Mithai : বড় অভিনেত্রী হয়েও বোনের কাছে শাসিত দিদি! প্রকাশ্যে মিঠাই খ্যাত ঐন্দ্রিলাকে ‘ন্যাকা’ বললেন বোন

মন্টি শীল, কলকাতা : সম্প্রতি টেলিভিশন জগতের ধারাবাহিকগুলি জনপ্রিয়তার এক অন্য মাত্রায় পৌছে গেলেও, কিছু কিছু ক্ষেত্রে সমগ্র নেট দুনিয়া জুড়ে ভীষণ ভাবে কটূক্তির শিকার হয়েছে। এমনকি বাদ যাননি খোদ ধারাবাহিকের অভিনেতা এবং অভিনেত্রীরা। যদিও এই পরিস্থিতির তৈরি হওয়ার অন্যতম কারণ হল, গল্পের একঘেয়েমি। এমনকী সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে মিম গঠনকারী দের তালিকায় শীর্ষ স্থান দখল করে নিয়েছে এই বাংলা ধারাবাহিক। কিন্তু ইদানিং টেলিভিশন জগতে যা ঘটল তা দেখার পর রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়।
জানা গিয়েছে, প্রকাশ্যে জনপ্রিয় রিয়ালিটি শো এর মঞ্চে নিজের বোনের কটূক্তির শিকার হলেন জনপ্রিয় বাংলা ধারাবাহিক ‘মিঠাই’ ( Mithai ) খ্যাত অভিনেত্রী ঐন্দ্রিলা সাহা ( Oindrila Saha )। কিন্তু কী এমন ঘটল সেদিন যার দরুন এই ধরনের কটূক্তির সম্মুখীন হতে হল অভিনেত্রীকে। সোশ্যাল মিডিয়া মারফত জানা গিয়েছে, জি বাংলা ( Zee Bangla )-এর জনপ্রিয় রিয়ালিটি শো দিদি নাম্বার ওয়ান ( Didi No 1 ) এর মঞ্চে উপস্থিত ছিলেন মিঠাই ( Mithai ) ধারাবাহিক খ্যাত অভিনেত্রী ঐন্দ্রিলা সাহা ( Oindrila Saha ) এবং তাঁর বোন ঐন্দ্রাক্ষী সাহা।
শো চলাকালীন এক বিশেষ মুহূর্তে সঞ্চালিকা রচনা বন্ধ্যোপাধ্যায় প্রশ্ন করেন, ‘দিদির অভিনয় তাঁর কেমন লাগে?’ উত্তরের বোন ঐন্দ্রাক্ষী ঐন্দ্রিলা সাহা-কে উদ্দেশ্য করে বলে বসলেন, ‘দিদি টেলিভিশনের পর্দায় বড্ড ন্যাকামি করেন।’ বোনের এই ধরনের উত্তর স্বাভাবিক ভাবেই কল্পনা করতে পারেননি অভিনেত্রী ঐন্দ্রিলা সাহা ( Oindrila Saha ) নিজেও। উত্তর শুনে কিছুটা হতভম্ব হয়ে পড়েন তিনি। শুধু তাই নয়, দিদির সম্পর্কে বোনের এই ধরনের মন্তব্য করার পর হেঁসে লুটোপুটি খেলেন শো এর সঞ্চালিকা রচনা বন্ধ্যোপাধ্যায়।
যার ভিডিওটি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ভাইরাল। এমনকি বিভিন্ন রকমের মন্তব্য আসতে শুরু করেছে এই ভাইরাল হওয়া ভিডিওটিকে কেন্দ্র করে। বর্তমানে অভিনেত্রী ঐন্দ্রিলা সাহা ( Oindrila Saha ) মিঠাই ( Mithai ) ধারাবাহিকে সিদ্ধার্থের বোন নীপা-র চরিত্রে অভিনয় করছেন। দর্শকদের কাছে এই বিশেষ চরিত্রটি জনপ্রিয়তা পেলেও, বেশ কিছু দিন যাবত নেট দুনিয়ায় কটূক্তির শিকার হয়েছে ধারাবাহিকের এই বিশেষ চরিত্রটি। কিন্তু এইবার খোদ নিজের বোনের থেকে কটূক্তি শোনার পর সমালোচকরা মনে করছেন, বাইরের দুনিয়া যেন তেমন, তা মেনে নেওয়া যায়। কিন্তু নিজের কাজের মানুষের কাছ থেকে এই ধরনের মন্তব্য স্বাভাবিক ভাবেই বেদনাহত করে সকলকেই।