ফড়িংয়ের আগমনে বিপদে মিঠাই! তবে কি TRP তালিকায় শীর্ষ পদ এবার অন্য কারোর?

মন্টি শীল, কলকাতা : সম্প্রতি বাংলা টেলিভিশন জগতের ধারাবাহিককে কেন্দ্র করে দর্শক মহলে এক ভীষণ রকমের উম্মাদনা দেখা গিয়েছে। বিশেষত বাংলা ধারাবাহিকে ( Bengali Serial ) কেন্দ্র করে। যার অন্যতম কারণ হল গল্পের নতুনত্ব এবং নিত্য নতুন টুইস্ট। আর বিনোদনের এই রশদকে গ্রহণ করতে দর্শক মন্ডলি নিজের কর্মব্যস্ততার মাঝেও বসে পড়ছেন টেলিভিশনের সামনে। তবে দর্শকদের বিনোদন প্রদান করার সঙ্গে সঙ্গে এই বাংলা ধারাবাহিক ( Bengali Serial ) গুলির মধ্যে এক অদৃশ্য প্রতিযোগিতা লক্ষ্য করা। যায় আর সেটা হল শ্রেষ্ঠত্বর লড়াই।

যার এক ছোট্ট নিদর্শন পাওয়া বাংলা ধারাবাহিক টিআরপি তালিকাতে ( TRP List)। যা প্রতি সপ্তাহে প্রকাশিত করে কে হল এই সপ্তাহের জনপ্রিয় বাংলা ধারাবাহিক ( Bengali Serial )। বিগত বেশ কিছু সপ্তাহ ধরে বেশ কঠিনতম লড়াই নজরে এসেছে এই জনপ্রিয় বাংলা ধারাবাহিক ( Bengali Serial )কে কেন্দ্র করে। যাদের মধ্যে এক এবং অন্যতম ধারাবাহিক এর নাম হল মিঠাই ( Mithai )। এই ধারাবাহিকটি টেলিভিশন জগতের এক অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হিসেবে ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে। কারণ বিগত বেশ কিছু সপ্তাহ ধরে এই জনপ্রিয় ধারাবাহিকটি সাপ্তাহিক টিআরপি তালিকায় ( TRP List ) শীর্ষ স্থান অর্জন করে রেখেছে।

23c52

তবে কিছু সপ্তাহ আগে এই তালিকায় কিছু পদ পরিবর্তন ঘটেছিল। কারণ এক সময় মিঠাই ( Mithai ) কে টেক্কা দিয়ে শীর্ষ স্থান অর্জন করেছিল গাঁটছড়া ( Gantchora ) ধারাবাহিক। তবে ফের একবার নিজের শীর্ষ স্থান দখল করতে সক্ষম হয়েছে মিঠাই ( Mithai )। গত সপ্তাহের টিআরপি তালিকা ( TRP List ) অনুযায়ী এক্কেবারে শীর্ষে অবস্থান করছিল মিঠাই ( Mithai )। তবে সম্প্রতি প্রকাশিত হল এই সপ্তাহের টিআরপি তালিকা ( TRP List ) যাতে উল্লেখ যোগ্য ভাবে, এই সপ্তাহেও শীর্য স্থান অর্জন করেছে জনপ্রিয় বাংলা ধারাবাহিক মিঠাই, ( Mithai )। যার প্রাপ্ত নম্বর ৭.৮। তবে উল্লেখযোগ্য ভাবে এই তালিকায় প্রথম স্থানে রয়েছে জনপ্রিয় বাংলা ধারাবাহিক আলতা ফড়িং( Altaforing )। যার প্রাপ্ত নম্বর ৭.৮। তবে, এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জনপ্রিয় বাংলা ধারাবাহিক গাঁটছড়া ( Gantchora ) এবং গৌরী এল ( Gouri elo)। যার প্রাপ্ত নম্বর ৭.৭।

তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে বাংলা ধারাবাহিক ধুলোকণা ( Dhulokona )। যার প্রাপ্ত নম্বর ৭.৪। চতুর্থ স্থানে রয়েছে বাংলা ধারাবাহিক লক্ষীকাকিমা সুপারস্টার, যার প্রাপ্ত নম্বর ৬.৭। পঞ্চম স্থানে রয়েছে মন ফাগুন। যার প্রাপ্ত নম্বর ৬.৬। তবে এতো শুধু মাত্র সেরা পাঁচ বাংলা ধারাবাহিক ( Bengali Serial ) এর তালিকা। জনপ্রিয়তার নিরিখে এই সাপ্তাহিক টিআরপি তালিকা ( TRP List ) এর ষষ্ঠ স্থানে রয়েছে উমা, যার প্রাপ্ত নম্বর ৬.৫। সপ্তম স্থানে রয়েছে বাংলা ধারাবাহিক এই পথ যদি না শেষ হয় এবং অনুরাগের ছোঁয়া, যার প্রাপ্ত নম্বর ৫.৭। অষ্টম স্থানে উঠে এসেছে বাংলা ধারাবাহিক খেলনা বাড়ি, যার প্রাপ্ত নম্বর ৫.৫। নবম স্থানে রয়েছে বাংলা ধারাবাহিক আয় তবে সহচরী এবং দশম স্থানে উঠে এসেছে লালকুঠি। তবে এই তালিকা দেখার পর একটা বিষয় কার্যত পরিষ্কার। বাংলা ধারাবাহিক এবং তাঁর গল্পের গতিবিধি নিয়ে হাজারো আলোচনা অথবা কটূক্তি আসুক না কেন। বাংলা ধারাবাহিক ( Bengali Serial ) দর্শক মহলে সর্বকালের সেরা তা এই তালিকায় রীতিমতো স্পষ্ট।




Leave a Reply

Back to top button