা আমাদের মনে জীবিত থাকবে। অনুরাগী মহলে তার অভিনয়ের অসামান্য অবদান চিরজীবনের জন্য জীবিত থাকবে বলে মনে করছেন টলিউড তারকা মিস জোজো।




Leave a Reply

Back to top button